নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাে:শরিফুল ইসলাম রাহাত

মাে:শরিফুল ইসলাম রাহাত › বিস্তারিত পোস্টঃ

আমাদের দেশ

১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৫

আমাদের দেশটা যে ভাই সবুজ রঙে ছাওয়া,
যেদিকে তাকাই সেদিকে সবুজ,সবুজের বাওয়া৷
মাঠের বুকে সোনালী ধান,সবুজ পাতার খোপে,
কত সুন্দর দখিনা হাওয়ার তালে দোলে কীরুপে৷ গান গেয়ে যায় মগডালে কোকিল কুহু কুহু রবে,
তাই দেখছে ছোট্ট খোকা,
আর ভাবছে কি যেন নীরবে ৷
নদীর বুকে শাপলা-কমল হেসে দিচ্ছে পাল্লা,
ভাটিয়ালী সুর ধরেছে,
দেখো পাল তুলে ঐ মাঝি মাল্লা৷
কত দূরে যেতে হবে,
তাই তো তরী উজানে দিয়েছে ভাসি,
তীরের বৌ-ঝিরা সব দেখছে তাদের,
আর দিচ্ছে মুচকি হাসি৷
গাছের ছায়ে বসে ঐ রাখাল বাজায় সুরে বাঁশি,
সুর ভেসে যায় দূর দিগন্তে,ফিরে নাহি আসি৷
সুর সাগরের দেশ এ আমার,
রূপের নেই তো শেষ,
এ যে আমার চাষী,বাউল,রাখাল ছেলের দেশ৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.