![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দেখতে চাই না ; মুক্ত আকাশের বিহঙ্গের ডানা
দূর নক্ষত্রের আলোকে রাত্রি,
অবুঝ কিশোরীর হাতের পোষা ছানা
কোন এক রাতে ট্রেনের ঘুমন্ত মধ্যবিত্ত যাত্রী ।
আমি বুঝতে চাইনা, শীতের ঝরা পাতার আর্তনাদ
ঝরঝর বর্ষনের ধরনী কাঁপানো সুর
ছোট ছোট দাঁতের ফোকলা হাসির ডাক ;
তারাহীন রাতের নিস্তব্ধ নদীর কূল ।
আমি থাকতে চাই বহুদূরে, অনেক দূরে
কোন দূর নক্ষত্রের নিচে যেখানে শীতলতার হাতছানি:
কোন আলো নেই, নেই পেঁচার পাখা ঝাপটানি
কেটে যাবে ক্ষণ, সহস্র বছর ধরে হবু -
ছাড়তে পারিনি পিছুটান ।
ভুলতে পারিনি ভাইয়ের আর্তনাদ,
বাবার কোরান পড়ার মাতাল সুর,
মায়ের সস্তা চুড়ির রিনঝিন ঝংকার,
হাওয়ায় ভাসমান বোনের কলংকের মতো কালো চুল ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৬
মাে:শরিফুল ইসলাম রাহাত বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৭
শুভ্র বিকেল বলেছেন: বেশ ভাল।