![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘আমাকে মাইরেন না,পেটে বাচ্চা আছে’
.
হ্যা........ এটা কোন ছবির কাহিনী বা মধ্য যুগিয় কোন কাহিনী ও নয়, স্বয়ং বাংলাদেশের রাজধানীতে গত কিছু দিন আগেই ঘটেছিল মধ্যযুগীয় কায়দায় এই নির্মম কাহীনী ।
.
বাংলার জমিনে এখনো এতো পাষণ্ড মানুষ আছে আমি জানতাম না। এই খবরটি না পড়লে হয়তো এই বাংলার পাষন্ডদের পাষন্ডামী জানতাম না। আল্লাহ দুর্বলদের কেউ সাহায্য করতে আসে না, তাদের সাহায্য কারী একমাত্র আপনিই।
.
‘আমার পেটে বাচ্চা আছে,আমাকে মাইরেন না ভাই। আমার কাছে কিছু নাই। আমাকে জীবন ভিক্ষা দেন ভাই, আমি আর বস্তিতেই থাকবো না।
রাজধানীর ভাষানটেক বস্তিতে যে ৩ নারী পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন তার মধ্যে একজন ছিলেন অন্তঃসত্তা। নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে এভাবেই আর্তনাদ করেছিলেন তারা।
.
কিন্তু পাষণ্ডরা তাদের সেই আর্তনাদ না শুনে মধ্যযুগীয় কায়দায় নির্মম নির্যাতন চালায়। ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে তাদের গোপনাঙ্গে আঘাত করে থেঁতলে দেয়া হয়।
.
কথাগুলো বলছিলেন, নির্যাতনের শিকার ওই তিন নারীর খালা। সেই সঙ্গে তাকেও নির্যাতন করা হয়।
.
নির্যাতিতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ওসিসিতে ভর্তি করা হয়েছে। বাকিদের কুমিল্লা মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
.
ওই নারী জানায়, গত মঙ্গলবার মামুন ও তার লোকজন নারী-পুরুষসহ তাদের পরিবারের ৯ জনকে ধরে নিয়ে যায়। প্রথমে মঙ্গলবার সকালে সুবেলকে ধরে নিয়ে যায়।
.
পরে সন্ধ্যার দিকে বাকিদের নিয়ে যায়। সবাইকে তারা রশি দিয়ে বেঁধে লোহার রড ও পাইপ দিয়ে পিটিয়ে আহত করে। পরে রাতে নারীদের সবাইকে উলঙ্গ করে মোবাইল দিয়ে ভিডিও চিত্র ধারণ করে।
.
এদের মধ্যে ছয় মাসের অন্তঃসত্তা এক নারীসহ সবাইকে উলঙ্গ করে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে গোপনাঙ্গে আঘাত করে। তাদের নিষ্পেষিত নির্যাতনে কাতর হয়ে পিপাসার পানিটুকু চেয়ে পাইনি তারা। পরে রাত ১১টার দিকে মামুনের ভাই জহিরে এসে তাদের উদ্ধার করে।
.
বস্তির বাসিন্দা নূরজাহান জানান, তাদের চিৎকার শোনার পর আমি ওই ঘরে যাওয়ার চেষ্টা করলে তারা আমাকে তাড়িয়ে দেয়। তাদের ওপর অকথ্য নির্যাতন করা হয়েছে। আমরা এর বিচার ও শাস্তি চাই ।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৯
মানবী বলেছেন: মামুন নামের এই নরপশুটা কে?
এই নরাধমের দলকে অবিলম্বে গ্রেফ্তার করে প্রকাশ্যে ঠিক সেভাবে শাস্তি দেয়া হোক যেভাবে তারা নির্যাতন করেছে!
সম্ভব নয়, কোন দিনই এদের শাস্তি দেয়া সম্ভব নয়। হাজার হাজার মাওল থেকে নিশ্চিত হয়ে বলতে পারি, এই পঅসবিক বিকৃত নির্যাতনের পিছনে স্থানীয় ক্ষমতাবান আরো কিছু পশুর হাত ছিলো যারা বরাবরের মতো অন্তরালেই থেকে যাবে।
ঘৃনার থুতু টাই এই কুলাঙ্গারের পালের জন্য সন্মানজনক হয়ে যায়।
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: মানবী বলেছেন: মামুন নামের এই নরপশুটা কে?
এই নরাধমের দলকে অবিলম্বে গ্রেফ্তার করে প্রকাশ্যে ঠিক সেভাবে শাস্তি দেয়া হোক যেভাবে তারা নির্যাতন করেছে!
সম্ভব নয়, কোন দিনই এদের শাস্তি দেয়া সম্ভব নয়। হাজার হাজার ঘটনা থেকে নিশ্চিত হয়ে বলতে পারি, এই পাশবিক বিকৃত নির্যাতনের পিছনে স্থানীয় ক্ষমতাবান আরো কিছু পশুর হাত ছিলো যারা বরাবরের মতো অন্তরালেই থেকে যাবে।
ঘৃনার থুতু টাই এই কুলাঙ্গারের পালের জন্য সন্মানজনক হয়ে যায়।
সহমত
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন: এরা কি রক্ত মাংশের মানুষ?? অমানুষী আনন্দ পায় এরা।
এরা সমাজের অংশ না। এরাই সমাজ।
ভিক্টিমের জন্য অনুশোচনা করুণা জানায় লাভ নেই। তার কাছে এগুলোর দাম নেই।
ওদের ধিক্কার দিয়েও কি লাভ। আলোচনায় আসবে শুধু। করণীয় সম্পর্কে সত্যিই দ্বিধান্বিত আজ।
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৯
তার আর পর নেই… বলেছেন: শিউরে ওঠার মতো অবস্থা, সেই একাত্তরের সাথে কি খুব বেশি অমিল! !
৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৯
সেনাপতি৮০ বলেছেন:
৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৩
মানবী বলেছেন: সেনাপতি৮০ এমন একটি পোস্টকে এধরনের বিজ্ঞাপণ দেখে বাকহারা হলাম! তাও আবার শিক্ষকতার বিজ্ঞাপণ!!!
৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১০
গোধুলী রঙ বলেছেন: মানেন আর নাই মানেন, আমাদের গড়পড়তা মানুষের মধ্যে কোন বিবেক নাই, মানবিকতা নাই, অল্প কিছু খাটি মানবিক মানুষ আছে, বাকীরা সময় সুযোগে বিবেকহীন হতে কোন দ্বিধা করে না, সেটা একজন মন্ত্রী হোক, ক্রিকেটার হোক বা আমার মত খাটি আমজনতাই হোক, শিক্ষিতই হোক বা অশিক্ষিত। শিক্ষা আমাদের এখন মানুষ বানায় না, আর জানেনই তো মানুষ জন্ম নেওয়ার সময় তার কোন ভালো মন্দ থাকেনা, সমাজ, শিক্ষা তাকে মানুষ বানায়।
৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬
খোলা মনের কথা বলেছেন: খুবই খারাপ লাগলো জানিনা সামনে এর থেকে কত নির্মম সময় অপেক্ষা করছে।
১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ঘৃণ্য বর্বর।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪০
অগ্নি কল্লোল বলেছেন: নির্মম।।