![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিরোনাম দেখে চমকে উঠার কারণ নেই। গত এক দশকে গুগল বন্ধ হয়নি। তাই আশা করা যায় ভবিষ্যতেও এমনটি হবেনা। গুগল থাকার কারণে আমরা নানা দিক থেকে নির্ভরশীল হয়ে পড়ছি গুগলের উপর। একবার চিন্তা করে দেখুন, কোন কারণে যদি গুগল বন্ধ হয়ে যায়, তাহলে কি ঘটবে ইন্টারনেট জগতে ? সহজে তথ্য পাওয়ার জন্য আমরাই বা কার দ্বারস্থ হব? চলুন তাহলে, দেখে নেওয়া যাক গুগল না থাকলে কি ধরণের সমস্যার সম্মুখীন হব আমরা। ১. তথ্য খোঁজার জন্য আপনাকে অন্য কোন সার্চ ইঞ্জিন যেমন- ইয়াহু কিংবা বিংয়ের দ্বারস্থ হতে হবে। ২. চীনের সার্চ ইঞ্জিন Baidu সেক্ষেত্রে বাজারে শীর্ষস্থান দখল করতে পারে। ৩. নতুন কোন অ্যান্ড্রয়েড ফোন বাজারে আসবে না এবং অ্যান্ড্রয়েডের আর কোন আপডেট পাওয়া যাবে না। ৪. কোন আপডেট না থাকায় এবং নতুন কোন সফটওয়্যার না পাওয়ায় আপনার স্মার্টফোনটি সহজেই বেদখল হতে পারে। ৫. সেক্ষেত্রে স্মার্টফোনের বাজার দখল করে নেবে অ্যাপল এবং উইন্ডোজ। ৬. যারা কখনই অ্যাপল এবং উইন্ডোজ ফোন পছন্দ করেন না, তারা তখন চাইনীজ ফোনের দিকে আকৃষ্ট হবেন। ৭. ব্যবসা বানিজ্য বিষয়ক জরুরী যোগাযোগের জন্য মানুষের প্রথম পছন্দ জিমেইল। গুগল বন্ধ হয়ে গেলে গুগলের এই জনপ্রিয় মেইল সেবাও বন্ধ হয়ে যাবে যা সৃষ্টি করবে ভোগান্তি। ৮. অনেক ওয়েবসাইট এবং ব্লগ মালিক তাদের আয়ের উৎস হিসেবে বেছে নিয়েছেন গুগল এডসেন্সকে। কিন্তু গুগল বন্ধ হলে তাদের মাথায় হাত পড়বে। ৯. আমাদের ব্র্যান্ডকে ইন্টারনেট জগতের সামনে তুলে ধরতে আমরা অনেকাংশেই নির্ভর করি গুগল এডওয়ার্ডের উপর। গুগল বন্ধের সাথে সাথে এই সেবা থেকেও বঞ্চিত হব আমরা। ১০. আপনি কি গুগল গ্লাস কিনেছেন ? গুগল বন্ধ হলে গুগল গ্লাস আপনাকে নানা ধরণের ভুল তথ্য দেওয়া শুরু করবে। ১১. ইউটিউব গুগলের একটা জনপ্রিয় সেবা। গুগল বন্ধ হয়ে গেলে ফ্রী ভিডিও দেখতে আমাদের সমস্যার সম্মুখীন হতে হবে। ১২. কম দামে মানসম্পন্ন ক্রোমবুক উৎপাদন বন্ধ হয়ে যাবে। ফলে আমাদের অধিক দামে অন্যান্য ল্যাপটপ ব্র্যান্ডের উপর নির্ভর করতে হবে। '১৩. বন্ধ হবে গুগল প্লাস। ১৪. যে সকল ওয়েবমাস্টার তাদের ওয়েবসাইটের হাই র্যাঙ্কিংয়ের জন্য গুগলের উপর নির্ভর করেন, তাদের এখন অন্য সার্চ ইঞ্জিনের জন্য নতুন করে এসইও করতে হবে। ১৫. গুগল ড্রাইভ না থাকায় আপনাকে অধিক ধারন ক্ষমতার স্টোরেজ ডিভাইস কিনতে হবে। ১৬. স্টোরেজ ডিভাইস ব্যবহার করতে না চাইলে আপনাকে স্কাই ড্রাইভ কিংবা অন্যান্য ক্লাউড সেবা ব্যবহার করতে হবে যাদের অনেকেরই নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল। ১৭. আপনি যদি অনলাইন ভিত্তিক ব্যবসা করে থাকেন, তাহলে আপনি নানা সমস্যার মুখোমুখি হবেন। এমনকি আপনার ব্যবসা বন্ধ করে দিতে হতে পারে। ১৮. গুগল না থাকলে হয়তোবা ফেসবুক নতুন সার্চ ইঞ্জিন তৈরির কাজ হাতে নিবে ( অবশ্য ফেসবুক সার্চ ইঞ্জিন তৈরি করছে বলে ইতোমধ্যেই খবর বেরিয়েছে)। ১৯. ল্যারি পেইজ এবং সের্গেই ব্রিন ইয়াহুতে যোগদান করবে ! ২০. সবচেয়ে মজার ব্যপার হচ্ছে বিশ্বের অধিকাংশ মানুষ তাদের ব্রাউজারে হোমপেজ হিসেবে গুগল ব্যবহার করে যা তখন থাকবে না।
Amar Technology Blog http://www.TrueTips24.com
Amar Technology Blog http://www.TrueTips24.com
©somewhere in net ltd.