![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রায় এক বছর ধরে পরীক্ষানিরীক্ষার পর অবশেষে আনুষ্ঠানিকভাবে ফায়ারফক্স ব্রাউজারে বিজ্ঞাপন দেখানো শুরু করেছে মজিলা। অলাভজনক এই সংস্থাটির সাম্প্রতিক এক ব্লগ পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মজিলা জানিয়েছে, ফায়ারফক্স ব্রাউজারে নতুন ট্যাব খোলার পর যে টাইলস/থাম্বনাইলস আসে, সেখানে কয়েকটি টাইলে বিজ্ঞাপন দেখানো হবে। এসব স্থানে মূলত ব্যবহারকারীর সচরাচর ভিজিটকৃত ওয়েবসাইটের থাম্বনাইল/শর্টকাট প্রদর্শিত হয়।
বিজ্ঞাপনগুলোর নিচে ‘স্পন্সরড’ কথাটি লেখা থাকবে, ফলে ব্যবহারকারীরা সহজেই এগুলো চিহ্নিত করতে পারবেন।
ইন্টারনেট বিষয়ক গবেষণামূলক সাইট নেট অ্যাপ্লিকেশনস এর মতে, বর্তমানে মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরারের বাজার দখলের পরিমাণ প্রায় ৫৮ শতাংশ, গুগল ক্রোম ২১ শতাংশ এবং মজিলা ফায়ারফক্স ১৪ শতাংশ।
ফায়ারফক্সে বিজ্ঞাপন দেখিয়ে মজিলা উল্লেখযোগ্য পরিমাণ অর্থ আয় করতে পারবে বলে আশা করছে।
আপনার ফায়ারফক্স ব্রাউজারের নতুন ট্যাবে বিজ্ঞাপন না দেখতে চাইলে নিউ ট্যাব পেজের উপরের দিকে ডান কোণায় থাকা গোলাকার গিয়ার আইকনে ক্লিক করে ‘এনহান্সড’ ব্যতীত অন্য কোনো অপশন (যেমন ব্ল্যাঙ্ক) নির্বাচন করুন।
পূর্বে প্রকাশিত ; TrueTips24.Com
©somewhere in net ltd.