![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুলিশ সদস্যগণ নির্বাচন ডিওটিতে মোতায়েন হওয়ার আগে নির্বাচন বিষয়ক সরকারি আদেশ গুলো-তাদেরকে আনুষ্ঠানিক ভাবে শুনানো হয়।পুলিশের ডিপার্টমেন্টাল ভাষায় এই অনুষ্ঠানটির নাম ব্রিফিং।ব্রিফিং এর বিষয় বস্তু হচ্ছে নিরাপত্তা ও শৃঙ্খলা বিষয়ক।ব্যালট এবং ব্যালট বক্সের নিরাপত্তা দেওয়া,সচ্ছ নিরপেক্ষ মনোভাব নিয়ে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য ব্রিফিংয়ের মধ্যেই তীব্র গাইড লাইন দেওয়া হয়।এ যাবৎ পর্যন্ত কোন নির্বাচনী ব্রিফিংয়ে শুনিনাই সরকারি দলের মনোনীত প্রার্থীদের অন্যায় ভাবে সহযোগিতা কর, তাদেরকে ব্যালটপেপার দিয়ে দাও-কুকর্মে সহায়তা বিষয়ক কোন মারিফতি গেজেট প্রকাশ হতেও দেখি নাই!!বরঞ্চ এধরনের কাজে নিরোৎসাহিত করা হয়।বে আইনী কাজে লিপ্ত হলে কঠিন ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।।এমন সচ্ছ সঠিক সরকারি আদেশ শুনার পরেও,অযোগ্য, লোভী, ছেচ্চর ও বিপথগামী এক শ্রেণীর পুলিশ সদস্যগণ মনে করেন ,সরকারদলীয় বিপথগামী প্রার্থীদের কুকর্মে,যাবতীয় সহায়তা করাটাই-সরকারি আদেশ।।
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৯
নুর ইসলাম রফিক বলেছেন: ফেইসবুকে সেদিন লেখাটা পরেছিলাম।
আমার প্রশ্ন যারা আপনাদেরকে নিয়ে ব্রিফিং করেন তারা কতোটুকু সচ্চ।
আমার এই প্রশ্নের কারন আমার ধারণা সচ্চ ব্যক্তির বাণী বৃথা যায়না।
এখানে বলুন আমার ধরনা ভুল নাকী উনাদের উনাদের সচ্চতা প্রশ্নবিদ্ধ।