নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একিকীত্বের কষ্ট নিয়ে হাটতে হাটতে এতটা পথ একাই এসেছি।তাই এখন আমি ক্লান্ত ।তবুও এই আশায় হাতটা বাড়িয়েছি যদি কেউ কখনও ধরে আমার সাথে মিষ্টি সুরের কথা বলে।

বাক রুদ্ব

হারিয়ে যাওয়া দুঃখ গুলো ফিরে পাওয়ার ইচ্ছা

বাক রুদ্ব › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার অন্যরুপ

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩০



আমার ব্যাপারটা সে জানে|
{আমি স্কুল-জীবনে কোন বন্ধু পাইনি|কেউ কোন দিন একটু হেসে আমার সাথে কথা বলেনি|মানি যে আমি নাহয় একটু বেশিই কথা বলতাম| কলেজে প্রথমেই আমি নিজেকে পরিবর্তন করার মিশন শুরু করি|তার সফলতার সীকৃতি স্বরুপ আমি আমার চিরকাঙ্খিত সকলের সুদৃষ্টি অর্জন করতে পেরেছি }
সব কিছুই সে জানে|তাইতো আমার দিকে বন্ধুত্বের হাত বারিয়ে দিয়েছে|প্রথমে ক্ষুদ্র-বার্তা|এর পর ফোনালাপ|ধীরে ধীরে গভীর হতে থাকে আলাপ দিনে অন্ত কয়েক বার|দীর্ঘক্ষন চলে আলাপ|আমিই শুরু করি|কেন জানি ওর সাথে কথা বলতে বড় ভাল লাগে?ওর সাথে কথা না বলে যেন থাকতে পারি না|কিন্তু ও প্রথম থেকেই এক কথা আমরা শুধুমাত্র খুব ভাল বন্ধু,যেন আপন ভাইবোন|আমার ও একই কথা |কিন্তু যখন ফোন করলে ফোনটা বাজতে থাকে ও ধরেনা বুকটা ধুক করে ওঠে তবে কি ও আমার সাথে আর কথা বলবেনা?এইতো আজ যখন বৃষ্টি পড়ছিল ওর কথা ভীষন মনে পরলো|কিন্তু ও ফোন ধরলো না এখন পযন্ত ওকে অনেক বার ফোন করেছি ধরেনি|তাই আজ মনটা কেমন যেন করছে|ওর সাথে একটু কথা বলার জন্য মনটা আনচান করছে|বুঝিনা একি শুধুই বন্ধুত্ব নাকি......?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.