| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাক রুদ্ব
হারিয়ে যাওয়া দুঃখ গুলো ফিরে পাওয়ার ইচ্ছা

আমার ব্যাপারটা সে জানে|
{আমি স্কুল-জীবনে কোন বন্ধু পাইনি|কেউ কোন দিন একটু হেসে আমার সাথে কথা বলেনি|মানি যে আমি নাহয় একটু বেশিই কথা বলতাম| কলেজে প্রথমেই আমি নিজেকে পরিবর্তন করার মিশন শুরু করি|তার সফলতার সীকৃতি স্বরুপ আমি আমার চিরকাঙ্খিত সকলের সুদৃষ্টি অর্জন করতে পেরেছি }
সব কিছুই সে জানে|তাইতো আমার দিকে বন্ধুত্বের হাত বারিয়ে দিয়েছে|প্রথমে ক্ষুদ্র-বার্তা|এর পর ফোনালাপ|ধীরে ধীরে গভীর হতে থাকে আলাপ দিনে অন্ত কয়েক বার|দীর্ঘক্ষন চলে আলাপ|আমিই শুরু করি|কেন জানি ওর সাথে কথা বলতে বড় ভাল লাগে?ওর সাথে কথা না বলে যেন থাকতে পারি না|কিন্তু ও প্রথম থেকেই এক কথা আমরা শুধুমাত্র খুব ভাল বন্ধু,যেন আপন ভাইবোন|আমার ও একই কথা |কিন্তু যখন ফোন করলে ফোনটা বাজতে থাকে ও ধরেনা বুকটা ধুক করে ওঠে তবে কি ও আমার সাথে আর কথা বলবেনা?এইতো আজ যখন বৃষ্টি পড়ছিল ওর কথা ভীষন মনে পরলো|কিন্তু ও ফোন ধরলো না এখন পযন্ত ওকে অনেক বার ফোন করেছি ধরেনি|তাই আজ মনটা কেমন যেন করছে|ওর সাথে একটু কথা বলার জন্য মনটা আনচান করছে|বুঝিনা একি শুধুই বন্ধুত্ব নাকি......?
©somewhere in net ltd.