নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একিকীত্বের কষ্ট নিয়ে হাটতে হাটতে এতটা পথ একাই এসেছি।তাই এখন আমি ক্লান্ত ।তবুও এই আশায় হাতটা বাড়িয়েছি যদি কেউ কখনও ধরে আমার সাথে মিষ্টি সুরের কথা বলে।

বাক রুদ্ব

হারিয়ে যাওয়া দুঃখ গুলো ফিরে পাওয়ার ইচ্ছা

বাক রুদ্ব › বিস্তারিত পোস্টঃ

শিক্ষা দুর্নীতি

২৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:১২


মাননীয় প্রধানমন্ত্রী,শিক্ষামন্ত্রী,দুদক ও সরকারি উচ্চপদস্ত কর্মকর্তা গন প্রথমেই আমাকে ক্ষমা করবেন|কারন একথাগুলো বলার অধিকার আমার আছে কিনা জানি না কিন্তু তবুও একবার ভেবে দেখবেন|
যাহোক শুরু করি-
আমাদের সরকার একটি ভাল উদ্দ্যোগ নিয়েছে যে এদেশ থেকে দুর্নীতি,ঘুষ দুর করবেন।এজন্য বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক অভিজান চালানো হয়।কিন্তু এতে কি কোন কাজ হয়েছে বরং এর প্রভাব আরও বৃদ্বি পাচ্ছে।কারন আজকে আমাদের তৃনমুলে দুর্নীতি গেরে বসেছে আর সেব্যাপারে আমাদের কোন মাথাব্যাথা নেই।আজকে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান গুলো যেখানে আমাদের দুর্নীতার বিরুদ্বে রুখে দারাতে শেখানোর কথা সেখানে তারাই আমাদের দুর্নীতি ও ঘুষ লেনদেন শেখাচ্ছে।আজ সরকারি প্রতিষ্ঠান গুলো থেকে মূল-নম্বরপত্র,প্রসংশাপত্র,সার্টিফিকেট ইত্যাদি প্রয়োজনীয় কাগজ পত্র যেগুলো বিনামুল্যে দেয়ার কথা তা মাত্র ১০০/১৫০ টাকার জন্য আটকিয়ে দেওয়া হচ্ছে।কেন,সরকারি শিক্ষকদের কি এতই খারাপ দিন যাচ্ছে?আপনাদের কাছে আমার প্রশ্ন রইল।আর বেসরকারি গুলোর তো কোন কথাই নাই।তাহলে প্রশ্ন হচ্ছে এই শিক্ষার্থীরা পরবর্তীতে কি করবে?দয়াকরে এর একটা বিহিত করবেন।অন্যথায় দুর্নীতি দমন প্রায় অসম্ভব।
#বুজুর্গ....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.