![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
......... ”ক্ষুদ্র করো না হে প্রভু আমার হৃদয়ের পরিসর, যেন সম ঠাঁই পায় শত্রু-মিত্র-পর .........
"কষ্ট"
মুহা. তারেক আবদুল্লাহ্
আমি কষ্ট কে খুব কাছ থেকে দেখেছি। ছুঁয়েছি, অনুভব করেছি।
বড্ড নিষ্ঠুর এবং আপোসহীন ছিলো কষ্টগুলো।
আমার কষ্টগুলোরও বুঝি কষ্ট ছিল তাই তার প্রতিশোধ সে
আমার থেকে নিয়েছে। প্রতিশোধ নিয়ে আনন্দ পেয়েছে বেশ,
কষ্টারোপ এর বস্তুই ছিলাম আমি আমা থেকে ভালো কে জানে।
আমার কষ্টগুলোর কোন রঙ ছিলোনা সে রঙহীন ছিলো,
ঝলসানো ছিল। তার রঙ প্রকাশের ব্যর্থতা ছিলো, কিন্তু কোন
অভিযোগ ছিলনা। কারণ আমার রঙ প্রকাশের
যোগ্যতা ছিল। সে আমাকে প্রতিনিয়ত কষ্ট দিয়ে রাঙিয়ে
তুলত কালো রঙে। আমার কষ্টের রঙগুলো
ফুটে উঠতো মুখে, মুখজ্জল কালো রঙ দেখেও লোকেরা
আমার হাল জিজ্ঞেস করে কষ্টের উপহাস ই করতো বটে।
আমার কষ্টগুলোর অনেক বায়না ছিল, বায়না পূরণ করার
জন্য আমি ছিলাম কিন্তু আমার জন্য কেউ ছিলনা। নাহ
আমার জন্যও কেউ ছিল অথবা তারা ছিল কিন্তু বায়না পূরণ
করার জন্য তাদের তাগিদ ছিলনা, প্রফুল্লতা ছিলনা। অথবা
দৌরাত্ব ছিলনা। যাদের দৌরাত্ব ছিল তাদের সহানুভূতি ছিলনা।
আজও কষ্ট গুলো চলে যেতে চায়, বা আমি ঠেলে দিতে চাই
দিগন্তের শেষ প্রান্তে। কিন্তু সুখ খোজার পায়চারীতে কষ্ট
এবং আমি দুজনই আজ মাঝ পথে এসে ক্লান্ত।
দুজনই আজ অলসতার চাদরে আচ্ছাদিত। নতুন এক সকালে
আবারো চালিয়ে যাই সুখ খোঁজার ব্যর্থ প্রয়াস।
আবারো চালিয়ে যাই সুখ খোঁজার অক্লান্ত পরিশ্রমের অঙ্গভঙ্গি।
২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৬
মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে, মুগ্ধতাদের প্রতি কৃতজ্ঞতা।
২| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগছে তবে টাইপিংয়ে কিছু ভুল আছে
২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৯
মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।
ঠিক করার চেষ্টায়।
৩| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০৭
নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগল
২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৩
মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
৪| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:২৬
এপিস বলেছেন: দারুণ লিখেছেন
২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৫
মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: ধন্যবাদ ভাই, উৎসাহিত হলাম।
কৃতজ্ঞতা রইলো আপনার প্রতি।
৫| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো কষ্টের অনুভূতি গুলো। কবিতায় মুগ্ধতা।
২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১২
মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: মুগ্ধতাদের প্রতি কৃতজ্ঞতা।
কবিতা পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
৬| ০৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৮
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: ভালো লাগলো।
০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২০
মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম। কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
৭| ১৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: পড়লাম। কিন্তু যদি চিত্রকল্পের ব্যবহার করতেন, আরো ভালো হইত।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৯
মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। কবিতা লিখার এটি একটি ব্যর্থ প্রয়াস বলতে পারেন।
৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০১
প্রামানিক বলেছেন: কষ্টের কবিতা ভালো লাগল।
১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৮
মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২১
মাহবুবুল আজাদ বলেছেন: দারুণ লিখেছেন- মুগ্ধতা