![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
......... ”ক্ষুদ্র করো না হে প্রভু আমার হৃদয়ের পরিসর, যেন সম ঠাঁই পায় শত্রু-মিত্র-পর .........
বিজয়ের চেতনা
মুহা. তারেক আবদুল্লাহ্
বিজয় দিবস পালন হয় যার হিন্দি গানের
তালে, বিজয় উৎসব নাকি কেবলই
তামাশা, থাপ্পড় মারা লাখো শহীদের গালে?
বিজয় উৎসবের এমন সংজ্ঞা কোথা পেয়েছ
ভাই? বিজয় উৎসব নাকি
কেবলই তামাশা, ধুলো - বালি আর ছাই।
হিন্দি গান আর পোলাউ - খিচুড়ি এই যদি হয়
বিজয়ের চেতনা, তাহলে তো বিভোর আমি
অবচেতনায় এ জাতী আমায় মেনে নেবে না।
লাখো শহীদি ভাই প্রাণ দিয়েছিল কি এমন
দিনের জন্য? লজ্জায় তাঁরা দ্বিতীয়বার মরে,
আমাদের জীবন তো ধন্য।
তোমাদের প্রাণের বিনিময়ে আমরা দিয়েছি
কিছু হিন্দি গান, নিজেদের অজান্তেই জাতির
কাছে খুইয়েছি মান - সম্মান।
দুঃখ ভরা মন নিয়ে শুধু এতোটুকুই বলিব
আমার শহীদি ভাই, তোমাদের প্রতি
রইলো আমার লাখো লাখো সালাম।
ছবি : গুগল থেকে সংগ্রহ করা।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৮
মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: হ্যাঁ ভাই, সে জিনিস টা লক্ষ্য করেই কবিতাটি লিখা।
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৪
জিয়াতুসি বলেছেন: কালকে ঠিক ১২ টার পর। কিছু কিছু জায়গায় জাতীয় সঙ্গীত গাইছে আবার কিছু কিছু জায়গায় স্পিকার বাজিয়ে হিন্দী গানের তালে বিজয়ী উল্লাসে মেতে উঠছে তরুণরা। এই হল আমার দেশ আর আমার দেশের নিয়মকানুন