![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অলস মানুষ
ছোট বোনটিকে ফোন করেছিলাম, সে জে এস সি পরিক্ষাত্রী, কাদতেছে, কারন
দেশটাতে এসব কি হচ্ছে? রাষ্টের কাছে আমারা আমাদের বেসিক নিডস্ গুলির দু একটা ও যদি একটু করে পেয়ে অভ্যস্থ থামতাম, তাহলে এই পরিস্থিতিতে হয়তো নিরবেই মারা যেতাম।
দু একদিন আগে প্রথম আলোতে দেখেছিলাম দুদকের ক্ষমতা আবার খর্ব করা হয়েছে। এতদিন ছিল রাজনৈতিক ব্যাক্তিত্যের উপর কোন মামলা করতে হলে সরকারের অনুমতি নিতে হবে দুদককে। আর এখন কোন সরকারি কর্মকর্তার উপর মামলা করতে হলেও দুদককে সরকারের অনুমতি নিতে হবে।
তাহলে রাজনৈতিক ব্যাক্তিত্য আর সরকারি কর্মকর্তা ব্যাক্তিত্য এতই নিষ্পাপ যে সরকার তাদের রুখতে , তাদের অত্নসম্মানের নোঙগর শান দিতে মরিয়া।
তাহলে দুদক মামলা করবে ম্যাংগু পিপল (আম জনতা) এর উপর। আর ম্যাঙগুরাই আজ সরকারের আর দুদকের একমাত্র কর্মক্ষেত্র।
যাক যে কথা বলতে চাই সেটাই বলি,
বি স এস সহ সকল সরকারি - বেসরকারি চাকরির পরিক্ষার প্রশ্ন ফাস এখন আমাদের ঐতিহ্য । আমাদের পরবর্তী বংশধরেরা অদূর ভবিষ্যতে বাঙালি বিভিন্ন ঐতিহ্যের সাথে প্রশ্ন ফাসের এই ব্যাপারটিও যোগ করবে নিশ্চই।
চাকরির স্থর থেকে একটু নিচে নামলে, আসে মেডিক্যাল আর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, আর এই স্থরের প্রশ্নপত্র ফাসের ব্যাপারটাও আমাদের কাছে অতি স্বাভাবিক।
এস এস সি পরীক্সার প্রশ্ন ফাসের ব্যাপারে আমার অবগত নই খুব একটা। এতদিন এস এস সি পরীক্ষা দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা হলেও আজ সবচেয়ে বড় পরীক্ষা মর্যাদা পি এস সির। ক্লাস ফাইভের এই পরীক্ষাটি এখন দেশের সবচেয়ে বড় পরীক্ষা, আর এর মাধ্যমেই আমারে ছোট ছোট কচি মুখ গুলো নিজেদেরর নিয়ে ভাবতে শিখে।
এদিকে জে এস সি টাও কিশোর কিশোরীর জন্য অন্যরকম এক আমেজ। এবারের জে এস সি পরীক্ষায় যে ভাবে একের পর এক প্রশ্নপত্র ফাস হচ্ছে তাতে এই পিচ্চি গুলিও আমাদের এই সুমহান ঐতিহ্যটির ব্যাপারে অবগত হচ্ছে, যার অভিঞ্জতার জন্য আমাদের এতদিন মেডিক্যাল বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পর্যন্ত যেতে হত । সে জিনিস এখন জে এস সি তেই দেখা মিলছে। এতেই বোঝা যাচ্ছে আমাদের উন্নয়নে জোয়ার কত টেকসই।
কিছুক্ষন আগে ছোট বোনটিকে ফোন করেছিলাম, সে জে এস সি পরিক্ষার্ত্রী, আম্মা ওকে মোবাইল দিতেই কেদে কেদে আমাকে বলছে এসব প্রশ্ন ফাসের কতা। কাল ওদের নাকি বিঞ্জান পরীক্ষ,আর এই প্রশ্ন এখন সবার হাতে, ওর কান্নার কারন হচ্ছে ওর পিপ্রারেশন ভাল , সারা বছরই সহপাঠিদের সাথে সব কিছুতেই কম্পিটিশন। সে বলছে, এখন ওর চেয়ে পিছনে যারা তারা সবাই ওর সমান হয়ে যাবে। এ দু:খেই সে কাদছে।
২| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৫
গাজী সুবন বলেছেন: দুর্নীতি যে শিরায় শিরায় পৌছে গেছে ভাই,,,,আমার ছাত্রটাও ফোন করে জানালো ব্যাপারটা ৷
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০০
মোঃ তারিফ হাসান বলেছেন: কি সুন্দর চলছে এ দেশ
৩| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৬
বোকা ছেলে ৯৮৯ বলেছেন: পরীক্ষা নেয়ার দরকার কি? প্রশ্ন যখন আগেই পাওয়া যায়।
শিক্ষার অবস্থা বোঝা যাচ্ছে বিশ্ববিদ্যালয় গুলোর ভর্তি পরীক্ষার ফলাফল দেখে। ৭৬ হাজার পরীক্ষারথী পাশ করছে ১১ হাজার।
১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১৫
মোঃ তারিফ হাসান বলেছেন: তাছাড়া আজকাল পি এস সি , জে এসসি, এই পরীক্ষাগুলোতে মোফস্সলের স্কুল গুলোতে দেখাযায় আরও ব্যাতিক্রমী চিত্র। শিক্ষকরা পরীক্ষার হলে ঢোকে তাদের নিজস্য স্টুডেন্টদের ভুল গুলি শুদ্ধ করে দিচ্ছে। আর এটা তারা ক্রেডিট মনে করছে
৪| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৪
মোহাম্মাদ আবু সাইদ বলেছেন: আসলেই, তারিফ ভাই! এতেই বোঝা যাচ্ছে আমাদের উন্নয়নে জোয়ার কত টেকসই।
১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩২
মোঃ তারিফ হাসান বলেছেন: শুধু টেকশই না দুর্দান্ত ,, ব্রাদার সাইদ
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৫
গাজী সুবন বলেছেন: দুর্নীতি যে শিরায় শিরায় পৌছে গেছে ভাই,,,,আমার ছাত্রটাও ফোন করে জানালো ব্যাপারটা ৷