নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন গুনাহগার,আল্লাহর গোলাম। আলহামদুলিল্লাহ্ ,একজন মুসলমান হিসেবে নিজেকে ধন্যমনে করি ।সর্বকালের সর্বশ্রেষ্ঠমানব,সকল নবীদের শ্রেষ্ঠ নবী হযরতমুহাম্মাদ সাঃ এর উম্মতহতে পেরে নিজেকে গর্বিত মনে করি।দ্বীনের পথে চলতে চেষ্টা করি।

md yousuf rana

আমি এক জন মুক্তিযোদ্ধার সন্তান

md yousuf rana › বিস্তারিত পোস্টঃ

গুনা মাফের মাস

২২ শে জুন, ২০১৬ দুপুর ২:২৫

হে আল্লাহ, পবিত্র রমজান মাসের পনেরো দিন চলে গেল। জানি না নিজের গুণাহ মাফ করাইতে পেরেছি কি না। "একদা প্রিয়নবী হযরত মুহাম্মদ (সাঃ) মিম্বরের ১ম সিঁড়িতে দাঁড়িয়ে বললেন, আমীন। তারপর ২য় সিঁড়িতে বললেন, আমীন। তারপর ৩য় সিঁড়িতেও বললেন, আমীন। সাহাবীরা (রাঃ) ঘটনার কারণ জানতে চাইলে রাসুল (সাঃ) বললেন, মিম্বরের ১ম সিঁড়িতে পা রাখার সময় জিব্রাইল (আঃ) বললেন, সেই ব্যক্তির জন্য ধ্বংস, যে বৃদ্ধাবস্থায় তার পিতা মাতা কে পেল কিন্তু তাদের সেবাযত্ন করে জান্নাত কামাই করতে পারলো না। ২য় সিঁড়িতে পা রাখার পরে জিব্রাইল (আঃ) বললেন, সে লোকের জন্য ধ্বংস, যে আপনার (রাসুল সাঃ) নাম শুনলো অথচ দরুদ পাঠ করলো না। ৩য় সিঁড়িতে পা রাখার পরে জিব্রাইল (আঃ) বললেন, সে লোক ধ্বংস হয়ে যাবে, যে তার জীবদ্দশায় রমজান মাস পেল অথচ আল্লাহ তায়ালা'র ইবাদত বন্দেগী করে গুণাহ মাফ করাইতে পারলো না।" ইয়া আল্লাহ, একে একে রমজান মাসের দিনগুলি চলে যাচ্ছে। আমরাতো দুর্বল, গুণাহ মাফ করানোর মতো ইবাদত বন্দেগী আমরা করতে পারি না। কিন্তু তথাপিও আপনার রহমত, মাগফেরাত এবং নাজাতের আশা রাখি। হে আল্লাহ, রাসুল (সাঃ) তো বলেছেন, কাফের সম্প্রদায় ব্যতীত আল্লাহ'র রহমত থেকে কেউ নিরাশ হয় না। ইয়া রাহমানুর রাহিম, আমাদের গুণাহ'র চাইতে আপনার রহমত তো অনেক বড়। আপনার সেই রহমতের কারণে, নুরনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর নামের উসিলায়, আমাকে সহ সারা বিশ্বের সকল মুসলমানের কবিরা, ছগিরা, জাহেরি, বাতেনি সমস্ত প্রকার গুণাহ ক্ষমা করে নাজাতের (ধ্বংস হওয়া থেকে মুক্তির) ব্যবস্থা করে দিন। আমীন।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৬ দুপুর ২:৫৬

মো: অাজগর আলী বলেছেন: আমনি

২| ২২ শে জুন, ২০১৬ বিকাল ৩:০০

আব্দুল্লাহ তুহিন বলেছেন: ছুম্মা আমিন,,,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.