![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈদ""
......খুব মিস করি ছোট বেলার ঈদগুলোকে।
সত্যি কতই না আনন্দের ছিল দিন গুলো!!
এখন আর আগের মতো আনন্দ নাই
মনে।
"""
আগের ঈদ গুলোতে (যখন ছোট ছিলাম) ঈদের সময়
হলে মা বাবাকে বলতাম , "আমার এটা লাগবে
ওটা লাগবে।
আব্বা যখন মার্কেটে নিয়ে যেতেন আমাদের ভাই বোন সবার কাপড় চোপড় কিনে দিতেন ।
যখন বাড়িতে আসতাম তখন দেখতাম সবার
কাপড় চোপড়া কিনেছে ।কিন্তু
আব্বা জন্য কোন কিছু কিনে নাই।
মাঝে মধ্যে আব্বাকে বলতাম, আব্বা আপনে দি কোন কিছু কিনছেনা ।
তখন আব্বা বলতেন বাবারে আমরা বুইড়া হয়ে
গেছি আমগো কিয়ের ঈদ ,
ঈদ হয়লো পোলা পাইনের। তোরা হই সত পোলাপান তোগো হইলো ঈদ ।তখন আমি কইতাম ত আমনে ঈদের নামাজ পরবেন কি পইরা ,তখন আব্বা কই তো ঐ সাদা শার্ট টা ইস্ত্রি কইরা পিনমু ।
তখন ছোট ছিলাম বুঝি নাই , আব্বা এই কথা
কেন বলছে ।তখন ভাবতাম আসলে মনে হয় বুড়ো মানুষের ঈদে আনন্দ নেই।
আজ বুঝি আব্বা কেন এই কথা বলতে।আসলে সব বাবা মা চান যেন তার সন্তান সুখে থাকুক ।
আজ 2 বছর 6 মাস ধরে আব্বা কে আব্বা বলে
ডাকতে পারি না ।আর মনে হয়না জিবনে আব্বা ডাকার মানুষটি খুঁজে পাবো।
হে আল্লাহ্ আমার আব্বার কবর টা বেহেস্তের বানিয়ে দাও।=(আমিন )
©somewhere in net ltd.