নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন গুনাহগার,আল্লাহর গোলাম। আলহামদুলিল্লাহ্ ,একজন মুসলমান হিসেবে নিজেকে ধন্যমনে করি ।সর্বকালের সর্বশ্রেষ্ঠমানব,সকল নবীদের শ্রেষ্ঠ নবী হযরতমুহাম্মাদ সাঃ এর উম্মতহতে পেরে নিজেকে গর্বিত মনে করি।দ্বীনের পথে চলতে চেষ্টা করি।

md yousuf rana

আমি এক জন মুক্তিযোদ্ধার সন্তান

md yousuf rana › বিস্তারিত পোস্টঃ

সাওয়াল মাসের ছয়টি রোজা

০৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

রমজানের পর সাওয়াল মাসে ৬টি রোজা রাখা সারা বছর রোজা রাখার সমান

হযরত আবু আইয়ুব আল আনসারী ( রাঃ) হতে বর্ণিত রাসূল ( সাঃ) বলেছেন, “ যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে এবং সাওয়াল মাসে আরও ছয়টি রোজা রাখবে, সে যেন সারা বছর রোজা রাখল”
[ মুসলিম, আবু দাউদ, তিরমিযী, ইবনে মাজাহ ]

সুতরাং আসুন আমরা চেষ্টা করি সাওয়াল মাসেও ছয়টি রোজা রাখতে। আল্লাহ তায়ালা আমাদেরকে সাওয়াল মাসে ৬টি রোজা রাখার তৌফীক দান করুন ৷

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

খায়রুল আহসান বলেছেন: স্মরণ করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।

২| ০৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

আহলান বলেছেন: সুন্দর পোষ্ট ... আল্লাহ তৌফিক দান করুন। আরবি মাসের ১৩/১৪/১৫ তিন দিন রোজা রাখলে আইয়াম্বেজ এর সাওয়াব ও শাওয়াল এর রোজাও আদায় হয়, সাথে অতিরিক্ত ৩ টি মোট ৬ টি রোজা রাখলেই চলে।

৩| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:৩৬

গার্ডেড ট্যাবলেট বলেছেন: আরবিতে شَوّال শব্দটির উচ্চারন সাওয়াল নয়; সঠিক উচ্চারন হবে শাউওয়াল (ভিন্ন এক্সেন্টে শাওওয়াল)। সাওয়াল বললে তা অনেকটা সোওয়াল (سؤال) এর মতো শোনায় যার মানে দাড়ায় প্রশ্ন (নামপদ বা বিশেষ্য)।

আপনি যে হাদিসটি বর্ণনা করেছেন তা সহীহ মুসলিমে ১১৬৪ নাম্বার হাদিস হিসেবে উল্লেখিত হয়েছে:
مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ سِتًّا مِنْ شَوَّالٍ كَانَ كَصِيَامِ الدَّهْرِ

শাউওয়াল মাসে ছয়টি রোজা (সাউম - صوم একবচন; সিয়াম - صيام বহুবচন) রাখার বিষয়ে দু'টি বিষয় খেয়াল রাখা ভীষন জরুরী। প্রথম যে ব্যাপারটি খেয়াল করতে হবে তা হলো এই ছয়টি রোজা নোফ্‌ল (সুন্নাহ)। এই রোজা পালন না করলে কোনো গুনাহ হবে না।

দ্বিতীয় ব্যাপারটা হলো সারা বছর রোজা রাখার সমান ছাওয়াব (ثواب‎‎) পেতে হলে রামাদানের সব রোজা রাখতে হবে প্রথমে। রামাদানে রোজা ঠিক মতো না রেখে শাউওয়ালের রোজা নিয়ে আতিশায্যে কোনো বাড়তি লাভ নেই।

অন্য একটা হাদিসে বলা হয়েছে:
صِيَامُ رَمَضَانَ بِعَشَرَةِ أَشْهُرٍ وَصِيَامُ السِّتَّةِ أَيَّامٍ بِشَهْرَيْنِ فَذَلِكَ صِيَامُ السَّنَةِ
রামাদানে সারা মাস রোজা রাখা (বছরে) দশ মাস রোজা রাখার মতো আর শাওওয়ালে ছয় দিন রোজা রাখা দুই মাস রোজা রাখার মতো; অতএব এসব মিলে সারা বছর রোজা রাখার সমান। (সহীহ ইব্‌ন খোজায়মা - হাদিস নং ২১১৫)

আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.