![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ বেশ কয়েকটি অনলাইন নিওজে পড়লাম অনন্ত জলিল নাকি চলচিত্র ছেড়ে দিয়াছেন। কেউ আবার লিখেছেন " চলচিত্র ছেড়ে জার্মানি চলে গেলেন অনন্ত জলিল"... আমি বলি- আপনাকে কে বলল ভাই এই খবর ? আপনার খবরের শিরোনাম পড়লে মনে হবে সে আর দেশে ফিরবে না। একজন স্বনামধন্য বাবসায়ী তার বাবসার কাজে দেশের বাইরে যেতেই পারে।
আলোচনার জন্য কি আর কোন প্রসঙ্গ পান না ভাই। "নগ্ন হামলা", "খাইছি তোরে", "নিষিদ্ধ আখড়া" ইত্যাদি চলচিত্র ওনি আমাদের জন্য তৈরি করছেন না। তাই কি এই সমালোচনার কারন ? ?? আসলে আমরা আমাদের বাংলা চলচিত্রে হেলিকপ্টার আর ওয়ার্ল্ড ক্লাস গ্রাফিক্স দেখে অভ্যস্ত নই। তাই ওসবে হালকা এলারজি হয়।
পান্তা আর ইলিশের দেশে আমরা এমন আরও অনেক অনন্ত জলিল পাব। আর তাদের হাত ধরেই আমাদের চলচিত্র গড়ব সময় উপযোগী করে। ঠাই নেব বিশ্ব বাজারে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৩
মিয়াজী পাপন বলেছেন: আমাদের সিনেমা আমাদের সম্পদ... আমরাই যদি হাসি কেমনে হয়..?