![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টি প্রধানত দুই প্রকার। একটা মন ভালো করা বৃষ্টি আরেকটা মন খারাপ করা বৃষ্টি। মন ভালো করা বৃষ্টি সাধারণত বছরের প্রথমে আসে। কিছুদিন মন ভালো করে তারপর চলে যায়। তারপর আসে মন খারাপ করা বৃষ্টি। তখন বৃষ্টি পড়তেই থাকে, পড়তেই থাকে, থামে না। এই মন খারাপের কারন খুঁজতে গেলে অনেক পেছনে যেতে হবে। তখন্ও মানুষ চাষবাস করতে শেখেনি। তারা খাবারের জন্য শিকার করত। তখন বৃষ্টি এলে তারা শিকার করতে পারতো না। ভবিষ্যত খাদ্যের এই অনিশ্চয়তা থেকে তাদের মন খারাপের সৃষ্টি। সেই মন খারাপটা এখনো আমাদের রক্তের মধ্যে রয়ে গেছে কিন্তু আমরা ভুলে গেছি মন খারাপের কারন! তাতে অবশ্য ক্ষতি কিছু নেই। বৃষ্টি আমাদের সৃজনশীলতাকে বাড়িয়ে দেয়। পৃথিবি হয় উর্বর। তখন মানুষ বৃষ্টির সময় গুহায় আশ্রয় নিত, অলস সময়ে দেয়ালে পশু হত্যার ছবি আঁকত আর আমরা এখন কাগজে কিংবা তরল স্ফটিকের দেয়ালে, কবিতা লিখি।
কথা হচ্ছিল বৃষ্টি নিয়ে। বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়তে থাকবে। মন খারাপ হবে, আবার ভালো। এতে আমাদের কিছু করার নেই। কারন প্রকৃতি বিরুদ্ধাচারণ পছন্দ করেনা।
©somewhere in net ltd.