![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"আজ রাতে আমি সবচেয়ে বিষণ্ণ পঙতিমালা লিখতে পারি। লিখতে পারি, রাতটি খন্ড খন্ড হয়ে গেছে নক্ষত্রবীথি কাপছে... রাতের হাওয়ায় করূণ সুর।" - পাবলো নেরুদা
আগের পোস্টে জানিয়েছিলাম আমরা সবাই একসাথে মেয়েদের বিরুদ্ধে অনৈতিক পোস্ট দেয়া পেজগুলোর বিরুদ্ধে রিপোর্ট করবো। সস্তা জনপ্রিয়তার আশায় মেয়েদের পন্যের মত করে উপস্থাপন করে অশ্লীল পোষ্ট দেয়া আবার সেই একই সাথে ধর্মীয় পোষ্ট দিয়ে মানুষকে ধর্ম শিখানো হয়! এসব ভণ্ড পেজগুলার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার একোটাই উপায়, রিপোর্ট করা। সঠিকভাবে রিপোর্ট না করতে পারলে এসব পেজের কিছুই হবে না। সেজন্যে আমাদের জানতে হবে সঠিক ভাবে পেজ রিপোর্টের নিয়মাবলী। ফেসবুকের সব পেজে এখন টাইমলাইন এক্টিভেট করে দেয়া হয়েছে। তাই আগের নিয়মে রিপোর্ট করা যায় না আর। এই পোস্টে কিভাবে সঠিক ভাবে রিপোর্ট করা যাবে সেটাই দেখানোর চেষ্টা করবো।
প্রথমেই যে কথাটা বলা প্রয়োজন, আমি দেখেছি পেজ রিপোর্ট করতে গিয়ে অনেকে ভুল করে উলটো পেজটা লাইক করে বসে থাকেন। পেজ রিপোর্ট করার জন্যে পেজটা লাইক করার কোন প্রয়োজনই নেই! তাই এ ব্যপারে সতর্ক থাকবেন। আসুন স্টেপ বাই স্টেপ শিখে নিই রিপোর্ট করার নিয়ম।
বড় করে দেখুন
পেজটিতে প্রবেশ করুন। কভার ফটোর নিচে ডান দিকে "লাইক" বাটনের পাশে "মেসেজ" নামে আরেকটা বাটন আছে। কোন কোন পেজে "মেসেজ" বাটন টা নাও থাকতে পারে। এর সাথে ডাউন অ্যারো চিহ্নিত আরেকটা ছোট বাটন থাকে (ছবিতে সার্কেল করা)। ঐ বাটনে ক্লিক করুন।
বড় করে দেখুন
একটি ড্রপডাউন মেনু চলে এসেছে। সেখানে অন্যান্য অপশনের সাথে "রিপোর্ট পেজ" অপশনটি ও রয়েছে। এটায় ক্লিক করুন।
বড় করে দেখুন
উপরের ছবির মত একটি পপ আপ উইন্ডো আসবে। কি কারণে পেজ রিপোর্ট করতে চান তা এখানে জানাতে হবে। লিস্ট এর শেষের দিকে থাকা "সেক্সুয়ালি এক্সপ্লিসিট কনটেন্ট" অপশনের রেডিও বাটনে ক্লিক করুন (ছবিতে লাল অ্যারো দিয়ে চিহ্নিত)। এর পর "কন্টিনিউ" বাটনে ক্লিক করুন।
বড় করে দেখুন
একটি নতুন পপ আপ উইন্ডো আসবে "হোয়াট ইউ ক্যান ডু" নামে যার চেহারা উপরের ছবির মত। এখানে "রিপোর্ট টু ফেসবুক" লেখার পাশের বক্স টায় অবশ্যই টিক মার্ক দিয়ে নেবেন (ছবিতে সার্কেল করা)। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করুন।
বড় করে দেখুন
একটি নতুন পপ আপ উইন্ডো আসবে। আপনি যদি ফেসবুকে খুব নিয়মিত ব্যবহারকারী হন, তবে উপরের উইন্ডোটি দেখবেন। এখানে ফেসবুক আপনাকে একটি সুবিধা দিচ্ছে যে, রিপোর্টটি ভেরিফাই করার পর তারা আপনাকে আপনার কন্টাক্ট ইমেইল (যেটা সাইন আপের সময় থেকেই দেয়া আছে) এ একটা ইমেইল পাঠাবে। আপনি চাইলে অপশনটি নিতেও পারেন, নাও নিতে পারেন। না নিতে চাইলে টিক মার্ক তুলে দিন। এরপর "ওকে" বাটনে ক্লিক করুন। আপনি খুব নিয়মিত ব্যবহারকারী না হলে অবশ্য নিচের পেজটি দেখবেন।
বড় করে দেখুন
এরপর একটাই কাজ বাকী, সেটা হলো "ওকে" বাটনে ক্লিক করা। ক্লিক করুন। ব্যাস আপনি সফল ভাবে একটি অশ্লীল পেজের বিরুদ্ধে রিপোর্ট করে ফেলতে পেরেছেন। অভিনন্দন।
আবারো অনুরোধ করছি, পেজ রিপোর্ট করতে গিয়ে কেউ যেনো আবার লাইক দিয়ে বসবেন না!
আপনার বোন/প্রিয়জনকে এসব অশ্লীল পেজের অ্যাডমিন, নারীদের শালীনতার ঠিকাদার, ধর্মব্যবসায়ী ম্যানিয়াকদের কাছে বর্গা দেবেন না! অশ্লীল পেজ পেলেই রিপোর্ট করুন।
আমাদের কাজে একসাথে যোগ দিতে চাইলে যোগ দিন এই গ্রুপেঃ মেয়েদের নিয়ে অনৈতিক পোস্ট দেয়া পেজ বন্ধ করতে একত্রিত হয়ে রিপোর্ট করুন
ইভেন্ট লিঙ্ক
৩১ শে মে, ২০১২ ভোর ৬:১৭
পাতালপুরের জাহাজ চালক বলেছেন: জাতীয় সমস্যা হয়ে দাড়ানোর আগেই অশ্লীল পেজগুলোর বিরুদ্ধে রিপোর্ট করুন। ধন্যবাদ!
২| ৩১ শে মে, ২০১২ ভোর ৬:২০
গরম সিঙ্গাড়া বলেছেন: অনেকেই থাকে সাধারন ইউজার যারা ব্যাপারটা ভালোভাবে জানে না। থ্যাংক্স!
৩১ শে মে, ২০১২ ভোর ৬:২৭
পাতালপুরের জাহাজ চালক বলেছেন: তাদের জন্যেই লেখা ভাইয়া! পেজ রিপোর্ট করতে গিয়ে দেখা যায় লাইক করে বসে আছে! এমনটা যাতে না হয় সেজন্যেই এ পোস্ট
৩| ৩১ শে মে, ২০১২ সকাল ৭:৪৩
১১স্টার বলেছেন: একটাকে মাত্র রিপোর্ট করে আসলাম।
৩১ শে মে, ২০১২ দুপুর ২:৩৯
পাতালপুরের জাহাজ চালক বলেছেন: অনেক ধন্যবাদ
৪| ৩১ শে মে, ২০১২ সকাল ৮:১৬
আইজাক_নিউটন বলেছেন: স্টীকী করা হউক।
৩১ শে মে, ২০১২ দুপুর ২:৪০
পাতালপুরের জাহাজ চালক বলেছেন: হা হাঃ
৫| ৩১ শে মে, ২০১২ সকাল ৮:১৭
লিঙ্কনহুসাইন বলেছেন: আমার মানে হয় এটাই ফেইস বুকের সব চাইতে অশ্লীল পেজ
৩১ শে মে, ২০১২ দুপুর ২:৪০
পাতালপুরের জাহাজ চালক বলেছেন: আমাদের লিস্টে আছে। হতেও পারে।
৬| ৩১ শে মে, ২০১২ সকাল ৮:১৭
আইজাক_নিউটন বলেছেন: স্টীকী করা হউক।
৭| ৩১ শে মে, ২০১২ সকাল ৮:৫৬
উৎস১৯৮৯ বলেছেন: এটা ফেসবুকের সব চাইতে অশ্লীল পেজ । এটার নামে সবার আগে রিপোর্ট করা উচিৎ।
৮| ৩১ শে মে, ২০১২ দুপুর ১২:৪৪
মহাজাগতিক মুসাফির বলেছেন:
আচ্ছা ভাই, মেয়েরা যদি সহযোগীতা না করে ?
তবে--------------
৯| ৩১ শে মে, ২০১২ দুপুর ১২:৫১
লিন্কিন পার্ক বলেছেন: ++++++++
১০| ৩১ শে মে, ২০১২ রাত ৮:০৩
সচেতন বলেছেন: আমি কিছু পেজ রিপোর্ট করেছিলাম গত ২-৩ দিনে। ফেসবুক থেকে রেসপন্স দিয়েছে যে, তাদের পলিসি মতে ঐ পেজগুলি ঠিক আছে। তারমানে তারা উক্ত পেজগুলি হয়তো বন্ধ করবে না। ফেসবুক পরামর্শ দিয়েছে পেজ রিপোর্ট করার আগে ওদের পলিসি পড়ে নিতে। আমি পড়ার যথেষ্ট সময় পাইনি। কেউ কি এই বিষয়ে যথেষ্ট জানেন, যে রিপোর্ট করার সময় কি অপশন সিলেক্ট করে রিপোর্ট করতে হবে? আর তাছাড়া, ফেসবুকের পলিসিটাও আমাদের জানা থাকা দরকার। নইলে দেখা যাবে, রিপোর্ট ঠিকি করলাম কিন্তু ফেসবুক action নিলোনা।
১১| ১৮ ই জুলাই, ২০১২ রাত ১০:৩৪
রাফাত নুর বলেছেন: ভাই অনেক পেজ রিপোর্ট করছি কিছুদিন পর আবার চালু হয়। আমার বড় ভাইয়ের নামে ফেইক একাউন্ট খুলে তাকে অনেক হেনস্থা করছে কেউ একজন। অনেক রিপোর্ট করছি কিন্তু আইডি বন্ধ হয় নাই। আমার মনে হয় আইডি আসল হোক বা ফেইক যতো আইডি জুকার মামার ততো পয়সা তাই আইডি বন্ধ হয় না । হায় সেলুকাস !
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১২ ভোর ৬:১৩
উৎস১৯৮৯ বলেছেন: প্রয়োজনীয় পোস্ট। ভবিষত্যে কাজে লাগতে পারে। ধন্যবাদ।