নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'\'যখন আমার অস্তিত্ব বলে কিছু থাকবেনা, তখন ব্যাক্তিত্ব বলেও কিছু থাকতে পারে না\'\'

লাওয়ারিশ আত্মা

dirty-mind

লাওয়ারিশ আত্মা › বিস্তারিত পোস্টঃ

\'\'একটি রাজ কন্যার গল্প\'\'

০৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫১

''একটি রাজ কন্যার গল্প''

আস্সালামু আলাইকুম, আংকেল/আন্টি!!!

আমি আফরিন হোসেন । বাবা আমাকে আদর করে রাজকন্যা বলেই ডাকে, আমার বয়স এখন ৭ বছর। আমি এখন অনেক বড় হয়ে গেছি, আগের মত কথা বলার সময় তেমন তুতলে যাইনা। তাছাড়া পৃথিবীর বাস্তবতা টা কি তাও কিছুটা বুজতে শিখেছি। শুধু পৃথিবী টা দেখতে কেমন হয় তাই এখনো জানা হয় নি। শুধু জানা হয় নি আমার বাবা টা দেখতে কেমন, শুধু জানা হয়নি আমার আম্মু টা দেখতে কেমন!!

জানেন! ইদানিং আমার বাবা টার কি যেন হয়েছে শুধু কান্না করে আর আমার থেকে দূরে সরে থাকে। আমি আমার বাবা টা কে অনেক ভালোবাসি, অনেক অনেক অনেক ভালোবাসি বাবা টা কে। বাবাও আমাকে অনেক ভালোবাসে আমাকে অনেক আদর করে কিছু হলেই বাবা আমাকে জড়িয়ে ধরে চুমো খায়। আর আমার তো বাবা কে ছাড়া রাতে ঘুম ই হয় না। কিন্তু!!!...

বাবা টা না কয়েক মাস যাবৎ অনেক পচাঁ হয়ে গেছে। আগের মত আমাকে আদর করে না, আমার সাথে খেলতেও আসে না, আমাকে জড়িয়ে ধরে চুমোও খায় না বাবা টা সত্যি ই অনেক পচাঁ...আচ্ছা আপনারাই বলেন আমি চোখে দেখতে পাই না এইটা কি আমার দোষ! এইটা মোটেও আমার দোষ না!! তাহলে কেন বাবা টা আমার সাথে এমন করে আমার থেকে দূরে দূরে থাকে কেন?

আফরিনের বাবা একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সমান্য চাকুরী দিয়ে তিনি অনেক দুর এগিয়েছেন কিন্তু সফল হতে পারেননি। তাই হয়তো আফরিন এর বাবা টা এমন হয়ে গিয়েছে যে কিনা তার রাজ কন্যার কাছে আসার সাহস টুকুও হারিয়ে ফেলেছে।
কেননা-
২০০৯ সালে যখন আফরিন এর বয়স দেড় বছর তখনই চোখে ক্যান্সার (Retino Blastoma) ধরা পড়ে। সেই থেকে চিকিৎসা শুরু হয়। বাংলাদেশের বিভিন্ন চক্ষু রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হয়। অবশেষে ইন্ডিয়ার সংকর নেত্রালয়ের (Dr. Vikas Khetan) তত্ত্বাবধানে চিকিৎসা করানো হয়। ২০১০ সালের জানুয়ারী থেকে ২০১৪ পর্যন্ত জমি বিক্রয় করে ও বিভিন্ন সংস্থা থেকে ঋণ করে প্রায় ৪০ লক্ষ টাকা সংগ্রহ করে ব্যয় করা হয়েছে। কিন্তু কিচ্ছু লাভ হয়নি। বাম চোখটি তুলে সেখানে পাথর বসিয়ে দেওয়া হয়েছে। ডান চোখটিও যায় যায় অবস্থা। সেটি ভালো রাখতে আরো ২০ লক্ষ টাকা প্রয়োজন।

না আর কিছু বলতে পারছি না আমাকে মাফ করবেন। বাবা আর মেয়ের এই বিচ্ছেদময় অবস্থান আর কল্পনা করা যায় না আর ভাবা যায় না মেয়ের থেকে বাবার পালিয়ে চোখের জল লুকানোর অবাধ্য চেষ্টা।
আচ্ছা আপনার রাজ কন্যা টি ভালো আছে তো? আপনার রাজ কন্যার থেকে তো আপনাকে দূরে পালাতে হয় না, তাই না? সত্যিই আল্লাহ তোমার যত খেলা তা গরীব অসহায় রাজ কন্যাদের বেলা।

যাই হোক আল্লাহর কাছে অসংখ্য শুক্রিয়া যে আমার আপনার আমাদের রাজ কন্যারা ভালোই আছেন। এখন শুধু দেখার বিষয় আফরিন রাজ কন্যাটির জন্য আমরা কি করতে পারি। আমাদের কত টি বিবেক এগিয়ে আসে এই বাবা-মেয়ের অসহায়ত্ব কে দূর করতে।।

আফরিনকে সাহায্য পাঠানোর ঠিকানাঃ
বিকাশ- আফরিনের বাবা
01750256607 (Personal)
01794013834 (Personal)
01757401623 (Personal)
01867200010 (Personal)
01738906050 (Personal)
01992319905 (Personal)

দেশের বিভিন্ন জেলায় গঠিত টিম মেম্বাররা যে ফান্ড কালেকশন করেছেন তা শুধু 01816656455 (Personal) (ইভেন্ট হোস্ট মুন্না) এই নাম্বারে বিকাশ করবেন। এতে বিভিন্ন জেলার ক্যাম্পেইনের নির্দিষ্ট হিসাব থাকবে।

ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং নং- 018672000107(Personal)
ব্যাংক হিসাব :
আমজাদ হোসেন
সঞ্চয়ী হিসাব নং- 100151556
সোনালী ব্যাংক, মেহেরপুর।
যোগাযোগ করতে পারেন:
মোঃ আমজাদ হোসেন
প্রধান শিক্ষক
কুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,
মেহেরপুর।
মোবাইল:- 01757401623

যেকোন তথ্যে যোগাযোগ-
01757401623 (আফরিনের বাবা)
01990903990 (আনন্দ)
01950284855 (মুন্না)
01875215481 (ফিরোজ)

জেলাসমূহের টিম লিডারের নাম ও নাম্বারের তালিকাঃ

১) ঢাকা- তৃষা ( 01794013834 )
২) সাভার- রাশিব আহমেদ ( 01680564392)
৩) নারায়নগঞ্জ- মেঘ (01943105717)
৪) গাজীপুর- মুক্তাদির ( 01686035331)
৫) কুমিল্লা (বিভাগ)- মাহাবুব (01839637539)
৬) চট্টগ্রাম (বিভাগ)- জুয়েল (01828407330)
৭) বরিশাল- শাহাদাত হোসেন (01797841166)
৮) সিলেট- মুন্না ( 01767547576)
৯) মেহেরপুর- মিরাজ ( 01715-544344)
১০)সিরাজগঞ্জ- Sinthiya Ahmed (সঙ্গত কারনে নাম্বার প্রকাশ করা হলো না। যাদের লাগবে তারা আইডিতে নক দিন)
১১) বগুড়া- Sinthiya Ahmed (সঙ্গত কারনে নাম্বার প্রকাশ করা হলো না। যাদের লাগবে তারা আইডিতে নক দিন)
১২) ময়মনসিংহ- তানভীর ( 01981896053)
১৩) সুনামগঞ্জ- সুজন (01686841806)
১৪) মৌলভীবাজার- তানজীম জয় (01931452241)
১৫) কুষ্টিয়া- সাকিব ( 01740197767)
১৬) নোয়াখালী- ফিরোজ ( 01875215481) ১৭) রামগড়- সৃজন (01794526758)
১৮) টাঙ্গাইল- সায়েম (01764991618)
১৯)রংপুর - সায়েম সাদিদ (01715-544344

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১:১৭

সরদার ভাই বলেছেন: সুস্থ হয়ে উঠুক সব আফরিনেরা। সাহায্যের হাত বাড়িয়ে দিক সবাই।

০৮ ই মার্চ, ২০১৬ রাত ১:২৫

লাওয়ারিশ আত্মা বলেছেন: আল্লাহ ভরসা। দোয়া করবেন। আপনাকে ধন্যবাদ..

২| ০৮ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪৪

বিজন রয় বলেছেন: দেখি কিছু অবদান রাখতে পারি কি না।

০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২০

লাওয়ারিশ আত্মা বলেছেন: আলহামদুলিল্লাহ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.