নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব এবং দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। হে আল্লাহ আমাকে শক্তি দিন, আমি যেন দেশের সেবা করতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসা

কামরুল ইসলাম (সুমন)

জীবনকে সহজ ভাবে নেয়া উচিত , জীবন থেকে তো আর জীবিত বের হতে পারবেন না so never take life seriously ..............

কামরুল ইসলাম (সুমন) › বিস্তারিত পোস্টঃ

আমাকে কেউ একটু হেল্প করুন প্লিজ :( :( :( :( :(

২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০৩

আমি দুবাই থেকে বাংলাদেশে কম্পিউটার দিয়ে ফোনে কথা বলতে চাই। এখন আমাকে কি করতে হবে? কি ডাউনলোড দিতেহবে একটু জানালা অনক ভালো হতো। এখান থাকে মোবাইল দিয়ে কথা বলতে গেলে অনেক টাকা চলে যায়।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০৮

আশীষ কুমার বলেছেন: যার সাথে কথা বলতে চান তার যদি কম্পিউটার বা স্মার্ট ফোন থাকে তাহলে আপনি স্কাইপে ডাউনলোড করে নিতে পারেন। তবে সেক্ষেত্রে বাংলাদেশের লোকের ইন্টারনেট বিল যাবে। আনলিমিটেড ইন্টারনেট ৯০০ টাকার মতো লাগবে। তাই এ পদ্ধতি লাভজনক হবে না। আপনি সস্তায় রিসেলার কিনেন। ২ টাকার মতো লাগতে পারে।

২| ২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২২

অণুষ বলেছেন: আপনি fring ইউজ করতে পারেন।
প্রায় সব মাল্টিমিডিয়া সেট এ এটি সাপোর্ট করে।

এ জন্য আপনার এবং যার সাথে কথা বলবেন দুজনেরই মবাইলে fring ইন্সটল থাকতে হবে। এতে skype থেকে ঝামেলা কম।

আশা করি উপকৃত হবেন।

৩| ২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩০

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: আমি কম্পিউটার থাকে ব্যলেন্স দিয়ে কিভাবে মোবাইলে কথা বলবো, এটা জানা থাকলে কেউ জানান। আমি যেখানে কথা বলবো সেখানে স্কাইপে নাই।

৪| ২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২০

আকরাম বলেছেন: আপনার কম্পিউটারে Rynga.com ডাউনলোড করে 0.04 us dollar এ অথবা voipstunt.com ডাউন লোড করে 0.02 dollar এ দেশে কল করতে পারবেন।

৫| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৮

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: আমার দরকারি,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.