| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মধ্যে আমি মাটি চাপা কষ্ট অনুভব
করি,
মনে হয় আশেপাশের মানুষগুলো আমাকে
আস্ত
পুঁতে ফেলছে মাটিতে, আমার
চোখে আলো পড়ছে না।
আমি কথা বলতে পারছি না। শ্বাস বন্ধ
হয়ে আসছে। মৃত্যুর আগেই এমন মৃত্যুযন্ত্রণা
অনুভব আর কি কেউ করে?..........
সব প্রশ্নের উত্তর থাকেনা আসলে তাই
না?..
মানুষ বদলে যায় কারণে অকারণে.......কখ
নও এমন সময় আসে যখন যুক্তি তর্ক করবার
মত মানসিক ক্ষমতাটুকুও শেষ হয়ে
আসে..মানসিকভাবে ভীষণ খারাপ
থাকবার সময় আমরা কতটা একলা হয়ে
পড়ি,সবার মনটা কি সমান তালে চলে?
কেউ কেউ অনেক ব্যাথা জীবনভর সবার
আড়ালে বয়ে নিয়ে সেই ভেঙে পড়বার
মূহুর্ত থেকে আর হয়ত কখনো উঠে দাঁড়াতে
পারেনা....এক জীবনের সবটুকু ভালবাসা
দেওয়া নেওয়ার সমীকরণে কেউ নিজ
থেকেই বাড়িয়ে দেয় সম্পর্কের দুরত্ব, আর
কেউ কেবল অসহায় হয়ে তা দেখতে
থাকে....
কোন কোন দিন স্মৃতিরা বড় কাবু করে
ফেলে..আজকের দিনটা,রাতটাও কোন
একদিন যে বড় অসাধারণ ছাপ ফেলে
গিয়েছিল এই সাধারণ জীবনে...খারাপ
লাগে খুব..
তুমি ভাল থাকো।......আমি ভালো নেই
২|
২৩ শে আগস্ট, ২০১৬ রাত ৩:০৪
মেঘবালিকা_অমিয়া বলেছেন: অভিজ্ঞতাটা আসলেই ভীষণ ভয়ংকর....ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৬ রাত ২:৩৩
অভি চৌধুরী বলেছেন: এমন আমারও অভিজ্ঞতা আছে জীবিত থেকে মরণ অনুভুতি।
একদম আপনার প্রথম কথা গূলোর মত
স্বাগতম