| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অস্বস্তিটা এমন রাত বিরেতে গলায়
কাটার মত আটকে গেলে সেটা ভীষণ
সমস্যার!...
এখন কিছু সময়ের জন্য সবকিছুর আড়ালে
গিয়ে মাইলের পর মাইল চেনা অচেনা
রাস্তা ধরে হেঁটে যাওয়ার তীব্র ইচ্ছে
হচ্ছে....
খারাপ লাগাগুলো কখনো দিন মানে
না,রাত মানে না..কোথাও যাওয়ার
জায়গা শেষ পর্যন্ত আসলে থাকেনা!..
অস্থিরতা রাতের নীরবতার সাথে
পাল্লা দেয়!..
তপ্ত পৃথিবীটাতে বৃষ্টির শীতলতার মত
বোধ জাগানো মানুষগুলো ভুল বোঝে
কেন?..ভাল লাগেনা..কারণে অকারণে
সময়ে অসময়ে বড় বেশী ভুল বোঝে
তারা....
কখনো কখনো কেবল চুপ করে হয়ত ভুল
বোঝার এই খেলা দেখে যেতে হয়..!
২|
২৩ শে আগস্ট, ২০১৬ রাত ২:১৮
মেঘবালিকা_অমিয়া বলেছেন: ধন্যবাদ।![]()
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৬ রাত ২:৫৩
কবীর বলেছেন: সুন্দর হয়েছে
শুভ ব্লগিং