নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘবালিকা_অমিয়া

.............

মেঘবালিকা_অমিয়া › বিস্তারিত পোস্টঃ

ছুঁয়ে কান্নার রং......

২৩ শে আগস্ট, ২০১৬ রাত ২:৩৬

সন্ধ্যাগুলো বড় বেশি বিষণ্নতা ছুঁয়ে
যায়..নিজেকে নিয়ে চেনা রাস্তার পর
রাস্তা হেঁটে যেতে ইচ্ছে করে অচেনা
পথিক হয়ে।গাঢ় অন্ধকারের সাথে এক
অদ্ভূত বন্ধুত্ব অনেকটা সময়ের তবু মাঝে
মাঝে মনটা অনেক প্রবোধেও আর মানতে
চায়না,চলতে চায়না সময়ের সাথে...ভাল
লাগছেনা কিছু..তবু অনন্ত মন খারাপের পথ
পাড়ি দিতে হবে জানি!অনেক কন্টকাকীর্ণ
পথ হেঁটে এসে স্বপ্ন তবু ফুরোয়না,কোনো
সন্ধ্যার মায়াবী আলোতে একদিন তুমি
পাশে এসে বসবে,তোমার কাঁধে মাথা
রেখে দুঃখগুলোকে সরিয়ে তোমার হাসির
শব্দে নির্ভার হব,তোমার মায়া চোখ ছুঁয়ে
জল মুছবে,এ যে বড় পবিত্র মায়া!

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৬ রাত ৩:১৩

অভি চৌধুরী বলেছেন:


সন্ধ্যার মায়াবী আলোতে একদিন তুমি
পাশে এসে বসবে,তোমার কাঁধে মাথা
রেখে দুঃখগুলোকে সরিয়ে তোমার হাসির
শব্দে নির্ভার হব,তোমার মায়া চোখ ছুঁয়ে
জল মুছবে,এ যে বড় পবিত্র মায়া!


কথা গুলো খুব বেশি প্রবিত্র সুন্দর


নোট- মন্তব্যের জবাব দেয়ার সময় আমার এই মন্তব্য বক্সের উপরে ডান কোণায় দেখুন রিপ্লাই দেয়ার জন্য একটা সবুজ রংএর একটা এ্যরো চিহ্ন দেয়া আছে, সেখানে ক্লিক করলে আমার মন্তব্যের নিচেই আরেকটা খালি বক্স বেড়িয়ে আসবে, সেখানে আপনার জবাব লেখুন এবং নিচে মন্তব্যে প্রকাশের বাটনে ক্লিক করুন,

ভালো থাকুন

২৩ শে আগস্ট, ২০১৬ রাত ৩:২০

মেঘবালিকা_অমিয়া বলেছেন: হাহাহা........মাত্র তো এলাম ব্লগ এ,এখনও সবকিছু কেমন এলোমেলো ঠেকছে।যাই হোক,ব্যাপারটি দেখিয়ে দেয়ার জন্য অনেক ধন্যবাদ।আর মন্তব্যের জন্য আবারো ধন্যবাদ।

২| ২৩ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৪৬

কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে ।

শুভ ব্লগিং

২৪ শে আগস্ট, ২০১৬ রাত ২:৫২

মেঘবালিকা_অমিয়া বলেছেন: লেখাটি পড়ে ভাল লেগেছে,শুনে ভাল লাগল।মন্তব্য করবার জন্য আপনাকে ধন্যবাদ।
শুভ ব্লগিং....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.