| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজপুত্র,
কড়ি দিয়ে কিনলাম বেদনা..আমার কিছু
গভীরের রাগ,কিছু লুকোনো অভিমান রইল
কেবল উপরে যিনি আছেন তাঁর উপর।
আমাদের অসীম আকাশটাতে যা
পেয়েছিলাম তা আমাদের,যা পাবনা তাও
আমাদেরই।জীবনের কিছু অঙ্ক মিলাতে
না পারার অপারগতা বেঁচে থাকারই
আরেক নাম হয়ে থাকুক,আফসোস নেই।
দ্বিধা নেই বলতে,পাহাড় সমান দৃঢ়তা এই
ভালবাসার!
সবচেয়ে সুন্দর সময়ের আলোতে
শুদ্ধতম তোমাকে বুঝেছি!
আমার শুদ্ধতম অনুভূতির রূপ তুমি।
ফেলে আসা দিন তো
ছিলই,আগামী প্রতিটি দিনেরও অনাগত
হাজারটা মূহুর্ত তোমার আবেশটাই ঘিরে
রাখবে,জেনো।
২৪ শে আগস্ট, ২০১৬ রাত ৩:২৬
মেঘবালিকা_অমিয়া বলেছেন: লেখাটি পড়বার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
২|
২৪ শে আগস্ট, ২০১৬ রাত ৩:৩১
কবীর বলেছেন: এই জীবনে আমি তুমি শেষ নয় !!!
এত অভিমান কেন ?
যেযাবার চলে যায়
থাকার জন্য আসে নাই !!! ![]()
২৪ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:০১
মেঘবালিকা_অমিয়া বলেছেন: হাহাহা........
কল্পনায় তো সবই চলে!!!রাগ,হাসি,দুঃখ,অভিমান!!!
কল্পনা ব্যাপারটা কারও বেশী,কারও কম.....
সবার কল্পনার শুরু-শেষও ভিন্ন......
কারও কল্পনায় থেকে যাওয়ার গল্প
আর
কারও কল্পনায় চলে যাওয়ার গল্প।একটু বেশী বললাম কি!!!
ধন্যবাদ,ব্লগার
৩|
২৪ শে আগস্ট, ২০১৬ রাত ৩:৩২
অভি চৌধুরী বলেছেন: সুন্দর
২৪ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:১০
মেঘবালিকা_অমিয়া বলেছেন: কি খবর পকপকানি!!!
ধন্যবাদ,মন্তব্য করার জন্য।
(বাই দ্যা ওয়ে,সবাই ভুল ধরিয়ে দিলে তো আর চলবেনা!!কেউ কেউ নাহয় ভুল নাইই ধরাল!!!!তাতেও কিন্তু শুদ্ধতা আছে!!!![]()
কেন বললাম,বুঝেছেন নিশ্চয়ই!!)
ভালো থাকুন
৪|
২৪ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:০৮
কবীর বলেছেন: হে কবি ,
জীবন থেকে কবিতা হয় কিন্তু কবিতা থেকে জীবন নয় !!!
৫|
২৪ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:০৯
কবীর বলেছেন: প্রেম-পিরিতি বলে কিছু নাই! হরমনের খেলামাত্র!
এটা একটি নেশার মত
২৪ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:১৭
মেঘবালিকা_অমিয়া বলেছেন: কথা সত্য!!!!!!!
![]()
এটা নেশাই বটে!!!!
তবে এই নেশা থেকে যদি ভাল কিছু হয়,তবে মন্দ কী?
এই যে এই নেশার প্রভাবেই দুই লাইন হলেও তো কবিতার সৃষ্টি হলো!!!
আর সৃষ্টি মানেই তো সুন্দর.........
৬|
২৪ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:৩৬
কীর্তন কানাই বলেছেন: আগামী প্রতিটি দিনেরও অনাগত
হাজারটা মূহুর্ত তোমার আবেশটাই ঘিরে
রাখবে,জেনো।
২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১:৫৫
মেঘবালিকা_অমিয়া বলেছেন: আমার এখানে এসে লেখাটি পড়বার জন্য এবং মন্তব্য করবার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
৭|
২৪ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:৫২
অভি চৌধুরী বলেছেন: আমি ঐ মানুষটার উপর বিরক্ত, তাকে আমি জবাব দিতে গেলে রুক্ষ কথা বেড়িয়ে আসতো, তাই ভাবলাম বেয়াদপি করার চেয়ে চুপ থাকাই ভালো,
হুম আমি একট পক পক করি সত্য তবে সেটা আমার মামুর সাথেই বেশি, আমরা মামু ভাগনা দুজন খুব মজার সময় পার করি সব সময়,
আসবেন আমার ওখানে কথা হবে।
ভালো থাকবেন
২৫ শে আগস্ট, ২০১৬ রাত ২:০০
মেঘবালিকা_অমিয়া বলেছেন: বাপরে!!কি হলো আপনার!!!
নতুন লেখা কোথায়?
অপেক্ষায় রইলাম......
৮|
২৪ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৩৮
নীলপরি বলেছেন: ভালো লাগলো ।
২৫ শে আগস্ট, ২০১৬ রাত ২:০২
মেঘবালিকা_অমিয়া বলেছেন: ধন্যবাদ,নীল পরী।![]()
ভালো থাকুন।
৯|
২৪ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:০৫
কানিজ রিনা বলেছেন: আকাশটাতো অসীম সত্য, যত মেঘের দৌরাত্ব ঘনঘটা
দুঃখ যাতনা ক্লেশ আর সুখেরই আবেশ, অসীমতার
পরিহাস,এক সময় বিদ্যুৎ চমক কাল মেঘের আবেশ
হয়ে ঝড়ো হাওয়ায় ভেঙে পড়ে যত অন্যায় ক্লেশ।
২৫ শে আগস্ট, ২০১৬ রাত ২:০৬
মেঘবালিকা_অমিয়া বলেছেন: অল্প কথায় চমৎকার করে বলেছেন।ভালো লাগল।
আন্তরিক ধন্যবাদ মন্তব্যের জন্য।
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৬ রাত ৩:১৮
সৈয়দ আহাম্মদ উপল বলেছেন: আমার শুদ্ধতম অনুভূতির রূপ তুমি।
ভালো লিখছেন।