| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের প্রিয় সবকিছু কেমন ক্ষণস্থায়ী
হয়ে যায় সময়ের ঘূর্ণিতে,তবু কি অদ্ভুত
মানুষের জন্য মানুষের মায়া।....এক জীবনে
কত বেদনার অধ্যায়,কত আনন্দের
কাব্য,বেঁচে থাকার কারণ
হারানো,কতবার থেমে যাওয়া,কত
অনুযোগ,অভিমান,প্রিয় সব হারিয়ে
যাওয়া.....
বুকের খুব গভীরে স্বপ্নদের জড়িয়ে একা
একাই কাঁদতে হয়.,একদম একা।...তবু শত
প্রতিকূলতার মাঝেও ভালবাসাটুকু এক
বিন্দু মলিন হয়না কখনো...বুকের গহীনে খুব
যতনে সব কষ্ট সয়েও চিরকাল যা সঙ্গ দিয়ে
যায়।...
এই যে ভালবাসা,জীবনের টানাপোড়েনে
তবু এই প্রচন্ড,প্রচন্ডভাবে ভালবাসতে
পারাটাই হয়ত সৃষ্টি কর্তার কাছ থেকে
পাওয়া সবচেয়ে চমৎকার উপহার।......
২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৯
মেঘবালিকা_অমিয়া বলেছেন: সত্যি যদি দুঃখ-কষ্টের শেকড়টা উপরে ফেলা যেত মানবজনম থেকে!!!
ধন্যবাদ,কবীর ভাই......
২|
২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৫২
কানিজ রিনা বলেছেন: প্রচুন্ড নয় প্রচন্ড, আসলে প্রচন্ড সব কিছুই এক সময়
ধ্বসে যায়।
২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৫৮
মেঘবালিকা_অমিয়া বলেছেন: বানান টা শুধরে দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ।ঠিক করে নিচ্ছি।
ঠিক বলেছেন,প্রচন্ড যে কোন কিছুই ধরে রাখা যায়না।
৩|
২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৪
অভি চৌধুরী বলেছেন:
জীবনের প্রিয় সবকিছু কেমন ক্ষণস্থায়ী
হয়ে যায় সময়ের ঘূর্ণিতে,তবু কি অদ্ভুত
মানুষের জন্য মানুষের মায়া।....এক জীবনে
কত বেদনার অধ্যায়,কত আনন্দের
কাব্য,বেঁচে থাকার কারণ
হারানো,কতবার থেমে যাওয়া,কত
অনুযোগ,অভিমান,প্রিয় সব হারিয়ে
যাওয়া.....
তুমি খুব ভালো কিছু বলছো কবিতায়, কবিতা মানেই নেকামি, কিন্তু তোমার কবিতায় নেকামি কম ন্যয় বেশি বালিকা( আল্লাহ জানে আমার চেয়ে বড় কিনা আপনি) ![]()
২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৪০
মেঘবালিকা_অমিয়া বলেছেন: আমার যে কোন ভাবনা যা লেখা হয়ে ফুটে উঠছে,তার স্বার্থকতা প্রাপ্তি সম্ভব হবে তখনই যখন তা আপনাদের সমালোচনা বা প্রশংসা প্রাপ্ত হবে!!!!!!
আশা করছি সামনের দিনগুলোতেও এভাবেই সমালোচনা,প্রশংসা,ভুল,শুদ্ধ সব দেখিয়ে দিয়ে আমার ভাবনা চিন্তাগুলোকে আরও সমৃদ্ধ করে তুলতে সাহায্য করবেন।
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
(আল্লাহ জানে,বড় হলেও হতে পারি আপনার চেয়ে,বালক!!!!)
![]()
৪|
২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪২
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: জীবনের প্রিয় সবকিছু ক্ষণস্থায়ী
হয়ে যায় সময়ের ঘূর্ণিতে।
তবু কি অদ্ভুত!
সুখ, দুঃখ, কষ্ট মানুষকে মায়ার জালে
আটকে দেয়।
মানুষ মানুষের জন্য - জীবন জীবনের জন্য
মায়ার বাঁধনে বাঁধা।
২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৪৪
মেঘবালিকা_অমিয়া বলেছেন: 'মায়া' শব্দটাই তো মায়া দিয়ে ভরা!!!!
সেই মায়ার বাঁধনে মানুষ,জীবন বাঁধা তো পড়বেই....
ভাল লাগল আপনার মন্তব্যটি পড়ে.....
অনেক ধন্যবাদ আপনাকে।ভালো থাকুন।
৫|
২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১:২০
অরুনি মায়া অনু বলেছেন: খুব সুন্দর ভাবনার প্রকাশ
২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৪৮
মেঘবালিকা_অমিয়া বলেছেন: এই যে মায়া,আমার এই লেখাটাতে কিন্তু মায়ার কথাই বলেছি!!!!!হা হা হা।
অনেক ধন্যবাদ,মায়াবতী।
সাথে থাকবেন,আশা করি।
খুব ভালো থাকুন.....
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:২৬
কবীর বলেছেন: দুঃখ-কষ্ট নিপাত যাক
লেখা সুন্দর হয়েছে।