| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"মনের এই কষ্টগুলো যদি কখনো মেঘ হতো,
বৃষ্টির মত ঝরিয়ে দিতাম".........গানটার লাইনটা অনেক দূরে কোথাও বেজেই যাচ্ছে,বেজেই যাচ্ছে।
অনেক দিনের অজস্র বেদনা ঘনীভূত হয়ে
যে কান্নার মাঝে প্রকাশ পাওয়া খুব
প্রয়োজন,সেই কান্না চেপে রাখা ভয়ংকর
যন্ত্রণার.........!!!
নিজে হেরে গিয়ে সবটুকু দিয়ে কখনো
কখনো কাউকে জিতিয়ে দিতে হয়......
সৃষ্টিকর্তার করুণাধারায় সিক্ত সবাই কি
হতে পারে???....
ভীষণ ব্যাথা মনটাতে..
বহু বহু দিনের ঘুম জমানো চোখ দু'টোর
পাতায়..আমি ঘুমোব অনেক শান্তি
নিয়ে,সেই মমতামাখা হাতটা আমার
মাথায় রাখবে একটুক্ষণ???একটু নির্ভার
হব...
মাথায় হাত বুলিয়ে দেবে...,চোখ বন্ধ করে
খুব চেনা প্রিয় গন্ধটা বুক ভরে নিশ্বাস এর
সাথে নিতে নিতে ঘুমের কাছে চলে
যাব......
খুব মায়ার,খুব ভেতরের সব ইচ্ছে বড় কষ্ট
নিয়ে অপূর্ণ রয়ে যায়..
আমরা ভুলে যাই,আমরা পৃথিবীতে আসি
একবারই............
২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৫৫
মেঘবালিকা_অমিয়া বলেছেন: ha ha ha.......
Thank you
২|
২৬ শে আগস্ট, ২০১৬ রাত ২:০০
অরুনি মায়া অনু বলেছেন: আমি চিৎকার করে কাঁদিতে চেয়েও করিতে পারিনি চিৎকার" এই গানটির কথা মনে পড়ে গেল। কষ্টে কাঁদতে না পারার যে যন্ত্রণা তা সবাই বোঝেনা। এক মুহূর্তে সহস্র মরণ হয়।
২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৫৮
মেঘবালিকা_অমিয়া বলেছেন: সেই মরণ যে কি তীব্র দহন জাগায়,কাউকে কিচ্ছুটি না বলে সেই দহনের ভার একা বয়ে যাওয়াটাই বিষাক্ত!!!!
ধন্যবাদ অরণি
৩|
২৬ শে আগস্ট, ২০১৬ রাত ২:১২
কবীর বলেছেন: দুঃখ নিপাত যাত
২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১২:০৫
মেঘবালিকা_অমিয়া বলেছেন: হুম্।
দুঃখ নিপাত যাক।
কিন্তু আসলে কি যায়!!!!!!!
![]()
ধন্যবাদ আপনাকে
৪|
২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৯:১৭
অভি চৌধুরী বলেছেন: আমার কথা গুলো পড়তে ভালো লেগেছে বালিকা
২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১২:০৮
মেঘবালিকা_অমিয়া বলেছেন: কথাগুলো পড়ে আপনার ভাল লেগেছে শুনে আমি প্রীত হয়েছি,বালক!!!!
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১:৫৭
Murshid Kuly Khan বলেছেন: Micawber