নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘদূত

মনের জানালায় দাঁড়িয়ে ভাবনাগুলোর মিলিয়ে যাওয়া দেখি। গুচ্ছ গুচ্ছ মেঘ হয়ে, ঐ দূর দিগন্ত পানে...

মে ঘ দূ ত

হে অপরিচিতা, গ্রহণ করো আমার এই অর্পণা আজিকের এই প্রভাতের প্রথম কিরণ মেঘময় আকাশ- দখিনা হাওয়ার শীতল পরশ দাবমান মেঘরথে হে অপরিচিতা শুধু তোমার 'পরে

মে ঘ দূ ত › বিস্তারিত পোস্টঃ

আমি কান পেতে রই

১১ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৪৪

আমি কান পেতে রই ও আমার আপন হৃদয়গহন-দ্বারে বারে বারে



হুম কান পেতেই শুনছিলাম। সকাল বেলাকার আমেজটা হৃদয়-আকাশে ছড়িয়ে দিতে রবীন্দ্রসঙ্গীত ছেড়ে দিয়ে মগ্ন হয়েই শুনছিলাম। এক সময় বেজে উঠলো অদিতি মহসিনের কণ্ঠে "আমি কান পেতে রই"।



কি যে ছিল সেই কণ্ঠে, সেই সুরে, সেই বাণীগুলোতে, গান শুনতে শুনতে আমি হারিয়ে যাচ্ছিলাম নিজের গহীনে। শুনতে পাচ্ছিলাম কোন এক গোপনবাসীর গোপন কথা। যে বাণীগুলো এদ্দিন ভাষা খুঁজে পাইনি, এই গানের মধ্যে দিয়ে সেই গোপনকথারা যেন প্রাণ পেল। যেন আমাই বলছে, আমি আছি, তোমা মাঝে, সঙ্গোপনে, অন্তরালে, নিভৃতে। সেই কি তবে প্রাণ!



রবি বাবুর শেষ কোন্‌ গান এমন করে নিজের সমস্ত সত্তা দিয়ে উপলব্ধি করেছি ভেবে পাচ্ছিনে। প্রণতি রবি ঠাকুরকে, প্রণতি শিল্পীকে।



আমি কান পেতে রই ও আমার আপন হৃদয়গহন-দ্বারে বারে বারে

কোন্‌ গোপনবাসীর কান্নাহাসির গোপন কথা শুনিবারে-- বারে বারে ॥

ভ্রমর সেথা হয় বিবাগি নিভৃত নীল পদ্ম লাগি রে,

কোন্‌ রাতের পাখি গায় একাকী সঙ্গীবিহীন অন্ধকারে বারে বারে ॥

কে সে মোর কেই বা জানে, কিছু তার দেখি আভা।

কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না বা।

মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পায় কি কথা রে,

ও সে আমায় জানি পাঠায় বাণী গানের তানে লুকিয়ে তারে বারে বারে ॥



Click This Link

মন্তব্য ২৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৫০

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: কোন্‌ গোপনবাসীর কান্নাহাসির গোপন কথা শুনিবারে-- বারে বারে কান পেতে রই..।

১২ ই আগস্ট, ২০১০ ভোর ৫:২০

মে ঘ দূ ত বলেছেন: কোন্‌ রাতের পাখি গায় একাকী সঙ্গীবিহীন অন্ধকারে বারে বারে । কান পেতে রই

২| ১১ ই আগস্ট, ২০১০ রাত ৮:০৯

অবাক মানুষ বলেছেন: দিন থেকে রাত
রবীন্দ্রনাথ
সঙ্গে রাখি

আর আছে কে?
এমনতরো
আশায় থাকি।

১২ ই আগস্ট, ২০১০ ভোর ৫:২০

মে ঘ দূ ত বলেছেন: ঠিক, আরে কে আছে এমন।

৩| ১১ ই আগস্ট, ২০১০ রাত ৮:১৬

রাজসোহান বলেছেন: বারে বারে কান পেতে রই..।

১২ ই আগস্ট, ২০১০ ভোর ৫:২০

মে ঘ দূ ত বলেছেন: রাজসোহান ছবি পাল্টিয়েছে বোধ হচ্ছে? :-)

৪| ১১ ই আগস্ট, ২০১০ রাত ৯:৩০

শূণ্য উপত্যকা বলেছেন: কোন্‌ রাতের পাখি গায় একাকী সঙ্গীবিহীন অন্ধকারে বারে বারে ॥

১২ ই আগস্ট, ২০১০ ভোর ৫:২১

মে ঘ দূ ত বলেছেন: কান পেতে রই..

৫| ১২ ই আগস্ট, ২০১০ রাত ২:০০

সাকিরা জাননাত বলেছেন: আমি কান পেতে রই..........

১২ ই আগস্ট, ২০১০ ভোর ৫:২২

মে ঘ দূ ত বলেছেন: শুনি। ধন্যবাদ।

৬| ১২ ই আগস্ট, ২০১০ ভোর ৫:২৭

করবি বলেছেন:
কোন্‌ গোপনবাসীর কান্নাহাসির গোপন কথা শুনিবারে-- বারে বারে কান পেতে রই ॥


প্রিয় প্রিয় প্রিয় একটা গান।

১২ ই আগস্ট, ২০১০ ভোর ৬:০১

মে ঘ দূ ত বলেছেন: আমারো :)

৭| ১২ ই আগস্ট, ২০১০ দুপুর ১:০৬

বনছায়া বলেছেন: আপনার রবীন্দ্রচর্চায় মুগ্ধ। খুব ভালো লাগল।
আপনি আমার প্রথম মন্তব্যকারী এ কথা মনে আছে কি?
আবার দেখা হবে।
ভাল থাকবেন।

১২ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:২০

মে ঘ দূ ত বলেছেন: ধন্য ধন্যবাদ :)

না মনে ছিল না। এই মাত্র ঢুঁ মেরে জেনে আসলুম। মনে রাখার জন্য ধন্যবাদ।

হুম আবার নিশ্চই মন্তব্য আদান-প্রদান হবে।

আপনিও ভালো থাকুন।

৮| ১২ ই আগস্ট, ২০১০ রাত ১১:৪১

দুরন্ত স্বপ্নচারী বলেছেন: প্রিয়তে নিয়ে গেলাম। অবশ্যই দারুণ পোস্ট।

১৩ ই আগস্ট, ২০১০ ভোর ৫:৩০

মে ঘ দূ ত বলেছেন: সম্মানিত বোধ করছি।

৯| ১৩ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৩৪

১২৩৪ বলেছেন: অনেক সুন্দর পোস্ট...
অনেক প্রিয় একটা গান...

:) :) :)

১৩ ই আগস্ট, ২০১০ রাত ৮:১৫

মে ঘ দূ ত বলেছেন: ধন্য ধন্যবাদ।

গানটা আমারো অনেক পছন্দের :):)

১০| ১৪ ই আগস্ট, ২০১০ রাত ২:২৫

শাফ্‌ক্বাত বলেছেন: এ এক অদ্ভূত ব্যাপার, রবীন্দ্রসংগীত শুনলে কেমন শিরশির করে ওঠে। আমার মত নিশ্চয়ই সবারই মনে হয় এই গানটা আমার কথা ভেবে লেখা হয়নি তো??

১৪ ই আগস্ট, ২০১০ রাত ২:৩৪

মে ঘ দূ ত বলেছেন: আমি সবসমই রবীন্দ্রসঙ্গীতের গানের কথা এমন মন দিয়ে শুনি সে দাবী করবো না। অনেক সময় দেখা যায় পরিচিত গান, কতবার শুনেছি, কণ্ঠ শুনেছি, সুর শুনেছি, গায়কী অনুভব করেছি। কিন্তু অনেকদিন বাদে হঠাৎ দেখা যায় কথাগুলো মন দিয়ে শুনে চমকে চমকে উঠেছি। মানে পুরো শিউরে উঠা একেবারে। আরে! এ কথাগুলো না আমার এদ্দিন বলার ছিল :)

এইখানেই রবিঠাকুর সফল :)

১১| ১৪ ই আগস্ট, ২০১০ রাত ১০:৪৩

রাত্রি২০১০ বলেছেন: অদিতির গান শুনতে পেলে আমার খুব প্রিয় একজনের সময় নাকি থমকে যায়, মন্ত্রমুগ্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন---শুনে আমার সেকি হিংসা---আমি গিয়ে সেদিনই ওর সব সিডি কিনে ফেলি---এবং তখন বুঝতে পারি কেন---কি যে দারুন গাইয়ে..

:) :)
আর রবি ঠাকুরকে নিয়ে কি বলব? যখন সব অন্ধকার, তার লেখা আমায় বাঁচিয়ে রাখে---

নিশিদিন মোর পরানে প্রিয়তম মম
কত না বেদনা দিয়ে বারতা পাঠালে
ভরিলে চিত্ত মম নিত্য তুমি প্রেমে প্রাণে গানে হায়
থাকি আড়ালে--

১৪ ই আগস্ট, ২০১০ রাত ১১:০৭

মে ঘ দূ ত বলেছেন: অদিতির গায়কীর কোন তুলনা চলে না। অদিতির এই গানটা শুনে দেখতে পারেন। লোমকূপ কাড়া করে দেয়।



আর রবি ঠাকুর তো শব্দের ঈশ্বর। আপনার দেয়া কবিতা টায় না হয় কোট করি আমি নিজেও।

"নিশিদিন মোর পরানে প্রিয়তম মম
কত না বেদনা দিয়ে বারতা পাঠালে
ভরিলে চিত্ত মম নিত্য তুমি প্রেমে প্রাণে গানে হায়
থাকি আড়ালে--"

১২| ২২ শে আগস্ট, ২০১০ রাত ৯:৪৫

ইমন কুমার দে বলেছেন: সুন্দর পোস্ট।
+++ দিলাম।

"নয়ন তোমায় পায় না দেখিতে রয়েছো নয়নে নয়নে
হৃদয় তোমায় পায়না জানিতে হৃদয়ে রয়েছ গোপনে"

মাথায় ঘুরছিল এই লাইন গুলো.. আপনি রবীন্দ্রপ্রেমী বলে লিখতে ইচ্ছা হলো।

সুস্থ চিন্তার জয় হোক।

২২ শে আগস্ট, ২০১০ রাত ১০:৪৬

মে ঘ দূ ত বলেছেন: ভালো লাগলো আপনার মন্তব্যটা।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.