নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘদূত

মনের জানালায় দাঁড়িয়ে ভাবনাগুলোর মিলিয়ে যাওয়া দেখি। গুচ্ছ গুচ্ছ মেঘ হয়ে, ঐ দূর দিগন্ত পানে...

মে ঘ দূ ত

হে অপরিচিতা, গ্রহণ করো আমার এই অর্পণা আজিকের এই প্রভাতের প্রথম কিরণ মেঘময় আকাশ- দখিনা হাওয়ার শীতল পরশ দাবমান মেঘরথে হে অপরিচিতা শুধু তোমার 'পরে

মে ঘ দূ ত › বিস্তারিত পোস্টঃ

মেঘপঞ্জিকা - চোখের জলের লাগল জোয়ার

২১ শে অক্টোবর, ২০১১ সকাল ৯:৩২

গানের ওপারে দেখছিলাম। এক পর্বে একটা চিঠি পড়ে শোনানো হল। চিঠি পড়া শেষে পর্দার আর সবার সাথে সাথে আমিও স্তব্ধ হয়ে গিয়েছিলাম। এমন করে লিখতে কজন পারে! এমন করে চিরবিদায়ের আগে কটা শব্দে এমন করে বুকের ভেতর জমানো সব কথা প্রকাশ করতে! চিঠির কথাগুলো এমন করে মাথায় ঘুরতে লাগলো ভাবলাম এইখানে বন্দী করে রাখি। গানটা সহ।



"কখন যে আমার তরীর বাঁধন খুলে দিয়েছিলে তুমি আমি বুঝি নি। ভেবেছিলাম তোমার চোখের জলের জোয়ারে আমার চেনা কুল ছাড়িয়ে ভেসে চলেছি আমি। অনেকদিন তাকিয়ে ছিলাম তোমার মুখের দিকে। দেখলাম তোমার চোখে এক ফোঁটাও জল নেই। তাহলে কি জোয়ার লেগেছিল আমার চোখের জলে? আজ আমার দু চোখে আর কোন জল নেই চাঁদ। শুকনো চড়ায় আটকে গেছে আমার তরী। সেটাই ঠেলে নিয়ে চলেছিলাম এতদিন। আর পারছিনা। সেই দিশেহারা রাতের দেশে চললাম। সেখানেও তো আরেক চাঁদ আছে। দেখি তার চোখে এখনও জল আছে কিনা। আমার জন্য না হোক আর কারো জন্য।



আসি।"



ও চাঁদ, চোখের জলের লাগল জোয়ার দুখের পারাবারে,

হল কানায় কানায় কানাকানি এই পারে ওই পারে॥

আমার তরী ছিল চেনার কূলে, বাঁধন যে তার গেল খুলে;

তারে হাওয়ায় হাওয়ায় নিয়ে গেল কোন্‌ অচেনার ধারে॥

পথিক সবাই পেরিয়ে গেল ঘাটের কিনারাতে,

আমি সে কোন্‌ আকুল আলোয় দিশাহারা রাতে।

সেই পথ-হারানোর অধীর টানে অকূলে পথ আপনি টানে,

দিক ভোলাবার পাগল আমার হাসে অন্ধকারে॥







...



এই সিরিয়ালটা দেখার নেশায় পেয়ে বসেছে আমাকে এখন। সামনে পরীক্ষা অথচ পড়বার নাম গন্ধ নেই। এত দারুণ সব কাজ আর এমন সুন্দর সুন্দর সব গান। যখনই এটি দেখতে বসি ভাবি কত কম জানি রবিঠাকুর সম্পর্কে।

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১১ সকাল ৯:৫০

শায়মা বলেছেন: তুমি কম জানো রবিঠাকুর সম্পর্কে!!!!

বললেই হলো?

২১ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:০৭

মে ঘ দূ ত বলেছেন: বললেই যে সে কথা মেনে নেওয়ার মানুষ শ্যামা দেবী নন সেটুকুন অন্তত জেনে নেওয়া গেল :) :)

২| ২২ শে অক্টোবর, ২০১১ রাত ১:৪৯

নীরব 009 বলেছেন: অনেক ভাল লাগলো :)


২২ শে অক্টোবর, ২০১১ ভোর ৪:৩১

মে ঘ দূ ত বলেছেন: ভালো লাগবার মতোই যে চিঠিটা :)

৩| ২২ শে অক্টোবর, ২০১১ বিকাল ৫:০২

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: স্টার জলসা !!! পুরাই ফালতু এখটা চ্যানেল !!

২৪ শে অক্টোবর, ২০১১ ভোর ৫:৪৯

মে ঘ দূ ত বলেছেন: হতে পারে। আমি অবশ্য এখানে গানের ওপারে সিরিয়ালটার কথা বলছিলাম।

৪| ২২ শে অক্টোবর, ২০১১ রাত ৮:০৫

ত্রিনিত্রি বলেছেন: টিভি এত কম দেখি.. সুতরাং ইচ্ছে থাকলেও মনে হয় না কখনো একটি পর্বও দেখা হবে!!!

ভালো লাগা দিয়ে গেলাম। আপনি রবী ঠাকুর নিয়ে কি জানেন, সে বিষয়এ আইডিয়া কম। তবে মেঘমালা যে বৃষ্টি নামানোর আগে আপনার কাছে ফোন করে অথবা আপনার মাথার উপর ছায়া সৃষ্টি করে অনুমতি নেয়, সে বিষয়ে আমি নিশ্চিত! :)

২৪ শে অক্টোবর, ২০১১ ভোর ৫:৫২

মে ঘ দূ ত বলেছেন: এটি দেখায় স্টার জলসা নামে ওপার বাংলার একটা চ্যানেলে। আমি দেখছি অনলাইন থেকে।

ধন্যবাদ ভালো লাগা জানিয়ে যাওয়ার জন্য। আমি আদতেই তেমন কিছু জানি না। জানবার চেষ্টা করে যাচ্ছি বোধহয় গত সাত-আট বছর ধরে। এখনো কত কিছু পড়া বাকী, কত কি জানা বাকী।

মেঘমালা বৃষ্টি নামানোর আগে আমার কাছে অনুমতি চেয়ে নেয়? হেহে তাইলে আর কি চাওয়ার আছে জীবনে বলুন। তাতেই তো ধন্য হতে হয়। আমাকে না হোক অন্তত মেঘদূতকে তো মনে করে।

৫| ২৩ শে অক্টোবর, ২০১১ রাত ১২:৩৭

চাটিকিয়াং রুমান বলেছেন: ভালো লাগা রইলো। :)

২৪ শে অক্টোবর, ২০১১ ভোর ৫:৫৩

মে ঘ দূ ত বলেছেন: ধন্যবাদ রুমান ভালো লাগা জানিয়ে যাওয়ার জন্য।

৬| ২৪ শে অক্টোবর, ২০১১ ভোর ৬:১২

নাআমি বলেছেন: আজ আমার দু চোখে আর কোন জল নেই চাঁদ। শুকনো চড়ায় আটকে গেছে আমার তরী.....কি দারুন চিঠির কথা গুলি !!

গান শুনতে শুনতে চিঠিটা পড়ে মনটা আনমোনা হয়ে গেল.....ধন্যবাদ সেয়ার করবার জন্য......

কেমন আছেন ? ভুলেই গেছেন আমাদের !!

২৪ শে অক্টোবর, ২০১১ ভোর ৬:১৮

মে ঘ দূ ত বলেছেন: চিঠির কথাগুলো আসলেই অনেক দারুণ! মনে হয় যেন ঠিক এই গানটার কথা ভেবেই চিঠিটা লেখা। এমন করে মিলেমিশে গিয়েছে! আর নাটকের যে দৃশ্যে যেই জন চিঠিখানা পাঠ করেছে সেই দৃশ্যটা দেখলে আমার বিশ্বাস আরো বেশী করে নাড়া দিত।

আছি তো বেশ। ব্যস্ত দিন কাটছে। সাইন ব্লগের শেষ কে ব্লগ ঘুরে গিয়েছেনের বাগটা সাড়ালে দেখতে পেতেন এই কালই আপনার ব্লগবাড়ী ঘুরে গিয়েছি। ছবিগুলো দেখছিলাম। সময়াভাবে মন্তব্য করে উঠতে পারিনি। এই এখুনি যাচ্ছি :)

৭| ২৫ শে অক্টোবর, ২০১১ রাত ২:১০

দীপান্বিতা বলেছেন: কি পরীক্ষা!...ভাল করে পড়ুন!...(জ্ঞান দিতে বেশ লাগে ;))...গানটা সুন্দর লাগলো...(রবি ঠাকুর বলে কথা!)...সিরিয়াল দেখা হয় না! ...অনেক শুভেচ্ছা রইল :)

২৭ শে অক্টোবর, ২০১১ সকাল ৮:৪৩

মে ঘ দূ ত বলেছেন: জ্বী সেতো লাগবেই, আপনার যে দিতে হচ্ছে না X((

আপনার স্কুলের পিচ্চিদের পরীক্ষা নিতে হচ্ছে না?

পরীক্ষা বলতে মিডটার্ম। পার্ট টাইম মাস্টার্স করছি। ওটার একটা ক্লাস।

৮| ২৭ শে অক্টোবর, ২০১১ সকাল ৮:৫১

ঘুমন্ত আমি বলেছেন: কলকাতার বাংলা চ্যানেলকে না বলুন ততদিন পর্যন্ত যতদিন আমাদের চ্যানেল সেখানে না প্রচারিত হচ্ছে ।সরি মনে হয় ট্র্যাকের বাইরে কথা বলে ফেললাম ।

২৮ শে অক্টোবর, ২০১১ সকাল ৮:০৩

মে ঘ দূ ত বলেছেন: যে সিরিয়ালটির কথা বললাম সেটি রবীন্দ্রনাথের গানকে ঘিড়ে তৈরী। এবং এ কথা আমি নির্দ্বিধায় বলতে পারি, এই পর্যন্ত রবিঠাকুরের গানকে ঘিড়ে এমন সুন্দর বাংলা সিরিয়াল আমি আজ পর্যন্ত দেখিনি। শিল্প নিয়ে আমার এপার ওপার নেই, যা ভালো লাগে সেটি জানাতেও আমি কুন্ঠিত নই।

আর আমি দেখছি অনলাইন থেকে। হয়তো সেটুকু জেনে হলেও আপনি কিছুটা নিশ্চিন্ত হতে পারেন।

৯| ২৮ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:৫৫

মেহবুবা বলেছেন: কখন হয় এ সিরিয়াল ? সিরিয়াল যদিও দেখা হয় না তেমন ; এটি দেখতে ইচ্ছে করছে ।

২৮ শে অক্টোবর, ২০১১ বিকাল ৫:৫১

মে ঘ দূ ত বলেছেন: যদ্দুর জানি সিরিয়ালটি শেষ হয়ে গিয়েছে গত এপ্রিলে। সিরিয়ালটির নাম "গানের ওপারে", ঋতুপর্ণ ঘোষের লেখা। দেখাতো স্টার জলসা নামে ওপার বাংলার একটা চ্যানেলে।

আমি দেখছি ইউটিউব থেকে। আপনি দেখতে চাইলে নীচের লিঙ্কে গিয়ে GNO দিয়ে খুজে দেখুন। পেয়ে যাবেন।

http://www.youtube.com/user/Buntuli1803

১০| ২৮ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:৪৫

দীপান্বিতা বলেছেন: হাঃ!...হাঃ!...আমার পুঁচকেরা এত ছোট্ট যে ওদের ওপর ওসব অত্যাচার নেই...সারাদিন খেলে আর খেলা...কি মজা!:D...পঁচা লোকেদের খালি পরীক্ষা দিতে হয়;)

২৮ শে অক্টোবর, ২০১১ বিকাল ৫:৫৪

মে ঘ দূ ত বলেছেন: কি মজা এদের! সারাদিন খেলে বেড়ানোর বয়স :( ওদের সাথে খেলতে আপনারও নিশ্চই আনন্দ লাগে।

পঁচা লোক কাকে বললেন! X( দাঁড়ান আপনার পুঁচকে দের শিখিয়ে দিব তাদের দীপাদি রুমে ঢুকলে যেন তার সাথে আর না খেলে :P

১১| ২৮ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:৩৯

রুমানা ইসলাম হিমি বলেছেন: দেখা হয়নি কখনো সিরিয়ালটা।তবে গানটির সাথে চিঠিটি বেশ লাগলো পড়তে :-)

২৮ শে অক্টোবর, ২০১১ বিকাল ৫:৫৫

মে ঘ দূ ত বলেছেন: হুম গানের সাথে চিঠিটা বেশ যায়।

মনে হয় যেন গানটার জন্যই চিঠিটা লেখা। :)

ধন্যবাদ ঢুঁ মেরে যাওয়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.