নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বাস হচ্ছে ভালবাসার শক্তি

স্বপ্নীল আমি

স্বপ্নীল আমি › বিস্তারিত পোস্টঃ

আমরা সাধারণ পাবলিক............................!!!!!!!!!!!!!!!!!!

৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

আলহামদুলিল্লাহ, ইসলামী ব্যাংকের ৩০ বছর পূর্তি উপলক্ষে গতকাল রূপসী বাংলায় একটা মজলিশ বসছিলো। আফসোস দেখতে পারি নাই।



শোনা কথা, গ্রাহক সমাবেশ অনুষ্ঠানে নাকি উপস্থাপনা করেছেন ডাঃ আবদূর নুর তুষার। করতেই পারেন, উপস্থাপক মানুষ। তার উপর তিনি চরম বিতার্কিক। এমন তর্ক মারবেন যে আপনার নিজেরই মনে হবে একটা একাউন্ট খুলা উচিত ইসলামী ব্যাংকে। তবে তুষার ভাই, নয়া দিগন্তে কিন্তু নিয়মিত কলাম লিখতে হবেই হবে। ইনশাল্লাহ আমরা আমাদের দেশ নামের পত্রিকা তেও আপনার নিয়মিত কলাম পাবো।



অনুষ্ঠান টা হইছে রুপসী বাংলা হোটেলে। সেখানে আওয়ামী লীগের সভানেত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা, বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান, সালমান এফ রহমান বলেন- " ইসলামী ব্যাংক ১৬ কোটি মানুষের ব্যাংক"



সরি সালমান ভাই, ১৬ কোটি থেকে একজন কমায় নিতে পারেন। আমি ইসলামী ব্যাংক এর মত জামাতি এবং জঙ্গী গ্রুপ কে অর্থ প্রদান কারি ব্যাংক নিজের ব্যাং ক বলতে পারতেছি না।



সব চেয়ে মজার লাইন সালমান এফ রহমান বলেছেন- "ব্যবসার সঙ্গে রাজনীতিকে কখনোই মিশিয়ে ফেলা উচিত নয়"



এপিক লাইন সালমান ভাই। খেলার সাথে আগে রাজনীতি মেশাতে না করতো , এখন ব্যবসার সাথে রাজনীতি না মেশানোর উদ্যোগ আপনার কাছ থেকে। তবে আমি মেশাবো, জামাতের প্রতিষ্ঠানের সাথে আমি আপোষ করবো না। আর আপনার "জমানো" ( পড়ুন চুরি করে) টাকার উপর আমি মূত্র বিসর্জন করলাম।



চালায় যান আপনারা, আমরা জনগন হইলাম চুতিয়া জনগন। কি করুম কন। আপনেরা এসি তে একটা কোক খান। আমরা চুতিয়া জনগন লোকাল বাসে ঘামতে ঘামতে কই মাথা নাড়াই আর কই হু হু।



কিছুদিন আগে এক জন আমার বলছিলো- " আপনে ফেসবুকে লেখা চালায় যান, সমাজের বিশাল পরিবর্তন হবে।" আমি মুখে বলছিলাম- "ধন্যবা" কিন্তু মনে মনে বলছিলাম- " বালের পরিবর্তন হবে। আর আমার চ্যাটের চেঞ্জ আসবে।চুতিয়া ছিলাম, চুতিয়াই থাকবো। ফেসবুকে বাল ফালানি স্টাটাস দেই। সবাই মজা পায়, সালমান এফ রহমান কয় ইসলামী ব্যাংক ১ নম্বর ব্যাংক, অর্থমন্ত্রী কয় হলমার্ক কে আরও কিছু টাকা দেয়া হউক। তাদের অবস্থা নাজুক। হলমার্কের মালিক কে জামিনে ছাড়ায় এনে এসি কোক খিলানো হোক। ওদিকে শাহবাগে কয়েকটা মরতাছে, মরুক। ইসলামী ব্যাংক যদি নম্বর ১ ব্যাংক হয় তাইলে দুই চাইরাটা রুমী মরলেও প্রোবলেম নাই। মরার পর কমু জয় তারুন্য, জয় আমগো চুতিয়াগিরি "

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

এেলক্সান বলেছেন: 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.