নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বাস হচ্ছে ভালবাসার শক্তি

স্বপ্নীল আমি

স্বপ্নীল আমি › বিস্তারিত পোস্টঃ

আমি ও চাই !!!!!!!!!!

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৯

আমিও নাস্তিকদের বিচার চাই। তবে...

তবে, সেই বিচার হতে হবে স্বচ্ছ, সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের। পুরো বিচার ও রিমান্ডপ্রক্রিয়া টিভিতে সরাসরি সম্প্রচার করতে হবে। বিদেশ থেকে আইনজীবী আনতে দিতে হবে। সেই সাথে স্বঘোষিত নাস্তিক ফরহাদ মজহার, নাস্তিকগুরু শফিক রেহমানদেরকেও গ্রেপ্তার করে রিমান্ডে নিতে হবে, তাদের বিচার করতে হবে। এবং সেই সাথে বাংলাদেশ থেকে মার্কিন নাস্তিক মার্ক জুকারবার্গের উদ্ভাবিত ফেসবুক নিষিদ্ধ করতে হবে এবং বাংলাদেশের যারা যারা নাস্তিক জুকারবার্গের ফেসবুক ব্যবহার করে, তাদেরও বিচার করতে হবে। যেসব ব্যক্তি এক ওয়াক্ত নামাজ বা একটা রোজাও কাজা করে, যেসব আস্তিক ছেলেমেয়ে প্রেম করে; ট্রাইবুনাল গঠন করে তাদেরও বিচার করতে হবে।



আমিও চাই বাংলাদেশ থেকে সকল 'মূর্তি' ভেঙে ফেলা হোক, তবে...

তবে, সবার আগে চট্টগ্রামে স্থাপিত শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 'মূর্তি' ভাঙতে হবে। তারও আগে ইসলামের সূতিকাগার সৌদি আরবে অবস্থিত উটের 'মূর্তি' ভাঙতে হবে; ইসলামি রাষ্ট্র ইরানে অবস্থিত কবি শেখ সাদি, কবি ওমর খৈয়াম ও মহাকবি ফেরদৌসির 'মূর্তি' ভেঙে ফেলতে হবে; সৌদি আরব ও ইরান ঐসব 'মূর্তি' না ভাঙলে রিয়াদ ও তেহরান অভিমুখে পায়ে হেঁটে লং মার্চ করে রিয়াদ ও তেহরানে হামলা চালাতে হবে।



আমিও চাই বাংলাদেশে নারীপুরুষের অবাধ বিচরণ বন্ধ হোক, নারীরা পরদা করুক। তবে...

তবে, সবার আগে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে বোরকা পরতে বাধ্য করতে হবে। সেই সাথে পরনারীর সাথে টেলিসঙ্গমকারী আল্লামা হজরত দেলোয়ার হোসেন সাইদি, তার দুই কলিজু এবং কাশিমপুর কারাগারে কয়েদি-নিপীড়ক সমকামী সাকা চৌধুরীকে পাথর নিক্ষেপ করতে হবে অথবা দোররা মারতে হবে।



আমিও মতিঝিলে হেফাজতের আন্দোলনকে সমর্থন করি, তবে...

তবে, তার আগে কিছু প্রশ্নের জবাব চাই। দেশে তো আরো কত সমস্যা আছে, সেগুলোর সমাধান না করে হেফাজত নাস্তিকদের পেছনে লেগেছে কেন? নাস্তিকদের বিচার হলে কি দেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে? দ্রব্যমূল্য কবে যাবে? যানজট কমে যাবে? লোডশেডিং দূর হয়ে যাবে? অনন্ত জলিলের ভুলভাল ইংরেজি-উচ্চারণ ঠিকঠাক হয়ে যাবে? অনন্ত-বর্ষার ভাঙা সংসার জোড়া লেগে যাবে? এইসব প্রশ্নের জবাব আগে চাই। হেফাজতের আন্দোলনকে আমিও সমর্থন করব, যদি তারা মতিঝিলে নাস্তিকদের বিচার চাওয়ার পাশাপাশি সাগর-রুনি-বিশ্বজিত্‍ হত্যারও বিচার চায়, নিখোঁজ বিএনপিনেতা ইলিয়াস আলিরও সন্ধান চায়, বিএনপির আটক নেতৃবৃন্দের মুক্তিও চায়, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিও তোলে, হলমার্ক কেলেঙ্কারির বিচারও চায়, পদ্মাসেতু নির্মাণের দাবিও করে, শেয়ারবাজার কেলেঙ্কারির বিচারও চায়। হেফাজতের আন্দোলনে এসবও অন্তর্ভুক্ত হলে তবেই আমি মতিঝিলে যাব।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৫

নায়করাজ বলেছেন: সুপার টিট ফর ট্যাট।

আপনি না গেলে কি হবে ইতিমধ্যে বিম্পি ও জাপা মঞ্চে গিয়া বইস্যা রইছে।

২| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৬

জনি ইয়াহইয়া বলেছেন: সহমত।।

৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৭

মুহসিন বলেছেন: ভালো বলেছেন। কেবল এগুলোই কি সমস্যা? প্রতিনিয়ত দরিদ্ররা যেসব সমস্যায় জর্জরিত, সেগুলোও আছে। প্রতিনিয়ত দেশের সাধারণ মানুষ যেসব সমস্যা যেমন চিকিৎসা, শিক্ষা ও আর্থিক সমস্যায় পড়েন, সেগুলোর কথাও বলেন!! খালি নাস্তিকদের বিদ্রূপাত্মক ও আক্রমণকারী ব্লগের বিচার করলে হবেনা, যুগ যুগ ধরে গরীবকে যারা আরো গরীব করেছে তাদেরও বিচার লাগবেনা?

০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

স্বপ্নীল আমি বলেছেন: অবশ্যই

৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৯

ইকথিয়ান্ডর বলেছেন: সৌদি আরব ও ইরান ঐসব 'মূর্তি' না ভাঙলে রিয়াদ ও তেহরান অভিমুখে পায়ে হেঁটে লং মার্চ করে রিয়াদ ও তেহরানে হামলা চালাতে হবে।

ভাইজান, পায়ে হেঁটে লংমার্চ কেন করবেন? হেফাজতিরা তো বাসে লঞ্চে করে লংড্রাইভ...থুক্কু লংমার্চে আসছেন। আপনি কেন হেঁটে যাবেন? আপনার তো উচিত বিমানে করে লংমার্চে যাওয়া

Click This Link

৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৫

হিংস্র ঈগল বলেছেন: তবে, সবার আগে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে বোরকা পরতে বাধ্য করতে হবে। :P :P :P
আরও একটা জিনিস বাদ গেছে। যেসব হুজুরের মেয়েরা বিসিএস পরীক্ষা দিয়ে পুলিশে চাকরি নেয় আর হরতালের দিন মহিলা করমিদের সাথে চুলোচুলি করে তাদেরকেও বোরকা পরে শুধু থানায় ডিউটি করতে হবে।
নায়করাজ বলেছেন: সুপার টিট ফর ট্যাট।
B-)) B-)) B-)) B-)) B-))

০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১০

স্বপ্নীল আমি বলেছেন: B-) B-) B-) B-) B-) হা হা হা !!!!!!!

৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৪

হাঁড় = ঘাঁড় বলেছেন: পোষ্টে +++++++++++++++

গত ২৪ ঘন্টায় সামুতে ফ্লাডিং হচেছ। হেফাজতে ইসলামের নাম করে পথে নামা তান্ডবকারীদের বিষয়ে অনেক ধর্মীয়, নৈতিক ও আইনগত বিষয় নিয়ে পোস্ট এসেছে। এই পোস্টগুলোতে অসংখ্য বিষয় স্পষ্ট করা হয়েছে।

...তালেবান জঙ্গিবাদের ভয়

মুসলমানিত্ব যাচাই পরীক্ষায় ব্লগারের ত্রাহি দশা : এই ধর্মব্যবসায়ীদের হারাতেই হবে

'হেফাজত' এর অণু-পরমাণু: শিউরে ওঠার উপাখ্যান

হয় তালেবানী না হয় শত্রু

মধ্যযুগের দিকে যাচ্ছে দেশ (বাংলাস্তান অথবা পূর্ব পাকিস্তান) : হেফাজতিদের ১৩ দফা দাবি এবং আমার চিন্তা

হেফাজত ইসলামের শান্তির নমুনায় হামলা চলছে

হেফাজতের নেতা আর টিভি র টক শোতে (আওয়ার ডেমোক্রেসি) বললেন বেপর্দার জন্য মালালা কে গুলি করা হয়েছ।।

ফিউশন ফাইভ এর পোস্টের ছবি নিয়ে যারা কনফিউসনে আছেন তারা এইদিকে আসেন

হিফজতের প্রধান আস্তানা ভারতের দেওবন্দ: দেখুন সেই দেওবন্দীদের কি অবস্থা

‘নাস্তিকদের শায়েস্তা করি, এরপর মিডিয়া’


...হেফাজতের কাছে প্রশ্ন

শাপলা চত্বরের এক নাম না জানা তরুণের কাছে শাহবাগ চত্বর থেকে খোলা চিঠি : আরিফ জেবতিক

হেফাজতিরা পারলে প্রশ্নগুলোর জবাব দিন নতুবা মেনে নিন আপনার ভন্ড!

হেফাজতের মঞ্চ দখলের ঘোষণা। গায়ে পড়ে ঝগড়া করার শামিল নয় কি?

জানুন অন্যকে মুশরিকক/কাফির/মুনাফেক/নাস্তিক বলা গোনাহ

আল্লাম শফি ধ্যযুগীয় ব্রাহ্মণদের মতো নাস্তিকতার সংজ্ঞা দিচ্ছেন

ইসলাম হেফাজতের মালিক কোনো মানুষ নয়, বরং স্বয়ং মহান আল্লাহ পাক

ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা সত্যিকারের মুসলমানের কাজ না

বুকে যদি বিন্দু মাত্র ঈমানী শক্তি ও জোর থাকে হেফাজতে ইসলাম, আমার ছবিগুলোর বিপক্ষে যুক্তি দেখান।

হেফাজতে ইসলামের আসল চরিত্র

প্রিয় নবীজির নামে জঘণ্য মিথ্যাচার করল হিফাজত!!!

হেফাজতে ইসলামের কাছে কি ইসলাম হেফাজত ?

...লংমার্চ

লংমার্চ জায়িয প্রমাণ করতে পারলে আনজুমানে আল বাইয়্যিনাত-এর পক্ষ থেকে একশ’ কোটি টাকার চ্যালেঞ্জ ঘোষণা।

লংমার্চ নাস্তিক্যবাদবিরোধী কর্মসূচি নয়; বরং কট্টর নাস্তিক মাওসেতুংয়ের নাস্তিক্যবাদ তথা কমিউনিস্টবাদ প্রতিষ্ঠার কর্মসূচি

পবিত্র ‘হিজরত’ এর সাথে মাওসেতুং এর লংমার্চ মিলানো কুফরী হবে

প্রাণপ্রিয় নবীজি লংমার্চ করেছেন!!! (নাউযুবিল্লাহ) উক্ত অপবাদ লেপনকারী নিশ্চিত জাহান্নামী

...শাহবাগ নিয়ে পুনর্মূল্যায়ন ও গণজাগরণ মঞ্চে হামলা

কাণ্ডারি হুশিয়ার!!

শাহবাগের গণজাগরণ মঞ্চে হামলা চালিয়েছে হেফাজতে ইসলামীর কর্মীরা।

লড়াই হবে রাজপথে। শাহবাগ আবার জেগেছে। আবার জেগেছে প্রজম্ম..........জয় বাংলা।

গণজাগরণ মঞ্চ।

এবার সশস্ত্র প্রতিরোধের পালা, সমবেত হোন শাহবাগে

হেফাজতে ইসলামের শান্তির নমুনা : নির্মূল কমিটির সমাবেশে হেফাজতের হামলা

...জামাত বিষয়ে হেফাজত অন্ধ

হেফাজতী ইসলামের লংমার্চঃ নেপথ্যের এক ভয়াবহ কাহিনী

জামাতের বিরুদ্ধে, দেওয়ান বাগির বিরুদ্ধে কোনদিন লং মার্চ করলেন না কেন মাওলানা শফি সাহেব (দঃবাঃ)?

একটি হেফাজতে জামায়েত ও বাংলাদেশের স্বাধীনতার জন্য হুমকি!!

যুদ্ধাপরাধীদের টাকায় এই আন্দোলন.....

ওরা হেফাজতে ইসলাম নয়- হেফাজতে জামাত ॥

হেফাজতে ইসলাম এত টাকা পেল কোথায় ?

হেফাজতে জামাতের এইগুলো নাকি অরাজনৈতিক বক্তব্য

হেফাজত-জামায়াত গোপন ফোনালাপ ফাঁস সরকার উৎখাত ও লংমার্চের ষড়যন্ত্র নিয়ে কথোপকথন

...তেরো দফা

হেপাজতে জামাতে ইসলামীর ১৩ দাবীর বাস্তবতা এবং কল্প বাস্তবতা।

লংমার্চ কর্মসূচি ইসলাম ও কুরআন শরীফ বিরোধী : একাত্তরে ঘাতক বাহিনীর সংগঠক ছিলো মাওলানা শফী

...নারীর উপর তালেবানী হামলা

এবার নারী সাংবাদিককে বেধড়ক পিটিয়েছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা, অবস্থা গুরুতর।

বাংলা হবে আফগান : নারীদের পেটানো শুরু করে দিয়েছে হেফাজতে ইসলাম

ব্রেকিং!!বাংলাস্তানে স্বাগতম!!নারী সাংবাদিককে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে হেফাজতের লোকজন!

আমি ও চাই !

উপরের পোস্টগুলোতে এত বেশি সংখ্যাক তথ্য আছে যে এগুলোই যথেষ্ট। আর এই সময়ে হেফাজতিরা দিচ্ছে রাষ্ট্রদ্রোহী পোস্ট।

...রাষ্ট্রদ্রোহীদের নর্তনকুর্দন

'ঢাকা বিচ্ছিন্ন এইটাই চান্স' -এই ধরনের রাষ্ট্রদ্রোহী পোস্টদাতা ও তাদের সমর্থকদের চিনে নিন। মুখোশ উন্মোচন করুন।

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৯

স্বপ্নীল আমি বলেছেন: সহমত

৭| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৫:১০

সানফ্লাওয়ার বলেছেন: অসাধারন লিখেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.