![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভন্ডামী সহ্য করতে পারিনা ।
তুমি একদিকে এক বা একাধিক গার্লফ্রেন্ড নিয়ে হাঁটবা আবার হিফাজতে ইসলামের তের দফা সমর্থন দিবা ।
তুমি একদিকে বারে গিয়া পেগের পর পেগ মারবা আবার আরেকদিকে হিফাজতে ইসলামরেসমর্থন দিবা
তুমি একদিকে মোবাইলে পিসিতে শিলা কি জওয়ানি দেখবা আরেক দিকে হিফাজতে ইসলামরে সমর্থন দিবা
তুমি একদিকে বউরে বেপর্দা চালাইবা,পুরুষ মানুষগোলগে চাকরি করতে দিবা আবার হেফাজতে ইসলামরে সমর্থন দিবা
তুমি একদিকে মাইয়্যারে ,বোন রে কো এডুকেশনে পড়াইবা আবার হেফাজতে ইসলামের দাবীরে সমর্থন দিবা ।
তুমি একদিকে থার্টি ফার্স্ট ,পহেলা বৈশাখ পালন করবা ,শহীদ মিনারে ফুল দিবা আবার হেফাজতরে সমর্থন দিবা
এগুলা কেমন কথা এগুলা কেমন ভন্ডামী???
প্রশ্ন করতে পারো তুমি নিজে কি ?
আমি বলমু আমি আল্লাহ প্রদত্ত ইসলামে বিশ্বাসী । হেফাজতে ইসলামের প্রেসক্রাইব করা ইসলামে বিশ্বাসী না!
আমি জানি আল্লাহর ইসলামে মহানবীর ইসলামে নারী পুরুষ ভেদাভেদ নাই,মানুষের মধ্যে বিভেদ নাই ।জঙ্গিবাদ নাই ,মেয়েদের গায়ে হাত তোলার হুকুম নাই ।আল্লাহর ইসলাম মানবতার ইসলাম,জ্ঞানচর্চার ইসলাম ,সহনশীলতার ইসলাম।আমি বিশ্বাস করি ইসলাম এতো ঠুনকো নয় যে কতগুলো গালিবাজ মানুষের ঠাট্টাবিদ্রুপে সেটা ধ্বংস হয়ে যাবে ।আমি আল্লাহর উপর আস্থা রাখি ।বিশ্বাস করি ইসলাম আল্লাহ মনোনীত ধর্ম ।আমি বিশ্বাস করি ইসলামকে হেফাজত করার ভার স্বয়ং আল্লাহ নিয়েছেন ,সুতরাং এতো ঠুনকো আঘাতে সেটা ভেঙ্গে যাবেনা ।
তাই আমি মূর্খের মতো কাউকে চাপাতি দিয়ে কুপিয়ে ইসলামের বদনাম করিনা ।বোমা মারিনা ।গাড়ী ভাঙ্গিনা ।
তাই কতগুলা ভন্ড আলেমের কথায় আমি নাচিনা ।
তাদের আসল উদ্দেশ্য আমি বুঝি ।
আমি আল্লাহ প্রদত্ত ,রাসুল কতৃক প্রচারিত ইসলামে বিশ্বাস করি ।
হেফাজতে ইসলাম নয় ।
২| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
মৃন্ময় বলেছেন: তাই কতগুলা ভন্ড আলেমের কথায় আমি নাচিনা ।
তাদের আসল উদ্দেশ্য আমি বুঝি ।
আমি আল্লাহ প্রদত্ত ,রাসুল কতৃক প্রচারিত ইসলামে বিশ্বাস করি ।
হেফাজতে ইসলাম নয় ।
৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
মঈনুল আহসান রাসেল বলেছেন: ভাই মনের কথা বলেছেন।
ঈমান শক্ত রাখতে হবে। সত্যটা সবাইকে জানানোর চেষ্টা করতে হবে।
৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৬
নাম বলবো না বলেছেন: বিএনপিও হেফাজতে ইসলামকে সমর্থন জানিয়েছে, হেফাজত ক্ষমতায় আসলে খালেদা জিয়ার অবস্থা কি হবে তারা কি সেটা চিন্তা করেছে!!!
৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০১
মোঃ আব্দুস সালাম বলেছেন: ভন্ডামি ছারা যে চলতে পারিনা নামাজ(ইচ্ছা হলে আর জুম্মাটা পরার চেষ্টা করি) ও পরি আবার গান ও দেখি। এখন কি করি বলেন তো। এই রকম কমবেশী ভন্ডামী নেই এই রকম মানুষ মনে হয় পৃথিবীতে নাই।
উত্তরের আশায় রইলাম।
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
যোগী বলেছেন: ভন্ডামী আমিও সহ্য করতে পারিনা, তবে মাঝে মাঝে কিছুটা নির্দোষ ভন্ডামী করি। বলা যায় সেল্ফ কন্ট্রাডিকশন।