নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বাস হচ্ছে ভালবাসার শক্তি

স্বপ্নীল আমি

স্বপ্নীল আমি › বিস্তারিত পোস্টঃ

বন্ধ হতে যাচ্ছে আমার দেশ :):):D:D

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৭

রাষ্ট্রপতির বিশেষ আদেশে বন্ধ হতে যাচ্ছে আমার দেশ



দৈনিক আমার দেশ পত্রিকার ডিক্লারেশন ও প্রকাশনা বন্ধ করে দেওয়া হচ্ছে। দ্রুত পদক্ষেপ নিতে রাষ্ট্রপতির বিশেষ আদেশে তা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পত্রিকাটির ডিক্লারেশন ও প্রকাশনা বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে রাষ্ট্রপতির আদেশে তা বাস্তবায়ন করতে যাচ্ছে ঢাকা জেলা প্রশাসন। এ সংক্রান্ত চিঠি দেওয়া হবে কাল রোববার বা সোমবার। ধর্মের নামে অপপ্রচার চালিয়ে সাম্প্রদায়িক সহিংসতাসৃষ্টি এবং দেশকে নৈরাজ্যকর পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার জন্য পত্রিকাটির প্রকাশনা বন্ধ করতে চাপ প্রয়োগ করা হচ্ছে আইন মন্ত্রণালয় থেকে। সংশ্লিষ্ট সূত্র একথা জানায়।



সূত্রে আরও জানা গেছে, গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমার দেশ পত্রিকার ডিক্লারেশন ও প্রকাশনা বন্ধ করে দেওয়াসহ সম্পাদকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়। এখন প্রধানমন্ত্রীর নির্দেশনার অপেক্ষায় রয়েছে ঢাকা জেলা প্রশাসন। নির্দেশনা পেলেই রোববার বা সোমবার আমার দেশ পত্রিকার প্রকাশনা বন্ধ হয়ে যাবে।



উল্লেখ্য, গত ৬ জানুয়ারি দৈনিক আমার দেশের ৭ম পাতায় প্রকাশিত একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়, যার শিরোনাম ছিল— ‘আলেমদের নির্যাতনের প্রতিবাদে কাবার ইমামদের মানববন্ধন’। পত্রিকাটির অনলাইন সংস্করণেও প্রতিবেদনটি দেখা যায়, যা ভিত্তিহীন ছিল বলে মনে করছে সরকার।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৯

দায়িত্ববান নাগরিক বলেছেন: এই খবরের লিংক টা দেন। এটা শোনার জন্য অনেক দিন ধরে ওয়েট করছি।

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৮

স্বপ্নীল আমি বলেছেন: Click This Link

২| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৯

আস্তবাবা বলেছেন: শেখ হাসিনার বাবাও এটা করেছে, শেখ হাসিনা এটাই করবে।না করলেই বিস্মিত হতাম। তবে অত্যাচারি কেউ কোন্দিন ঠিকে থাকতে পারেনি মসনদে। হাটে ঘাটে যান, দেখবেন মানুষ কেমন গালি দেয় আওয়ামিলীগকে।

৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪২

দায়িত্ববান নাগরিক বলেছেন: থ্যাংকস ! ভালো লাগলো , একটা আশার বানী শোনা গেলো !

৪| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৩

দায়িত্ববান নাগরিক বলেছেন: আস্তবাবা @ ছাগু দূরে গিয়া মর। এখানে কান্নাকাটি করিস না।

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৩

স্বপ্নীল আমি বলেছেন: সহমত................।

৫| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৫

মুহাম্মদ ফয়সল বলেছেন: অনেক আগেই যা দরকার ছিল, তাহলে আর কিছু উন্মাদের আস্ফালন দেখে শিউরে উঠতে হত না জাতীকে। যাহোক, শেষ পর্যন্ত এটি বাস্তবায়িত হলেই হয়।

৬| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৭

আলাপচারী বলেছেন: যে নাস্তিক সে এক ক্ষুদ্র গন্ডিতেই নাস্তিক ছিল। তাঁর পরিচিতি, নেতিবাচক প্রভাব সমাজে ফেলতে যে প্রচার যন্ত্র কাজ করলো তারই তো শাস্তি হওয়া উচি২। ঘুষ দাতা আর ঘুষ গ্রহীতা যে যুক্তিতে অপরাধী। একই মানদন্ডে যে বিশেষ মতের ধারক আর যে ঐ মতের প্রলুদ্ধ প্রচারক সমান প্রতিকার প্রাপ্য।

৭| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০০

লিঙ্কনহুসাইন বলেছেন: শেষ বেলায় এসে বন্ধ করে লাভ কি ? যাহা করার তাহা তোঁ মাহমুদুর রহমান করেই ফেলেছে

৮| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৬

শাহীন উল্লাহ বলেছেন: etodin sudhu baksal sunechi, ekon dekhlam

৯| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৭

ক্যাকটাস বলেছেন: কি জামানা আইলো! চোরকে চোর বললে শক্ত হাতে দমন শুরু হইলো।

১০| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৪

আশিকুর রহমান ১ বলেছেন: সময় সবারই আসে কারো আগে আবার কারো পরে। X( X(

১১| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০২

তিক্তভাষী বলেছেন: দমন না করে উপায় নেই! শাহবাগকে ডিফেন্সিভ মোডে যেতে বাধ্য করেছে সে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.