| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুতেই অর্থ থাকে
অর্থ থাকে নিরবতায়
তোমার হঠাৎ বদলে যাওয়া
পাইনা খুঁজে ভুল যে কোথায়
বেশ তো ছিলাম আমরা দুজন
খুব অচেনা আজকে তুমি
তোমার মাঝেই আছি ডুবে
মন যে আমার বিরান ভূমি
সকালে রোজ চোখটি মেলে
তোমার নামের ম্যাসেজ খুঁজি
একলা রাতের দ্বিপ্রহরে
তোমায় ভেবেই চক্ষু বুজি
তোমার নামের চিঠি গুলো
খুব গোপনে যত্নে রাখা
তোমায় মনে পড়লে আজও
মনটা লাগে বড্ড ফাঁকা
তবু তুমি থেকো ভালো
আমি নাহয় রইবো দূরে
তোমায় লেখা শব্ধ গুলো
মন আকাশেই থাকুক জুড়ে
অর্থহীন সব আমার কথা
লাগুক না হয় কি আসে যায়
নিরর্থক এই শব্দ ভাজেই
ভালোবাসা শুধুই হারায়

১৮ ই জুলাই, ২০২০ সকাল ১০:৫০
মেঘলামানুষ বলেছেন: ধন্যবাদ।
২|
১৫ ই জুলাই, ২০২০ রাত ১:৫৬
কবিতা পড়ার প্রহর বলেছেন: দারুন কবিতা।
১৮ ই জুলাই, ২০২০ সকাল ১০:৫১
মেঘলামানুষ বলেছেন: ধন্যবাদ।
৩|
১৫ ই জুলাই, ২০২০ দুপুর ১:৪৫
খায়রুল আহসান বলেছেন: শব্দগুলো মোটেই নিরর্থক নয়, বরং সদার্থক।
সুন্দর লিখেছেন। কবিতায় ভাল লাগা + +।
১৮ ই জুলাই, ২০২০ সকাল ১০:৫১
মেঘলামানুষ বলেছেন: ধন্যবাদ।
৪|
১৫ ই জুলাই, ২০২০ দুপুর ২:০৭
রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।
১৮ ই জুলাই, ২০২০ সকাল ১০:৫১
মেঘলামানুষ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০২০ রাত ১:৪৫
ঢুকিচেপা বলেছেন: চমৎকার লাগলো “নিরর্থক শব্দ” কবিতা।
ধন্যবাদ।