| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিণীতা
#আকাশ
আমি পরের শতাব্দীতেও তোমাকে চাই
আমি চাই তুমি ই হও আমার পরিণীতা।
তোমার গায়ের গন্ধ হোক আমার শেষ নিঃশ্বাস,
ধরণীর যে প্রান্তেই থাকনা কেন ঠিক খুঁজে নেবো তোমায়।
অফিস শেষে বাড়ি ফিরতে বেলির মালা কিংবা কাঠাল চাপা?
ফুল চোখে না পরলে একটা কিট ক্যাট।
দরজা খুলে চিৎকার দিয়ে জড়িয়ে ধরবে তো?
আমি বলবো সব ধুলোবালি যে গায় মাখলে এখন?
বলতে বলতেই কোলে তুলে নেবো তোমাকে।
রান্না পুড়ে গেল বলে তোমার ঈষৎ লাল গাল
উষ্ণ রাতে তোমার বুকের ভাঁজে আমার নাম লেখা,
কিংবা আমার পিঠে আঁকিবুকি করে তোমার খেলা।
আমি আমার সেই তোমাকে চাই
যার চোখ জুড়ে পুরোটা আকাশ দেখা যায়,
যার মুখশ্রী দেখলেই ভুলে যাই অনাকাঙ্ক্ষিত বিষাদ,
হরিণীর মতো চঞ্চল মন ঘুরে বেড়াবে আমাদের সংসারে।
যার হাত ধরে বৃদ্ধ হবো।
তুমিই আমার, শুধুই আমার পরিণীতা

২|
১৪ ই আগস্ট, ২০২০ রাত ১০:২৩
অনন্ত গৌরব বলেছেন: সহজ সুন্দর চাওয়া
৩|
১৫ ই আগস্ট, ২০২০ রাত ১:০০
রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো মনে হলো।
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০২০ রাত ৯:৪৮
নেওয়াজ আলি বলেছেন: অনেক আবেগী লেখা । সুন্দর ।