নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীলাম্বর

মেঘ মেয়ে

হাঁটছি...হাঁটছি...হাঁটছি......

মেঘ মেয়ে › বিস্তারিত পোস্টঃ

সমান্তরাল

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২০

রাস্তায় রাস্তায়

রোদে পোড়া চামড়ায়,

বিষটির পশলা

বলিরেখা কেটে যায়।



রোদ্দুর রোদ্দুর,

ছুটবি কদ্দুর!

ঘাম ঘাম বিষটি

এই ষাট-সত্তুর।



সব শেষ! বেশ বেশ।

পুরনো সে অভ্যেস

নেই নেই, খেই নেই;

এই পথে নেই দেশ।

মন্তব্য ৩২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

হাসান মাহবুব বলেছেন: বাহ! দারুণ লিখেছেন।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৫

মেঘ মেয়ে বলেছেন: অনুপ্রেরণা হিসেবে রেখে দিলাম কথাগুলো :)

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

অর্থনীতিবিদ বলেছেন: স্বরবৃত্ত ছন্দে লিখেছেন। অন্ত্যমিলগুলো ভালোই হয়েছে। তবে কবিতা বা ছড়াটির মর্মার্থ আরেকটু পরিষ্কার করতে পারলে ভালো হতো। যাই হোক এগুলো কোন সমস্যা নয়। মূল কথা হলো নতুন ব্লগার হিসেবে ব্লগ দুনিয়ায় আপনাকে স্বাগতম জানাই।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৬

মেঘ মেয়ে বলেছেন: আমার ছাইপাশ লেখা যে কেউ পড়েছে...এই ঢের। অনেক ধন্যবাদ আপনাকে। আসলেই লেখাটা ঘোলাটে হয়েছে। পরের বার ডিটারজেন্ট গুলিয়ে লেখার চেষ্টা করব। :D

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৬

খেয়া ঘাট বলেছেন: সুন্দর কবিতা। অনেক ভালো লাগা রইলো।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৯

মেঘ মেয়ে বলেছেন: অনেক ধন্যবাদ রইল খেয়া ঘাট।

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৬

ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর হৈসে।
শুভকামনা ||

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৬

মেঘ মেয়ে বলেছেন: ধন্যবাদ আপনাকে :)

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০২

সুমন কর বলেছেন: সহজ ও সুন্দর ছন্দ। ভালো লাগল।

আচ্ছা বিষটি হবে, নাকি বৃষ্টি?

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২১

মেঘ মেয়ে বলেছেন: ইচ্ছে করেই বিষটি লিখেছিলাম। খুশি হলাম মন্তব্যে।

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৩

তারেক হিমু বলেছেন: ভালোই লিখেছেন। সবই বুঝলাম। কিন্তু এটা বুঝলাম না "বিষটির পশলা" বা "ঘাম ঘাম বিষটি" ব্যাপারটা কি???

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৩

মেঘ মেয়ে বলেছেন: প্রথম 'বিষটির পশলা' হচ্ছে যে আশার পিছনে মানুষ প্রতি নিয়ত ছোটে, ছুটতে ছুটতে বলিরেখা পড়ে, বুড়ো হয়... অবশেষে গায়ে-মুখে যে বৃষ্টির ফোঁটা সে দেখে... সে আর কিছুই নয়, সারা জীবন অক্লান্ত পরিশ্রমের ঘাম।

কি জানি কি বোঝালাম! গুলিয়ে যাচ্ছে মনে হয় :|

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৭

মাক্স বলেছেন: বাহ!

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৪

মেঘ মেয়ে বলেছেন: একটা শব্দ! তবু কী ভালো লাগল :)

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৮

শ্যামল জাহির বলেছেন: চমৎকার!
*
*
*

অপলক দৃষ্টি
ফোটা ফোটা বৃষ্টি
মিশে যেতে চায় ঐ রোদ্দুর,

হাসি তার মিষ্টি
রোদ্দুর-বৃষ্টি
মেঘ মেয়ে- রংধনু নয় দূর!


শুরুতেই পথ শেষ?
এই পথে এই দেশ!


১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৭

মেঘ মেয়ে বলেছেন: খেলব না :( এখানে এসে এত ভালো করে লিখলে আর কেউ তো আমার লেখা পড়বে না :(

"শুরু নেই, শেষও নেই,
পথই নেই, ছিল না কভু!

মেঘ মেয়ে মিশকালো
রামধনু আটকালো;
বনফুল সব ভুলে
রঙ মাখে তবু।"


খুব ভাল লাগল আপনার লেখা।

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৫

তারেক হিমু বলেছেন: চমৎকার বলেছেন আপনি। @ শ্যামল জাহির ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৯

মেঘ মেয়ে বলেছেন: আসলেই চমৎকার :)

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩৫

এই সব দিন রাত্রি বলেছেন: বেশ বেশ :)

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪০

মেঘ মেয়ে বলেছেন: :) :)

১১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৮

উঠতি বুদ্ধিজীবী বলেছেন: অনেকবার চেষ্টা করলাম কিন্তু + বাটনটা কাজ করতেছে না। /:)

যখন ঠিক হবে তখন দেখবেন এত্তগুলা + এসে ভির করেছে। ;)

জমিয়ে লিখতে থাকুন, শুভ কামনা রইল

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৪

মেঘ মেয়ে বলেছেন: থ্যাংক গড! - বাটন কাজ করছে কি না সে চেষ্টা করেননি... :D

শুভ কামনার পাশাপাশি একটু বরফ দিয়ে গেলেও পারতেন। আমার লেখা আবার সহজে জমে না :D

তবে আপাতত শুভ কামনাতেই অনেক খুশি :)

১২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৪

কক বলেছেন: দারুন
https://www.facebook.com/Laughinggass

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

মেঘ মেয়ে বলেছেন: ধন্যবাদ কক

১৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩৮

নাম জেনে কি হবে? বলেছেন: ব্লগে স্বাগতম

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৯

মেঘ মেয়ে বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
তবে নামটা যে জানতে ইচ্ছে করছে 8-|

১৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৭

ইখতামিন বলেছেন: অনেক ভালো লেগেছে কবিতাটা :)

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫২

মেঘ মেয়ে বলেছেন: সত্যি! খুব ভালো লাগলো শুনে :)

১৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১০

আমিনুর রহমান বলেছেন:




ছড়া ভালো হইছে :)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৯

মেঘ মেয়ে বলেছেন: ধন্যবাদ ভাই। বড়ই পুলকিত হইলাম মন্তব্যে :)

১৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫০

মামুন রশিদ বলেছেন: সুন্দর! খুব সুন্দর!

০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১০

মেঘ মেয়ে বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.