![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এখন আর সেই খ্যাপাটে কিশোর নই
মুখ বুজে অনেক কিছুই সয়ে যেতে হয় ;
বিষে ভরা ফণা তুলে ফুঁসে উঠতে পারিনা
যদি দু’পায়ে পিষে ফেলে কেউ ।
এখন আমার দু’হাতই বাধা ,
হয়তোবা নয় কোন দৃশ্যমান বাঁধনে ;
পুড়ে যাচ্ছে ঘর সাধ্য নেই আমার
জল দেব যে আগুন নির্বাপণে ।
আমার হুংকার হঠাৎ থমকে হয়ে যায় মিউ মিউ ;
তবু দেখি লাঠি উচিয়ে চলে আসে কেউ কেউ ।
বাঁচার প্রয়োজনে যুদ্ধ নয় মেনে নিয়েছি আত্নসমর্পন;
হায় একি বেঁচে থাকা নাকি এক নিন্দিত জীবন ?
০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:১৩
meghrat বলেছেন: ও আচ্ছা তাই নাকি । জানতে পেরে খুব ভালো লাগল । তা নামের এই ছিরি কেন? আপনি তো মশায় অনেক উপরের সারির লোক ।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকবেন ।
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৯
নিলু বলেছেন: বেঁচে থাকাই সার্থকতা
০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:১৪
meghrat বলেছেন: হয়তোবা ।
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩১
আহমেদ জী এস বলেছেন: meghrat ,
সময় পাল্টায় । পাল্টে যায় মানুষ ও ।
তবে বাঁচার প্রয়োজনে আত্নসমর্পন নয় , পাল্টাতে হয় আত্মদর্শন ।
তবে যে খ্যাপাটে কিশোরটি এতোদিনে বড় হয়েছে , তার " নিন্দিত" নয় "নন্দিত" জীবন কামনায় ।
০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৮
meghrat বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকবেন ।
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৮
নির্বোধ পাঠক বলেছেন: তা হলে আপনিই বাংলা কবিতার জাহিদুল ইসলাম জাহিদ? আমি ওখানকার অনিরুদ্ধ বুলবুল। আপনার এই কবিতা নিয়ে ওখানে আজই কথা হলো। ভাল থাকুন। শুভেচ্ছা নিন।