![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আচ্ছা কারও মনে কি কখনও প্রশ্ন জাগে না বাংলা বছরের ক্ষেত্রে সকাল থেকে দিন গননা করা হয় কেন ??
একই ভাবে হিজরী সালের ক্ষেত্রে কখন থেকে দিন গননা করা হয় কিংবা ইংরেজি সালের দিন কেনইবা রাত ১২ টা থেকে গননা করা হয় ??
আসলে বাংলা ইংরেজি ও হিজরী দিন গননার ক্ষেত্রে একটি করে মৌলিক পার্থক্য আছে ।
ইংরেজি সালের তারিখ গননা রাত ১২ টার পর গননার কারন হল বৈজ্ঞানিক ভিত্তি । একটি চক্র শুরু হয়ে শেষ হলেই দিন শেষ হয় অর্থাৎ ঘড়ির কাটা মূল ভিত্তি ।
হিজরী সালের তারিখ গননা করা হয় সন্ধ্যার পর থেকে । কারন হিজরীর দিন গননা করা হয় চাঁদ দেখার উপর ভিত্তি করে ।
আর বাংলা সালের দিন শুরু হয় সকাল থেকে । এর অন্যতম কারন বলা যেতে পারে কৃষিকাজ । কারন বাংলা সালকে ফসল তোলার উপর ভিত্তি করে সুন্দর করে সাজান সম্রাট আকবর । সূর্য্য দেখার ভিত্তিতেই দিন শুরু করা হত ।
তবে হিন্দু সৌর পঞ্জিকা থেকেই বাংলা সালের সূত্রপাত ঘটে বলেই জানা যায় । তারা সূর্য্য দেখেই দিন গননা করত ।
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান দ্বারা আমরা নতুন বছরকে স্বাগত জানায়........ এসো হে বৈশাখ......এসো , এসো....
সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ..........
©somewhere in net ltd.