![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলসেমির কারনে আর কোন কিছু নিয়ে লিখতে ইচ্ছা করে না ।
যাই হোক এক বড় ভাইয়ের আইডি হ্যাক করার চেষ্টা দেখে মনে হল এই বিষয়টা সবার জানানো দরকার ।
বেশকিছুদিন আগে ফেসবুক নতুন একটা সিকিউরিটি সিস্টেম চালু করেছে ।
সেটা হল Trusted Contacts ।
এর সুবিধা হল আপনার ফেসবুক একাউন্ট যদি কেউ সত্যিই কোন উপায়ে হ্যাক করে ফেলে তবে Trusted Contacts লিস্টে যাদের যাদের নাম দিবেন তাদের সাহায্যে আপনার একাউন্ট কোন ঝামেলা ছাড়াই ফেরত পাবেন ।
আবার ভবিষ্যতে যদি কখনো আপনার পাসওয়ার্ড ভুলে যান কিংবা লগইন করতে পারছেন না এমন হয় তখন সেসব বন্ধুদের সহায়তা নিয়ে একাউন্ট রিকভার করতে পারবেন ।
ধরুন কোন কারনে আপনার একাউন্ট হ্যাক হয়ে গেল এবং হ্যাকার আপনার একাউন্টের ইমেইল এড্রেসের সাথে সাথে ফোন নম্বরও পরিবর্তন করে ফেলল । তখন কি একাউন্ট ফিরে পাওয়া সম্ভব ?
হ্যা তাও ফেরত পাবেন কোন প্রকার সমস্যা ছাড়াই ।
এমন হলে প্রথমে ফেসবুক লগইন পেজে যাবেন । তারপর ইমেইল ও ফোন নম্বরের জন্য “নো লংগার এক্সেস টু দিস” এ ক্লিক করুন । এরপর ওদের নির্দেশনা অনুযায়ী কাজ করুন । নতুন ইমেইল ও কনটাক্ট নাম্বার চাইবে হয়ত । দিয়ে দিন । সব শেষে আপনার ট্রাস্ট লিস্টেড বন্ধুদের নিকট একটা কোড সেন্ড করতে বলবে । ওকে করুন ।
এবার আপনার বন্ধুর কাছ থেকে কোডটি নিয়ে বসিয়ে দিন ।
আপনার একাউন্ট সঙ্গে সঙ্গে ফেরত পেয়ে যাবেন ।
এবার কেমনে Trusted Contacts এ বন্ধুদের এড করবেন প্রসেসটা জেনে নেই । ফেসবুকে লগিন করুন । তারপর ডানপাশের Privacy Settings এ ক্লিক করুন । পেজ ওপেন হওয়ার পর বামপাশে খেয়াল করুন দেখবেন Security নামের একটা অপশন আছে । ক্লিক করুন ।
পেজ ওপেন হলে ৫ নাম্বার অপশনে Trusted Contacts অপশন দেখতে পাবেন ।
এবার এড টু কনটাক্টস এ ক্লিক করে এড করে নিন । ৩ থেকে ৫জন বন্ধুকে আপনি এড করতে পারবেন ।
তবে সব শেষে একটু দুঃখের কথা বলি Trusted Contacts অপশনটা এখনই সব ব্যবহারী পাবেন না ।
সম্ভবত যারা একটু পুরাতন ব্যবহারকারী কিংবা ফেসবুকের বিচারে অন্য কোন রেটিং বিবেচনায় অনেকের প্রোফাইলেই এই অপশনটি যুক্ত করেছে ।
আমি পেয়েছি ।
তবে যদি কেউ না পান কিছুদিন অপেক্ষা করুন পেয়ে যাবেন ।
১২ ই মে, ২০১৩ রাত ১১:৩৮
মেহদী১০ বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।
২| ১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
শিপু ভাই বলেছেন:
আমিও পেয়েছি
পোস্টের জন্য ধন্যবাদ++++++++
১৩ ই মে, ২০১৩ সকাল ৮:৩১
মেহদী১০ বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।
৩| ১৩ ই মে, ২০১৩ সকাল ৮:৪১
লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ এমন পোস্টের জন্য।
১৩ ই মে, ২০১৩ রাত ১০:০৬
মেহদী১০ বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।
৪| ১৩ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২১
েমঘবালকিস বলেছেন: kintu hacker amar account er full control pele ei trusted contacts o delete kore dibe coz hacker ra always ek daap egiye thake. tokhon ki hobe?
৫| ১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
অক্টোপাস বলেছেন: vai amar account login korle ae message ta dakhai...ajke 2din holo facebook open korta parena .............................
Your account has been temporarily suspended
Suspicious activity has been detected on your Facebook account and it has been temporarily suspended as a security precaution. It is likely that your account was compromised as a result of entering your password on a website designed to look like Facebook. This type of attack is known as phishing.
please help me .........
৬| ১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
সোহাগ সকাল বলেছেন: অতি সাধারন কাজ, কিন্তু সাধারণ ভাবেই উদ্ধার করা যায়না। তখন খুব অসাধারণ মনে হয়। সুন্দর পোস্ট!
৭| ০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
মোঃ_হাসান_আরিফ বলেছেন: আমার ফেসবুক একাউন্ট হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। এখন চালু করতে পারছি না। ইমেল, গোপন নাম্বার দিলেও তা নিচ্ছে না। এ বিষয়ে জানা থাকলে সাহায্য করুন। বন্ধুদের একাউন্ট থেকে আমার আইডি সার্চ দিলেও সেখানে পাতা দেখা যাচ্ছে না। সমাধান জানা থাকলে উপকার করুন।
৮| ০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ধন্যবাদ
৯| ২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৩
কবির নাঈম দোদুল বলেছেন: বেশ ভাল কথা বলেছেন। তবে হ্যাকার আর ক্র্যাকারের মধ্যে তফাৎ আছে। হ্যাকিং সংস্কৃতি, যেটা আমরা এময়াইটিতে ৭০ এর দশকে দেখতে পাই, বা যে হ্যাপি হ্যাকিং এর কথা রিচার্ড স্টলম্যান বলেন, তার সাথে এর সম্পর্ক নেই। পেনেট্রেশন টেস্টার বা সাইবার ক্রিমিনাল এমন দুটো শব্দ হতে পারে।
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
রাকীব হাসান বলেছেন: আমি পেয়েছি । ৫ জন Trusted Contact এড করেও দিয়েছি ...
ধন্যবাদ সুন্দর ইনফো'র জন্য :-)