নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সমালোচনা করে নিজের দোষ ধরতে শিখুন ,একদিন করবে জয় নিচ্শয়

+

মেহেদীডেভিড

আমি ডিজিটার, হ্যাঁ এবং না এ বিশ্বাসী.অন্য কিছু চিন্তা করি না।

মেহেদীডেভিড › বিস্তারিত পোস্টঃ

ভীমরুলের কামড় !

৩০ শে আগস্ট, ২০১২ সকাল ১০:১২



ভীমরুল হলো বোলতার মতো এক প্রকারের পতঙ্গ। কিছু কিছু প্রজাতির ভীমরুল দৈর্ঘ্যে ৫৫ মিমি. পর্যন্ত হতে পারে। ভীমরুল জাতীয় পতঙ্গরা Vespa গণের অন্তর্গত। ভীমরুলের কামড়ের ঘল্প অনেক শুনেছি?

কিন্তু এর কামড় শ্বিকার কখনো হয়নি।হঠাৎ করে কোথায় থেকে এস কামড় দিল । তেমন কিছুই বোঝলাম । বোঝলাম কয়েক ঘন্টা পরে । শরীর ফুলে কলা গাছ আর অসহ্য ব্যাথা । অপারক হয়ে ডাক্তারের পরামর্শ নিলাম । ডাকার প্রথমে দিল Roxadex Injection, High Antiobotic ()Zimax. Pain Killar. আমি অবাক ভামরুলের কামড়ে ইনজেকশন । ডাক্তার বলল এর ভরাবহতা মারাত্বক হতে পারে আর বিষক্রিয়া ভরাবহ হতে পারে।আর চিকিৎসা না নিলে জ্বর ও ব্যাথা কয়েক দিন থাকবে। চিকিৎসা নেয়ার পর এখন বেশ ভাল আছি ।

কিন্তু এর কাহিনী মনে থাকবে অনেক দিন?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:১৩

আবহমান বাংলা বলেছেন: ভিমরুল কামড়ায় কি মুখ দিয়ে (বোলতার/বল্লার মত) নাকি পাছা দিয়ে (মৌমাছির/মধুপোকার মত)?

২| ৩০ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:৪০

সবুজ ভীমরুল বলেছেন: হুম......জানলাম। ;)

৩| ৩০ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:৪৮

রাতুল_শাহ বলেছেন: আমার জীবনে ২বার কামড় খাওয়া অভিজ্ঞতা আছে। বড় ভাই আর আমার আব্বাজান একবার এদের আক্রমণের শিকার হয়েছিলেন। মহান আল্লাহর অশেষ দয়ায় তারা এখন সুস্থ আছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.