![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে ভালবাসি,, যাস্ট ... ওয়েব ডেভলপার, অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনার
প্রকৃতির কিছু অস্বাভাবিকতার রহস্য কোনদিনও সমাধান করা যায় না। কিছু অস্বাভাবিক মৃত্যু এতোটাই অদ্ভুত যে, কেউ হয়তো কখনো কল্পনাও করতে পারে নি যে এভাবেও মৃত্যু ঘটা সম্ভব। আসুন তাহলে বিশ্বের বিভিন্ন দেশে ঘটে যাওয়া তেমন কিছু অস্বাভাবিক মৃত্যুর ঘটনা জেনে নেওয়া যাক।
টুথপিক গিলে ফেলে মৃত্যুঃ
বিশ্বাস করাটা বেশ কঠিন, কিন্তু এটা সত্যি ঘটনা। ১৯৪১ সালে লেখক সেরউড এন্ডারসন, একটি পার্টিতে যেয়ে দুর্ঘটনাবশত একটি টুথপিক গিলে ফেলেন। তাকে তখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে তিনি মারা যান।
অতিরিক্ত খেয়ে মৃত্যুঃ
অপরিমিত খাবার খাওয়াও অনেক সময় বড় ধরনের বিপদ ডেকে আনে। ১৭৭১ সালে সুইডেনের রাজা অ্যাডলফ্ ফেডরিক অতিরিক্ত খেয়ে ফেলার পর হজম করতে না পেরে মৃত্যুবরণ করেন।
নিজের বেসবলের ব্যাটে মৃত্যুঃ
১৮৬২ সালের ১৪ অক্টোবরে আমেরিকান জনপ্রিয় বেসবল প্লেয়ার জিম ক্রেইটন, ম্যাচ চলাকালীন সময়ে দুর্ঘটনাবশত নিজের ব্যাটের আঘাতে আহত হন। টানা চারদিন হাসপাতালে চিকিত্সাধীন থেকে তার মৃত্যু হয়। চিকিত্সকদের মতে তিনি পেটে গুরুতর আঘাতের কারণে মৃত্যুবরণ করেছিলেন।
গলিত সীসা গলায় ঢুকে মৃত্যুঃ
১৭৫৫ সালে অবিশ্বাস্য এক ব্যাপার ঘটেছিলো ইংল্যান্ডের প্লাইমাউথে। ৯৪ বছর বয়সি লাইট হাউজ কিপার হেনরি হল, নিচে দাঁড়িয়ে উপরে লাইট হাউসের দিকে তাকিয়ে ছিলেন। হঠাৎ রিফ্লেক্টর প্যানেল থেকে শীশা গলে তার গলায় পড়ে এবং শরীরের ভেতরে ঢুকে তার মৃত্যু হয়। সেই শীশার টুকরাটি বর্তমানে স্কটল্যান্ডের ন্যাশনাল মিউসিয়ামে সংরক্ষিত আছে।
কপালে গুলি লেগে মৃত্যুঃ
শুনে মনে হচ্ছে এটা আর অদ্ভুতের কি হল তাই না? কপালে গুলি লাগলে তো মারা যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু ঘটনাটা আসলেই অদ্ভুত। ঘটনাটি ঘটে সাউথ ডাকোটার ডেডউডে। ১৮৭৭ সালে ডেভিড লান্ট নামক এক ব্যক্তির কপালে গুলি লাগে। কিন্তু তিনি অস্বাভাবিক ভাবেই বেঁচে যান। অদ্ভুত ব্যাপারটা হচ্ছে এই ঘটনার ৬৭ দিন পর তার মৃত্যু ঘটে।
পাখির কারণে মৃত্যুঃ
১৯৬০ সালে ফরমুলা ওয়ান রেসিং ড্রাইভার অ্যালান স্ট্যাসি, এমনই এক আজব ঘটনার স্বীকার হন। রেস চলাকালীন সময়ে আকস্মিক একটি উড়ন্ত পাখি তার মুখের সাথে বাড়ি খায়। হঠাৎ এমন ঘটনায় তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি ক্র্যাশ করে তত্ক্ষণাৎ মৃত্যুবরণ করেন।
না খেয়ে মৃত্যুবরণঃ
অস্ট্রিয়ান জনপ্রিয় ম্যাথমেটিসিয়ান ও লজিসিয়ান কার্ট গোডেল একটি অদ্ভুত ভয়ে আক্রান্ত হয়েছিলেন এবং সেটাই তার মৃত্যু ডেকে আনে। ১৯৭৮সালে কার্ট গোডেলের স্ত্রী অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেই সময়ে কার্ট গোডেলের কাছে হঠাৎ করে সব খাবার বিষাক্ত মনে হওয়া শুরু হলো এবং তিনি সব ধরণের খাবার খাওয়া বন্ধ করে দিলেন। ফলে তিনি ক্ষুধার্ত হয়ে মৃত্যুবরণ করেন।
অতিরিক্ত উপহারের কারণে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুঃ
আশ্চর্য হলেও সত্যি! আইনবীদ ড্রাকো একটি থিয়েটারে অতিরিক্ত উপহারের কারণে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তিনি এত বেশি উপহার পেয়েছিলেন যে তার দম আটকে গিয়েছিলো। এই সাইট থেকে নেয়া
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৭
মুন্না-কিশোরগঞ্জ বলেছেন: নতুন জানলাম