![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে ভালবাসি,, যাস্ট ... ওয়েব ডেভলপার, অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনার
তার জন্মটাই অন্যরকম। সে জন্ম নিয়েই একটি রেকর্ড করে ফেলেছে। নাম লেখিয়েছে গিনিস বুক অব ওয়ার্ল্ডে। বিশ্বের সবচেয়ে ভারী শিশুকন্যা হিসেবে জন্ম নিয়ে এ রেকর্ড করেছে শিশুটি। এ শিশুটির নাম রাখা হয়েছে জাসলিন।
ঘটনাটি জার্মানির। কয়েকদিন আগে দেশটির একটি হাসপাতালে জন্ম নেয় জাসলিন। জন্মের পর ডাক্তাররা জাসলিনের ওজন মাপতেই অবাক হয়ে গেলেন। ২২.৬ ইঞ্চি লম্বা সদ্যজাত শিশুটি ওজন ছিল ১৩.৪৭ পাউন্ড (৬ কিলো)।
জাসলিনই এখন প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া বিশ্বের সবচেয়ে ভারী কন্যাশিশু। জেসলিন এবং তার মা এখন বেশ ভালোই আছেন।
গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে অস্ত্রোপচার মাধ্যমে জন্ম নেওয়া সবচেয়ে ভারী শিশুর রেকর্ড করেছেন কানাডার আনা বেটিস। ১৮৭৯ সালে জন্ম নেওয়া ওই শিশুটির ওজন ছিল ২৩ পাউন্ড। অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেওয়া সেই শিশুটির রেকর্ড এখনও অক্ষত।
শিশুটির ছবি
©somewhere in net ltd.