![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে ভালবাসি,, যাস্ট ... ওয়েব ডেভলপার, অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনার
মধুপুর বনাঞ্চলে একটি বট গাছে যীশু খ্রীষ্টের মুখের মতো একটি ছবি নিয়ে এখন তোলপাড় চলছে। এ খবরে পুরো এলাকার মানুষ এখন ছুটছেন ঘটনাস্থলে। হাজার হাজার খ্রীষ্টান-গারো, মুসলিম নারী পুরুষ সেই ছবি এক নজর দেখতে সেখানে ভীড় করছেন। জননিরাপত্তার জন্য পুলিশও নিয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
খোঁজ নিয়ে জানা যায়, টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের বন অধ্যুষিত টেলকি থেকে ২ কি মি ভেতরে গায়রা যাওয়ার পথে জলই নামক স্থানে রাস্তার ধারে একটি বট গাছের ডালের কোটরে যীশুর মুখের অবয়বের মতো ওই ছবিটি দেখা গেছে।
গত শনিবার রাত দশ টা থেকে এখানে মানুষের সমাগম শুরু হয়। গত ৮ সেপ্টেম্বর বিকেলে অফিস থেকে বাড়ি ফেরার পথে গায়রা গ্রামের রনিত ঘাগ্রা নামের এক খ্রীষ্টান যুবকের নজরে বিষয়টি প্রথম ধরা পড়ে। রনিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জলছত্র এডিপির স্বাস্থ্য বিভাগের সুপারভাইজার।
রনিত সাংবাদিকদের বলেন, গত ৮ সেপ্টেম্বর দৃশ্যটি দেখে আমি স্ত্রী কে ছাড়া কাউকে বলিনি। প্রতিদিন এটি পর্যবেক্ষণ করতে থাকি। এরপর বিষয়টি এক এক জনকে দেখিয়ে মতামত নিতে থাকি।
অবশেষে শনিবার বিকেল থেকে ছড়িয়ে পড়ে খবরটি। রাতে ওই বট গাছের চারপাশের বেড়া দিয়ে প্রার্থণা শুরু করে খ্রীষ্টান ধর্মাবলম্বীরা। সকাল হওয়ার সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে ভীড়। গেচুয়া গ্রামের অনুপ মারাক, থানার বাইদের রঞ্জন হাগিদক, গায়রার রুথ বলেন, লাঠিসহ যীশু কে স্পষ্ট দেখা যাচ্ছে।
গৃহিনী বার্নিতা রিছিল বলেন, গতকাল রাতে এসে কিছুটা দ্বিধায় ছিলাম। এখন এসে ছবি দেখে প্রার্থনা করলাম।
এলাকার মন্ডলী অনাথ রিছিল বট গাছের গোড়ায় অবস্থান করে সবার দান করা অর্থ ও মোমবাতি গ্রহন করছেন। তিনি বলেন, এটি এই মন্ডলের লোকজনের জন্য আর্শিবাদ।
মধুপুরে বটগাছে যীশুর ‘ছবি’ নিয়ে তোলপাড়
কাকরাইদ গ্রামের জনৈক আব্দুছ ছাত্তার এটিকে যীশুর ছবি বলেই মানছেন। তিনি তার পরিবারের সবাইকে এটি দেখানোর ব্যবস্থা করছেন।
কিন্তু মাদ্রাসা শিক্ষক মওলানা মো. ইয়াকুব আলী ও জয়নাল আবেদীন ভিন্নমত প্রকাশ করেন। তারা বলেন, ঈশা (আ.) (যীশু) এভাবে আবির্ভূত হতে পারেন না। তিনি আসবেন দজ্জালের অপশাসন রোধ করতে। সুত্র :: অলশেয়ার নিউজ
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৭
শূন্য পথিক বলেছেন: মাইনষে পারেও!
:-<
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৩
লিন্কিন পার্ক বলেছেন:
যীশুর খায়াদায়া কাজ নাই আইসা গাছের চিপায় বইসা থাকব