নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেহেদী হাসান

হঠাৎ করে ইচ্ছে গুলো বোধয় দুটি ডানা পেলো আকাশ পানে উরে যেতে চায় তোমার মনের বারান্দাতে ভালোবাসায় আসকারাতে তোমায় শুধু ছোয়ে যেতে চাই

মেহেদী হাসান_আকাশ

লিখতে ভালবাসি,, যাস্ট ... ওয়েব ডেভলপার, অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনার

মেহেদী হাসান_আকাশ › বিস্তারিত পোস্টঃ

বিয়ের আগে যে ৫টি কাজ সংশোধন করে নিতে হবে

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৯

বিয়ের আগের জীবন আর পরের জীবনকে কখনই মেলাতে যাবেন না। মেলাতে গেলেই মরেছেন। কাজেই বিয়ের আগে মানসিক ভাবে তৈরি হন জীবনের কিছু অধ্যায়কে চিরতরে ‘বাই-বাই-টা-টা’ বলার জন্যে।



ব্যাচেলর জীবন আর বিবাহিত জীবনের ভেতর মূল কিছু বিষয়ে তফাত রয়েছে।



হেলায় আর না: সংসারের ছোটখাটো কিছু কাজ, যেমন মোজা-জোড়া ঠিক স্থানে রাখা, ঘরের চাবি যেখানে সেখানে রাখার অভ্যাস ত্যাগ করা, এগুলো ঠিক করে নিতে হবে।

নোংরা স্বভাবও ছাড়ুন। নোংরা স্বভাব ছেড়ে দিন বিয়ের আগেই। ঘর নোংরা করা, ভেজা তোয়ালে বিছানায় রেখেই রওনা হলেন বাইরে। এসব অভ্যাস আগে থেকেই পরিহার করুন।



ভিডিও গেমস আর না: অনেকে আছেন যারা ভিডিও গেমস’র অভ্যাস এখনো ছাড়তে পারেননি। তবে বিয়ের আগে অবশ্যই আপনাকে এই অভ্যাস ছাড়তে হবে।



আড্ডা কমান: প্রচুর আড্ডা দেন। বন্ধুমহলে আপনার আরেক নাম আড্ডাবাজ। খুবই ভাল কথা। তবে বিয়ের আগেই নিজের এই স্ট্যাটাস বদলান। বৌকে ছেড়ে বন্ধুদের সঙ্গে সময় কাটানোর দিন শেষ হওয়ার আগে বন্ধুদের বাই বাই বলুন। মানে, আড্ডাটা একটু কমিয়ে আনবেন আর কি!



নারীসঙ্গ ত্যাগ: সবচেয়ে আগে যেটি করতে হবে সেটি হল বান্ধবীদের কাছ থেকে দূরত্ব তৈরি। বিয়ের পর বান্ধবীদের গল্প বৌয়ের কাছে যত কম করবেন ততই মঙ্গল।



প্রশংসা করতে শিখুন: আপনি হতে পারেন প্রশংসার ব্যাপারে খুবই কৃপণ। অতি ভাল না লাগলে কখনই ভাল বলেন না। কিন্তু বিয়ের আগে আপনাকে এ অভ্যাস ত্যাগ করতে হবে। বৌও হয়ত খুব সামান্য কিছু করেছে, তাও বলুন বাহ! দারুণ। এজন্যে একটু মিথ্যাও বলতে শিখুন

এই ধরনের আরো লেখা পড়তে চাইলে এই খান থেকে ঘুরে আসতে পারেন

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৬

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: - প্রথম যেটা চোখে পড়বে সেটা হলো খরচ, বিয়ের আগে আর বিয়ের পরে খরচের ব্যবধান অনেক।

- বিয়ের আগে কোন মেয়ের সঙ্গে সম্পর্ক থাকলে সেটা বউকে বলা ঠিক না। আপনি হয়তো নিজের "পরিস্কার" মন সম্পর্কে ধারনা দেয়ার জন্য তাকে বলবেন, কিন্তু আপনার স্ত্রী সেটা পরিস্কারভাবে নিতে পারবেনা। সম্পর্ক ছিলোনা, সেটাও আবার বলা যাবেনা। সবচেয়ে ভালো হয়ে এরকম প্রশ্ন উঠলে ঠাট্টার ছলে সেটাকে এড়িয়ে যাওয়া।

- বিয়ের আগের দিনগুলো নিয়ে কথা যতো কম বলা যায় ততই ভালো, একই সঙ্গে স্ত্রীর অতীত জীবন নিয়ে যতো কম জানতে চাইবেন ততই মঙ্গলজনক। মনে রাখতে হবে এটা সম্পূর্ণ নতুন জীবনে, অতীতে যা করেছেন করেছেন তা এখন অতীত। পেছনে তাকানোর কোনই মানে হয়না। সেনসিটিভ বিষয়ে কথা যতো কম বলা যায় ততই ভালো।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৬

হেডস্যার বলেছেন:
আর যাই বলেন আড্ডা মারতে না কইরেন না....আড্ডা ফাড্ডা না মারলে রাইতে ভালো ঘুম হয় না।

যদিও বিয়ার পরে রাইতে ঘুমানোর তেমন একটা টাইম পাব না ! ;) ;)

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৭

ছাসা ডোনার বলেছেন: ভাইজান আমি বিয়ে করতে যাচছি, তাই আমাকে একটু বলে দিলে খুব উপকৃত হতাম বাসররাতে স্ত্রীর সাথে কি কি কথা বললে ভাল হয়(বেয়াদবী মাফ করবেন)।

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: বিয়া করমু :-/ :-/ :-/ :-/ :-/

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪২

দি সুফি বলেছেন: ভিডিও গেমস আর না: অনেকে আছেন যারা ভিডিও গেমস’র অভ্যাস এখনো ছাড়তে পারেননি। তবে বিয়ের আগে অবশ্যই আপনাকে এই অভ্যাস ছাড়তে হবে।


অসম্ভব ব্যাপার /:) /:)

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২২

রসায়ন বলেছেন: @ইরফান আহমেদ বর্ষণ

করে ফেলুন !!

অনেক দিন বিয়ে খাওয়া হয়নি ! ;)

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২২

রসায়ন বলেছেন: @ইরফান আহমেদ বর্ষণ

করে ফেলুন !!

অনেক দিন বিয়ে খাওয়া হয়নি ! ;)

৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

সবুজ ভীমরুল বলেছেন: সব ব্যাপারে একমত। তবে............

ভিডিও গেমস ছাড়া অসম্ভব। পি এস থ্রি ছাইড়া দিমু!!!!!!!!! অসম্ভব!!! :-* :-* :-*

৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

এম ই জাভেদ বলেছেন: পুরুষ মানুষ দুই রকম, জীবিত আর বিবাহিত। :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.