![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে ভালবাসি,, যাস্ট ... ওয়েব ডেভলপার, অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনার
হঠাৎ করে ইচ্ছে গুলো
বোধয় দুটি ডানা পেলো
আকাশ পানে উরে যেতে চায়
তোমার মনের বারান্দাতে
ভালোবাসায় আসকারাতে
তোমায় শুধু ছোয়ে যেতে চাই
দাও বাড়িয়ে দু হাত
হোক নতুন এক প্রভাত
তোমায় শুধু ভালোবাসতে চাই
তোমায় আমি বুকের কাছে রাখতে চাই তেমনি করে
যেমন রাখে রাতের মাঝে দিন
মায়া মায়া দুটি চোখে তোমার ঠোটে গালে মুখে
আমি শুধু আমি থাকতে চাই
দাও বাড়িয়ে দু হাত
হোক নতুন এক প্রভাত
তোমায় শুধু ভালোবাসতে চাই
তোমায় আমি এনে দেবো শিশির ভেজা ভোরের আলো
ইচ্ছে দেখো আমার অন্তহিন
ভেজা ভেজা ঘাসের কোলে ইচ্ছে হলে একটু শুলে
কোমল ঘাসের চাদর হতে চাই
দাও বাড়িয়ে দু হাত
হোক নতুন এক প্রভাত
তোমায় শুধু ভালোবাসতে চাই
lyric by Mehedi hasan 21/10/2013 time 1.20am
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৫
মেহেদী হাসান_আকাশ বলেছেন: কাউসার ভাই গানটা এমন ভাবে লিখছি মানে হয় কোথায় যেনো শুনেছি
২| ২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মন খুলে লিখুন,,,,,,,,,,,ভাবনাগুলো ভাল লেগেছে,,,,,,,,,,,,শুভকামনা
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৩
মেহেদী হাসান_আকাশ বলেছেন: লাইলী আরজুমান ধন্যবাদ শুভকামনার জন্য
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১২
কাউসার রানা বলেছেন: ভাল কিছু শব্দ খুব চেনা, শুর বসালে অসাধারণই হবে আমার ধারনা। আর লিখতে থাকুন না.....আরো ভাল হবে এক সময়।