![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অজস্র শব্দমালার বিবর্ণ এপিটাফের ছোট্ট এক বিন্দু
মাঝে মাঝে আনন্দের ভিতর থেকেই আমরা দুঃখ খুঁজে নেই । চাঁদের শুভ্র আলোর মতো সুন্দর কি আর কিছু হতে পারে ? কিন্তু এরপরেও জোছনা দেখে কেমন যেন একটা কষ্টের অনুভূতি জেগে উঠে । কেউ পাশে না থাকার জন্য প্রচণ্ড নিঃসঙ্গতা অক্টোপাসের মতো আস্টে-পৃষ্টে জড়িয়ে ধরে । কাউকে কাছে পাওয়ার আকুলতা অনন্ত পথ পাড়ি দিতে গিয়ে পথেই পথভ্রষ্ট হয়ে যায় । এরপর হঠাৎ করে তীক্ষ্ণ একটা কষ্টের বোধ সমস্ত চৈতন্য অসাড় করে দেয় . . !
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৯
সুমন কর বলেছেন: আরো একটু হলে, ভালো হতো।