![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অজস্র শব্দমালার বিবর্ণ এপিটাফের ছোট্ট এক বিন্দু
সময়টা স্কুল লাইফের শেষ দিন । স্কুল ছেড়ে আসতে যা কষ্ট হয়
তার চেয়ে অনেকগুণ বেশী কষ্ট হয় ১০টা বছর কাছে থাকা
মানুষগুলোকে ছেড়ে আসতে । এরপরেও আসতে হয় !
কিন্তু আসার সময় একজন আরেকজনকে প্রতিশ্রুতি দেয় গত
১০ বছরের মতো সারাজীবন সাথে থাকার !
Then LIFE happened . . . . !
এরপর ১০ বছর পাশে থাকা বন্ধুগুলো লাইফের অংশ থেকে ফোনের
কন্টাক্ট লিস্টের অংশ হয়ে যায় যাদেরকে ১০ সেকেন্ডের জন্যও ফোন
দেওয়ার সময় কারোরই হয় না ।
অতঃপর ১০ দিন যাবে, ১০ মাস যাবে এবং ১০ বছরও চলে যাবে ।
হঠাৎ একদিন কোন এক ক্লান্তি লগনে দেখা, একসাথে থাকা সেই
১০ বছরের কোন এক সুন্দর সময় অনুস্মরণের ব্যর্থ চেষ্টা !
এরপর সেই ব্যর্থতা ঢাকার জন্য মিছিমিছি কিছু অভিনয় এবং
অবশেষে মিথ্যে একটা হাঁসি দিয়ে মনের গভীরে একরাশ কষ্ট নিয়ে
যার যার নিলয়ে ফিরে যাওয়া ।
তারও অনেক অনেক পরে হয়তো একদিন জানা যাবে, আর কখনোই
দেখা হবে না । বুকচেরা একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসবে, যার অতীত
শুধু দীর্ঘশ্বাস ফেলা বিধ্বস্ত মানুষটাই জানে . . . !
২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৭
শূন্যভুবনের মেহেদী বলেছেন: আমার নিজস্ব অভিজ্ঞতার সারমর্ম ভাই !
©somewhere in net ltd.
১|
২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৭
একুশে২১ বলেছেন: খুবই বাস্তব বিষয়ে খুবই সাবলীল বহিঃপ্রকাশ।