নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারপাশের সব অসাধারণ প্রতিভাবানদের ভিড়ে অতি সাধারন একজন। ভালোবাসি বৃষ্টিতে ভিজে বৃষ্টিকে অনুভব করতে, ভালোবাসি কোন এক জোছনা রাতে আঁধারে মিশে যেতে, ভালোবাসি বন্ধুত্ব, প্রান খোলা হাসি, গান, কবিতা আর আঁধারে হারিয়ে যাওয়া একাকী।

শূন্যভুবনের মেহেদী

অজস্র শব্দমালার বিবর্ণ এপিটাফের ছোট্ট এক বিন্দু

শূন্যভুবনের মেহেদী › বিস্তারিত পোস্টঃ

হারিয়ে ফেলা দিনের হারিয়ে যাওয়া বন্ধুত্ব আর কিছু কষ্ট !

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৩

সময়টা স্কুল লাইফের শেষ দিন । স্কুল ছেড়ে আসতে যা কষ্ট হয়
তার চেয়ে অনেকগুণ বেশী কষ্ট হয় ১০টা বছর কাছে থাকা
মানুষগুলোকে ছেড়ে আসতে । এরপরেও আসতে হয় !
কিন্তু আসার সময় একজন আরেকজনকে প্রতিশ্রুতি দেয় গত
১০ বছরের মতো সারাজীবন সাথে থাকার !

Then LIFE happened . . . . !

এরপর ১০ বছর পাশে থাকা বন্ধুগুলো লাইফের অংশ থেকে ফোনের
কন্টাক্ট লিস্টের অংশ হয়ে যায় যাদেরকে ১০ সেকেন্ডের জন্যও ফোন
দেওয়ার সময় কারোরই হয় না ।

অতঃপর ১০ দিন যাবে, ১০ মাস যাবে এবং ১০ বছরও চলে যাবে ।
হঠাৎ একদিন কোন এক ক্লান্তি লগনে দেখা, একসাথে থাকা সেই
১০ বছরের কোন এক সুন্দর সময় অনুস্মরণের ব্যর্থ চেষ্টা !
এরপর সেই ব্যর্থতা ঢাকার জন্য মিছিমিছি কিছু অভিনয় এবং
অবশেষে মিথ্যে একটা হাঁসি দিয়ে মনের গভীরে একরাশ কষ্ট নিয়ে
যার যার নিলয়ে ফিরে যাওয়া ।

তারও অনেক অনেক পরে হয়তো একদিন জানা যাবে, আর কখনোই
দেখা হবে না । বুকচেরা একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসবে, যার অতীত
শুধু দীর্ঘশ্বাস ফেলা বিধ্বস্ত মানুষটাই জানে . . . !

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৭

একুশে২১ বলেছেন: খুবই বাস্তব বিষয়ে খুবই সাবলীল বহিঃপ্রকাশ।

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৭

শূন্যভুবনের মেহেদী বলেছেন: আমার নিজস্ব অভিজ্ঞতার সারমর্ম ভাই ! :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.