নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারপাশের সব অসাধারণ প্রতিভাবানদের ভিড়ে অতি সাধারন একজন। ভালোবাসি বৃষ্টিতে ভিজে বৃষ্টিকে অনুভব করতে, ভালোবাসি কোন এক জোছনা রাতে আঁধারে মিশে যেতে, ভালোবাসি বন্ধুত্ব, প্রান খোলা হাসি, গান, কবিতা আর আঁধারে হারিয়ে যাওয়া একাকী।

শূন্যভুবনের মেহেদী

অজস্র শব্দমালার বিবর্ণ এপিটাফের ছোট্ট এক বিন্দু

শূন্যভুবনের মেহেদী › বিস্তারিত পোস্টঃ

নির্ঘুম রাতের বেয়াড়া কিছু ভাবনা !

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৮




কোন এক অদ্ভুত উপায়ে আমার বদ্ধ ঘরের ছোট্ট বন্ধ জানালা দিয়ে রাস্তার সোডিয়াম বাতির হলদে আলো ঘরে এসে ঢুকছে । এতে যেন অন্ধকার না কমে আরও ভালোভাবে অন্ধকারকে দেখা যাচ্ছে ।

জানালার একটা কপাট খুলে দিলাম । বাইরে কুয়াশা আর চাঁদের আলো মিলেমিশে একাকার হয়ে আছে । কি মায়াময়ই না লাগছে রাতটাকে !

শুধু চাঁদের আলোতে খুব প্রিয়জনকে কাছে পেতে ইচ্ছে করে । কিন্তু কুয়াশা মাখা চাঁদের আলোতে তৈরি অসীম শূন্যতায় নিঃসঙ্গতাকেই কেন যেন বেশী আপন মনে হয় । কি অদ্ভুত সীমাহীন শূন্যতাঘেরা এক নৈঃশব্দ চারিদিকে ! নিঃশব্দতারও যে নিজস্ব শব্দ আছে তাই বা কয় জন জানে ! কিছু স্মৃতি, কিছু দিন, কিছু রাত, কিছু প্রশ্ন, কিছু ভুল, কিছু মানুষ, কিছু অনুভূতি, কিছু কষ্ট, কিছু মিথ্যে, কিছু স্বপ্নের মৃত্যু - সব যেন কথা না বলেও কথা বলছে আমার সাথে ।

চাঁদটা হারিয়ে যাচ্ছে একটু একটু করে । প্রত্যেকটা হারানোর মাঝেই আছে না হারানো কিছু অনুভূতি । প্রত্যেকটা শেষেরই অন্য রকম একটি কষ্ট আছে । এরপরেও এমন বিভ্রমময় মুহূর্তে সব অনুভূতি, সব কষ্ট অর্থহীন মনে হয় । খুব সম্ভবত এটা একাকীত্বের নেশা ।

সময়টা চলে যায় কিন্তু. . . . . স্মৃতি বেঁচে থাকে !

কুয়াশা মাখা সোডিয়াম বাতির হলদে আলোর সাথে মিশে দিক্বিদিক ছুটে যাচ্ছে আমার নির্ঘুম রাতের বেয়াড়া ভাবনাগুলো . . . !

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: মুক্তগদ্য লিখে আমি খুব স্বচ্ছন্দবোধ করি। ব্যারিকেড থাকে না। স্বাধীনতা পাই লেখার। তবে আমি মনে করি কিছুটা কাব্যকলাও থাকা উচিত। শব্দে বাক্যের সূক্ষ্ম সেলাই পাঠককে আনন্দ দেয়। ঠিক এটার অভাব পেয়েছি আপনার লেখায়।

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫০

শূন্যভুবনের মেহেদী বলেছেন: ধন্যবাদ আপনার কমপ্লিমেন্টের জন্য । পরবর্তীতে অবশ্যই চেস্টা করবো :)

২| ২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লিখেছেন.................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.