নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারপাশের সব অসাধারণ প্রতিভাবানদের ভিড়ে অতি সাধারন একজন। ভালোবাসি বৃষ্টিতে ভিজে বৃষ্টিকে অনুভব করতে, ভালোবাসি কোন এক জোছনা রাতে আঁধারে মিশে যেতে, ভালোবাসি বন্ধুত্ব, প্রান খোলা হাসি, গান, কবিতা আর আঁধারে হারিয়ে যাওয়া একাকী।

শূন্যভুবনের মেহেদী

অজস্র শব্দমালার বিবর্ণ এপিটাফের ছোট্ট এক বিন্দু

শূন্যভুবনের মেহেদী › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টিস্নাত মধ্যরাত আর অচেনা শহরের গল্প !

০২ রা আগস্ট, ২০১৬ রাত ১:৩২




বৃষ্টিস্নাত মধ্যরাত আর চেনা শহরটা হঠাৎ করে অচেনা এক শহর হয়ে যাওয়ার গল্পটা যেন সবারই জানা কিন্তু বইয়ের পৃষ্ঠাটা কয়জনই বা উল্টায় ?!

যদি জীবনের কোলাহল ভরা পৃষ্ঠাটার পরের পৃষ্ঠাটা কেউ পড়তো তাহলে হয়তো সে অবাক হয়ে যেতো রাতের বিশালতা দেখে, হয়তোবা অসীম বিষাদময় কোন শুন্যতা তার বুকে হাহাকার তৈরি করতো, হয়তোবা সে তার অনেক আগের থেকে দেখা স্বপ্নগুলি উড়িয়ে দিতো বাইরের সোডিয়াম বাতির হলদে আলোতে !

গল্পের যেকোন পৃষ্ঠাতেই যাওয়া হোক না কেন, দেখা যাবে দিনের শেষে কিছু মানুষ আসলেই একা, খুব বেশী একা ।

একসময় গল্পটা পড়তে পড়তে বিবর্ণ হয়ে যাবে এর প্রতিটি পৃষ্ঠা, ঠিক যেন দীর্ঘদিন অযত্নে থাকা ঘরের কোণের ধূসর বর্ণহীন পলেস্তারা উঠা দেয়াল ..।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১:৪০

অনর্থদর্শী বলেছেন: আপনার একাকিত্ব তো শূন্যতায় ভরা নয়, তাতে ছড়িয়ে রয়েছে পথহারানো বৃষ্টি, অন্তহীন রাতের মায়াময়তা, তবে তা বিষাদের কারন কেনো?

০২ রা আগস্ট, ২০১৬ সকাল ১১:২০

শূন্যভুবনের মেহেদী বলেছেন: একাকীত্ব মানেই তো শুন্যতা আর শুন্যতা থেকেই তো বিষাদের জন্ম :)

২| ০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৬

ক্লে ডল বলেছেন: মনটা কেমন যেন হয়ে গেল!

যায় হোক। অসাধারণ কথামালা কিন্তু!

৩| ০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ১:১৯

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লাগল। অনেক সুন্দর কথা মালা । পড়লেই মনটা কেমন কেমন হয়ে যায়

৪| ০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ১:২৭

আরিয়ান রাকিব বলেছেন: দিনের শেষে কিছু মানুষ আসলেই একা, খুব বেশী এক।
একটা সাধারন বাক্য অথচ কি অসাধারন ভাবেই না কতো কিছু বলে গেলো।

৫| ০৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:১০

মহসিন ৩১ বলেছেন: যদি জীবনের কোলাহল ভরা পৃষ্ঠাটার পরের পৃষ্ঠাটা কেউ পড়তো তাহলে হয়তো সে অবাক হয়ে যেতো রাতের বিশালতা দেখে, হয়তোবা অসীম বিষাদময় কোন শুন্যতা তার বুকে হাহাকার তৈরি করতো, হয়তোবা সে তার অনেক আগের থেকে দেখা স্বপ্নগুলি উড়িয়ে দিতো বাইরের সোডিয়াম বাতির হলদে আলোতে !.........

জো র দিয়ে না বললেও মনে হয় সত্যি বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.