![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অজস্র শব্দমালার বিবর্ণ এপিটাফের ছোট্ট এক বিন্দু
চেনা শহরটা যখন মেঘের কান্না দেখে থমকে দাঁড়ায়, ধূসর প্রহেলিকায় যখন মানুষগুলি হারিয়ে যায় তখন চিরচেনা এই শহরটা হয়ে যায় অচেনা । অচেনা শহরের গল্পটা কিন্তু চিরচেনা । গল্পটা কিছু স্বপ্ন দেখা আর কিছু স্বপ্ন ভাঙার গল্প । যুগ যুগ ধরে গল্পটায় কোন পরিবর্তন নেই, এখানে এখনো বাস্তবতাটা হারিয়ে যায় ফেলে আসা অতীতের মাঝে ।
শহর এখন মেঘে ঢাকা । জানিনা কয়জন মানুষের স্বপ্নও এখনো মেঘে ঢাকা ! নিজের নিজেকে হারিয়ে ফেলে আবারো নিজেকে খুঁজে ফেরে কয়জন ! মিথ্যে আবেগকে আঁকড়ে ধরে ভ্রমের মাঝে বিলীন হয়ে যাচ্ছে কেউ ।
তবে একটু সুখ আর অনেকখানি দুঃখ ভরা হাজারো অলিগলির এই শহরে, চোখ ধাঁধানো আলো ফিকে হয়ে যাওয়ার পরের সীমাহীন আঁধারে, আজও কেউ কেউ স্বপ্ন খুঁজে ফেরে ! স্বপ্ন খুঁজে পাক বা না পাক, স্বপ্ন যে দেখছে সেটাই তো খুব বেশী !
হয়তোবা একটু সুখ আর একটু দুঃখ পাওয়া মানুষগুলি অথবা মোহের মরীচিকায় পথ হারিয়ে স্বপ্ন খুঁজতে থাকা মানুষগুলিই এক সময় খুঁজে পায় সীমাহীন শুন্য আকাশের অনন্ত নক্ষত্রবীথি . . . !
২| ১১ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৫৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক ভালো লেগেছে
৩| ১১ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:১৫
রক্তিম দিগন্ত বলেছেন:
ছবিগুলো হাতে আঁকা নাকি ক্যামেরায় তোলা?
কনফিউজড!
১১ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:১১
শূন্যভুবনের মেহেদী বলেছেন: ছবিগুলি সব গুগল থেকে নিয়েছি অনেক খুঁজে
৪| ১২ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১২
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লিখেছেন।
সবার মন্তব্যের প্রতিউত্তর দেওয়া উচিত।
১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:২৯
শূন্যভুবনের মেহেদী বলেছেন: সব সময় নেটে বসা হয় না ভাই । বসলে চেষ্টা করি সবার উত্তর দিতে
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৪৩
শাহরিয়ার কবীর বলেছেন: মাঝে,মাঝে চেনা শহরটা অচেনা লাগে ...................