![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অজস্র শব্দমালার বিবর্ণ এপিটাফের ছোট্ট এক বিন্দু
একদিন আকাশটা আঁধারে মিশে যাক । আঁধার কালো একলা একটা মেঘলা আকাশ থমকে থাকুক বিষণ্ণ কোন বারান্দায় । এরপর পৃথিবী অন্ধকার করে অঝোরে বৃষ্টি নামুক । একদিন ভালোবাসার বৃষ্টি নামুক, একদিন ঝোপ ঝাড় আর নগরী কাঁপিয়ে খুব কষ্টের একটা বৃষ্টি নামুক ।
একদিন খুব বৃষ্টি নামুক । মন খারাপের বৃষ্টি অথবা মন ভালো করে দেওয়ার বৃষ্টি । শুকিয়ে যাওয়া এই শহরটা ভিজে যাক প্রচন্ডভাবে ।
একদিন খুব বেশী বৃষ্টি নামুক . . ! একদিন খুব করে বৃষ্টিস্নান করুক পলেস্তারা উঠা ধূসর দেয়ালগুলি, ভিজে চুপসে যাক বিস্তীর্ণ প্রান্তরের একলা বটবৃক্ষটা, স্নান করুক রাস্তার মোড়ে অনেক বছর ধরে দাড়িয়ে থাকা সোডিয়াম বাতির ল্যাম্প-পোস্টটা . . !
২| ১১ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩৯
কানিজ রিনা বলেছেন: বৃষ্টিতো ঝড়তেই আছে, পচা কাদায় ভ্যবসা
গন্ধ ছড়িয়ে চার পাশের মানুষ নাকে টিসু
লাগিয়ে যাচ্ছে। নতুন বগি পুরান ইন্জিন
টেনে বেড়াচ্ছে। পলেস্তরা খোলা পুরান
দেওয়ালে আগাছা জন্ম হচ্ছে। এইতো
জীবনের অন্ধকারের মেঘ বৃষ্টির দোলায়
খেলা। কাঁটা দূবলো ঘাসে পথ চলা।
লেখাটা ভাল লেগেছে। ধন্যবাদ
৩| ১১ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৪৩
বর্ণিল হিমু বলেছেন: একদিন খুব করে রোদ উঠুক জ্বলে পুড়ে যাক সবকিছু.....!
৪| ১১ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৪৩
বর্ণিল হিমু বলেছেন: একদিন খুব করে রোদ উঠুক জ্বলে পুড়ে যাক সবকিছু.....!
৫| ১২ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:২১
রক্তিম দিগন্ত বলেছেন:
নামছে আজকে। তবে আপনার লেখার মত করে বাকিগুলোও হবে কিনা জানিনা।
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩২
বিজন রয় বলেছেন: একদিন খুব বেশী বৃষ্টি নামুক
একদিন খুব বেশী বৃষ্টি নামুক
একদিন খুব বেশী বৃষ্টি নামুক
রোমান্টিক একটি লাইন।
+++