![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অজস্র শব্দমালার বিবর্ণ এপিটাফের ছোট্ট এক বিন্দু
খুব অদ্ভুত কিছু একটা আছে বৃষ্টিস্নাত রাত্রির নগরীতে, শুধু চেয়ে চেয়ে দেখলে যা বোঝা সম্ভব না, অনুভব করে নিতে হয় !
টিনের চালে বৃষ্টি পড়ার একঘেয়ে শব্দ, মাঝে মাঝে আকাশের এক কোণে হঠাৎ জ্বলে উঠে হারিয়ে যাওয়া বিদ্যুতের চমক, স্নিগ্ধ বাতাসের স্পর্শ, দূর দিয়ে চলে যাওয়া কোন রিকশার অস্পষ্ট ঘন্টার শব্দ - কি যেন আছে এগুলোর মাঝে ! কেমন করে যেন এক নেশা তৈরি করে দেয়, আঁটকে ফেলে অদ্ভুত কোন ঘোরের মাঝে !
রাত্রির আঁধারে ভাবনাগুলো হারিয়ে যায় একটু একটু করে, অব্যক্ত কিছু শব্দতে যেন জীবন চলে আসে, শব্দগুলো কথা বলে অচেনা কোন সুরে . ! মোহের মায়াকেও কেমন যেন মূল্যহীন লাগে, অসীম শূন্যতায় খুঁজে পাই অপার্থিব কোন পূর্ণতা ।
কতো দীর্ঘকাল ধরে বৃষ্টিস্নাত নগরীর পদচারনায় মিশে আছে দিক্বিদিক ছুটে চলা কিছু অধরা স্বপ্ন, কে জানে . . !!!
৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৩
শূন্যভুবনের মেহেদী বলেছেন: ধন্যবাদ
২| ৩০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩১
ধ্রুবক আলো বলেছেন: টিনের চালে বৃষ্টির শব্দ অসাধারণ লাগে।
পোস্ট ভালো লাগলো
৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১৩
শূন্যভুবনের মেহেদী বলেছেন: কিন্তু আফসোস, নতুন একটা প্রজন্ম অসাধারণ এই অনুভূতিটা বুঝতে পারে না !
ফিডব্যাকের জন্য ধন্যবাদ
৩| ০৩ রা মে, ২০১৭ সকাল ১০:১২
মোস্তফা সোহেল বলেছেন: বৃষ্টি আমারও ভাল লাগে।অনেক সুন্দর করে লিখেছেন। ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১০
নাগরিক কবি বলেছেন: যথেষ্ট সুন্দর।